পরিচালনায় আসছেন যিশু, কোন ছবিতে হাতেখড়ি – ইউ এস বাংলা নিউজ




পরিচালনায় আসছেন যিশু, কোন ছবিতে হাতেখড়ি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ মে, ২০২৫ | ৪:১৪ 63 ভিউ
টালিউডের জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত বলিউডেও সমানতালে এগিয়ে যাচ্ছেন। এবার অভিনেতার তরফ থেকে এলো বড় সুখবর। অনুরাগীরা এতদিন তাকে প্রযোজক-অভিনেতার ভূমিকায় দেখে এসেছেন। এবার তিনি নতুন রূপে আসছেন—স্বয়ং পরিচালক হিসাবে মাঠে নামতে চলেছেন। সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে গুঞ্জন— তার মুকুটে পরিচালকের তকমা যোগ হতে চলেছে। সব ঠিক থাকলে নাকি বলিউডের বর্ষীয়ান পরিচালক মহেশ ভাট পরিচালিত ‘আর্থ’ সিনেমার বাংলা রূপান্তর করতে চলেছেন যিশু। যে সিনেমার পরতে পরতে পরকীয়া ও ভালোবাসা জড়ানো। যদি গুঞ্জন সত্যি হয়, তবে বুঝতে হবে—যিশু জীবনে অতীতের সম্পর্কের গল্প পটভূমিকায় রেখে সিনেমা বানাতে চলেছেন? একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে সেই খবরে সিলমোহর দিয়েছেন অভিনেতা-প্রযোজক সৌরভ দাস। তিনি বলেন, হ্যাঁ, আমরা

একটি সিনেমা করতে চলেছি। অবশ্যই আমাদের সঙ্গে মহেশজি রয়েছেন। তবে একটি মৌলিক গল্প থেকে সিনেমাটি হবে। মুম্বাইয়ে মহেশজির দলের চিত্রনাট্যকার সিনেমার গল্প লিখছেন। আগামী বছর এ সিনেমার শুটিং শুরু হতে পারে বলেও জানান সৌরভ দাস। অভিনেতা বলেন, সম্পর্ক নিয়ে হিন্দিতে অতীতে অনেক ভালো ভালো সিনেমা তৈরি হয়েছে। তেমনই একটি সিনেমা তারা বানানোর চেষ্টা করছেন। সে ক্ষেত্রে মহেশজির ‘আর্থ’ নয় কেন? সৌরভের জবাব, তারা দর্শকদের মৌলিক গল্প ও মৌলিক সিনেমা উপহার দিতে চান বলে। কোনো রূপান্তরিত সিনেমা বানানোর ইচ্ছা তাদের নেই। মহেশের ‘আর্থ’ সিনেমায় এক দম্পতির বিয়ে, বিচ্ছেদ এবং তাদের নতুন জীবনের গল্প। অভিনয়ে শাবানা আজমি, স্মিতা পাটিল, কুলভূষণ খরবান্দা, রাজ কিরণ,

রোহিণী হত্যাঙ্গদি, দীনা পাঠক, ওম শিবপুরীর মতো তারকা অভিনেতারা ছিলেন। মৌলিক গল্প নিয়ে সিনেমা বানালে কারা অভিনয় করবেন? সৌরভ জানিয়েছেন, গল্প লেখা শেষ হলে তার পর এ বিষয়টি নিয়ে তারা ভাববেন। পরিচালক মহেশ ভাটের সহযোগিতায় যিশু সদ্য নতুন প্রযোজনা সংস্থা খুলেছেন। নাম দিয়েছেন— হোয়াই সো সিরিয়াস ফিল্মস। সৌরভ যিশুর সঙ্গে হাত মিলিয়েছেন। উল্লেখ্য, যিশু ভালোবেসে বিয়ে করেছিলেন নীলাঞ্জনাকে। টালিউডের আদর্শ দম্পতি ছিলেন তারা। এক যুগেরও বেশি সময়ের পর তাদের বিচ্ছেদ। রটনা ও আপ্তসহায়ক শিনাল সুর্তির সঙ্গে তার প্রেমের খবর পৌঁছে যায় নীলাঞ্জনার কানে। যার জেরে তিনি সরে যান যিশুর জীবন থেকে। এতদিন যৌথভাবে স্ত্রী নীলাঞ্জনা সেনগুপ্তের সঙ্গে প্রযোজনা করেছেন যিশু। এক বছরেরও

বেশি সময় তারা আর এক ছাদের নিচে থাকছেন না। নীলাঞ্জনার পাশাপাশি সামাজিক মাধ্যমে যিশুর দূরত্ব বেড়েছে বড় মেয়ে সারার সঙ্গেও। পরিচালক মহেশ ভাটের ‘আর্থ’-এও প্রায় একই ধারার গল্প, যা যিশুর জীবনেও জড়িয়ে আছে। সে রকম গল্প নিয়েই বড়পর্দায় নতুনরূপে আবির্ভূত হবেন এ অভিনেতা বলেই নেটিজেনরা ধারণা করছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আবারও পশ্চিমবঙ্গে মেডিকেল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ চিরনিদ্রায় শায়িত হলেন সৈয়দ মনজুরুল ইসলাম রাজধানীতে জাপা নেতাকর্মীর সঙ্গে পুলিশের সংঘর্ষ ‘ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা কর্মকর্তাদের মধ্যে ১৫ জন সেনা হেফাজতে’ নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণার আগেই ফাঁস! তদন্তে কর্মকর্তারা সিরিজ বাঁচানোর ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ মেক্সিকোতে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ২৮, নিখোঁজ অনেকে ৬ বিভাগে ভারি বর্ষণের আভাস সারা দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৪১৩ ‘আমাদের বিয়ে আগামী বছর একটি উপযুক্ত সময়ে ইনশাআল্লাহ’ উদ্ধারে গিয়ে উদ্ধারকারী ট্রেনটিও গেল উল্টে স্বামীকে কিডনি দিতে এক মুহূর্তও দেরি করলেন না তরুণী র‍্যাবের গাড়ি-বাসের সংঘর্ষে শিশুসহ নিহত ৩ জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অ্যাকশনে পুলিশ গাজা ছেড়ে আরেক দেশে ইসরায়েলের হামলা মারিয়া কোরিনা কি নিজ ভুবনে শান্তিতে আছেন? ১০ দিনে হাসপাতালে ভর্তি ৬ হাজার, মৃত্যু ২৬ জনের স্বর্ণ কিনবেন? জেনে নিন আজকের বাজারদর স্বর্ণ ও রুপা আজ কত দামে বিক্রি হচ্ছে, জেনে নিন অনলাইন জুয়া চক্রের শীর্ষ এজেন্ট লিপু গ্রেপ্তার