পরিবারকে সঙ্গে নিয়ে সফরে যাওয়ায় কোহলিদের যে শর্ত দিল বিসিসিআই – ইউ এস বাংলা নিউজ




পরিবারকে সঙ্গে নিয়ে সফরে যাওয়ায় কোহলিদের যে শর্ত দিল বিসিসিআই

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ৫:২৯ 16 ভিউ
চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। বৃহস্পতিবার দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফি মাত্র তিন সপ্তাহ চলবে, যে কারণে এই সফরে খেলোয়াড়দেরকে তাদের পরিবারকে সঙ্গে নেওয়ার অনুমতি দেয়নি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। তবে একটি ম্যাচ দেখার জন্য ক্রিকেটাররা তাদের পরিবারকে দুবাইতে নেওয়ার অনুমতি পাবেন। চ্যাম্পিয়ন্স ট্রফি তিন সপ্তাহ চলবে। এই সফরে খেলোয়াড়দের পরিবারের সঙ্গে যাওয়ার অনুমতি দেয়নি। বিসিসিআইয়ের নীতি অনুযায়ী বিদেশ সফরে ৪৫ দিনের বেশি সময় ধরে অনুপস্থিত থাকলে খেলোয়াড়দের সঙ্গী ও ১৮ বছরের নীচের সন্তানরা একবারের জন্য, প্রতি সিরিজে (প্রতি ফরম্যাট অনুযায়ী) সর্বোচ্চ দুই সপ্তাহের জন্য সঙ্গে থাকতে পারবে। সংবাদমাধ্যমের প্রতিবেদন

অনুসারে, দলের শীর্ষ এক কর্মকর্তা দুবাই যাওয়ার আগে বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়ার সঙ্গে কথা বলেন। কথা বলার পরে ঠিক করা হয়েছে যে, এখন একজন খেলোয়াড় তার পরিবারের সদস্যদের এক ম্যাচের জন্য দুবাই নিয়ে যেতে পারবেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, খেলোয়াড়দের এখন বিসিসিআইয়ের অনুমতি নিতে হবে এবং টিম ম্যানেজমেন্টকে এ বিষয়ে বোর্ডের কাছে একটি তালিকা জমা দিতে হবে। একজন বিসিসিআই কর্মকর্তা বলেছেন, পুরো দল দুবাইয়ে রয়েছে তাই শুরুতে কোনও পরিবারের সদস্য তাদের সঙ্গে যাননি। এখন পর্যন্ত প্রতিটি খেলোয়াড়কে শুধুমাত্র এক ম্যাচের জন্য পরিবারের সদস্যদের নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে তিনি জানাননি, কোনও খেলোয়াড় অনুমতির জন্য আবেদন করেছেন কি না। এটি সম্পূর্ণরূপে

খেলোয়াড়ের উপর নির্ভর করছে যে তিনি তার পরিবারের কাউকে ম্যাচে সঙ্গে নেবেন কি না। অনেকেই হয়তো এত অল্প সময়ের জন্য পরিবারকে আনবেন না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুয়েট প্রশাসন ও ছাত্র রাজনীতিকে ‘লাল কার্ড’ বাকি এগারো মাস কেউ খোঁজ রাখেন না একুশের প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কঠোর নিরাপত্তা চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির লোমহর্ষক বর্ণনা ম্যাচ শেষে শামির পরামর্শ নিলেন তাসকিন প্রথম শুনানিতে আদালতে ইউন যুক্তরাজ্যে রেকর্ড ছাড়িয়েছে মুসলিমবিদ্বেষ ভারত নিয়ে ট্রাম্প মাস্কের ‘মতানৈক্য’ মালয়েশিয়ায় অনলাইন প্রতারণা: বাংলাদেশিসহ ৪৬ অভিবাসী গ্রেফতার চীনা ঋণ পুনঃতফসিলের অনুরোধ পাকিস্তানের পোস্টারের পর সিনেমাতেও কাটা পড়লেন উর্বশী বিশ্বের সবচেয়ে শক্তিশালী ‘গুপ্তচর ক্যামেরা’ বানিয়ে সাড়া ফেলল চীন ইতিহাসের সর্বোচ্চ দামে সোনা ‘দেশে বিরাজনীতিকরণের চক্রান্তে লিপ্তরা কুয়েটকে অস্থিতিশীল করতে চাচ্ছে’ গাজায় যাচ্ছে ১৫টি ভ্রাম্যমাণ বাড়ি বহনকারী ট্রাক জিয়াউল আহসানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৮ এপ্রিল মিসরে আবারও আবিষ্কৃত হল ফারাওয়ের সমাধি ট্রাম্পের হুমকিকে ভয় পাই না: শেইনবাউম যোগী আদিত্যনাথকে একহাত নিলেন গায়ক বিশাল সালমানের বিরুদ্ধে জ্যাকুলিনকে নকল করার অভিযোগ