নিজাম হাজারীর ৫৪৯ কোটি টাকার সন্দেহজনক লেনদেন – ইউ এস বাংলা নিউজ




নিজাম হাজারীর ৫৪৯ কোটি টাকার সন্দেহজনক লেনদেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ ডিসেম্বর, ২০২৪ | ৯:৪৭ 107 ভিউ
গতকাল দুদক মহাপরিচালক ও মুখপাত্র আক্তার হোসেন রাজধানীর সেগুনবাগিচায় কমিশনের প্রধান কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান। তিনি বলেন, দুর্নীতির সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসামিরা এমপি থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসবহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এদিকে দুদক পরিচালক আবুল হাসনাত বাদী হয়ে ১১ কোটি ২১ লাখ ৮১ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এ এম নাঈমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে অপর মামলাটি করেন। এজাহারে বলা হয়, তিনি অপরাধমূলক অসদাচারণ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে মানিকগঞ্জ পাওয়ার জেনারেশন লিমিটেড থেকে ৪ কোটি ২২ লাখ টাকা গ্রহণ করেছেন। নিজের নামে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের ১৩টি ব্যাংক হিসাব এবং ব্যবসা প্রতিষ্ঠানের

৯টি ব্যাংক হিসাবে ৪৭ কোটি ১৯ লাখ টাকা জমা করেন। উত্তোলন করেন ৪৬ কোটি ৪৬ লাখ ৬১ হাজার টাকা। অনুসন্ধানে এটি সন্দেহজনক লেনদেন হিসেবে প্রমাণ মেলে। জিয়াউল আহসানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করবে দুদক। গতকাল কমিশন এই অভিযোগটি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। অনুসন্ধানের লক্ষ্যে উপপরিচালক মো. সালাহউদ্দিনের নেতৃত্বে তিন সদস্যের টিম গঠন করা হয়েছে। দুর্নীতিগ্রস্ত আমলাদের রেহাই দেবে না দুদক এখন থেকে দুদক আমলাদের দুর্নীতি অনুসন্ধান জোরদার করবে। গতকাল দুদকের মুখপাত্র জানান, টিআইবিসহ বিভিন্ন সংস্থার ভাষ্যমতে ও গণমাধ্যমে আমলাদের দুর্নীতির বিরুদ্ধে দুদকের অনাগ্রহের বিষয়টি বিভিন্ন সময়ে আলোচনায়

এসেছে। আমলাতন্ত্রের যে কোনো পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট এবং বস্তুনিষ্ঠ অভিযোগ কমিশনে দাখিল হলে বা কমিশনের নজরে এলে এ বিষয়ে কমিশন দ্রুত যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হজের তিন প্যাকেজ ঘোষণা, কমছে খরচ বাগরাম দখলে পাঁয়তারা ট্রাম্পের, বাগড়া দিচ্ছে রাশিয়া-চীন-ইরান-পাকিস্তান হাজি সেলিমের বাড়ি থেকে ৬টি বিলাসবহুল গাড়ি জব্দ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৮৪৫ ফাইনাল পরিত্যক্ত হলে কোন দলের হাতে উঠবে ট্রফি, কী আছে নিয়মে ১ অক্টোবর খুলছে না কেওক্রাডং পর্যটন কেন্দ্র গাজা যুদ্ধ বন্ধে ইসরায়েলে রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ আসছে নিষেধাজ্ঞা, উপকূলজুড়ে বিষাদের ছায়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডে দুদকের অভিযান Under Donald Trump direction America on Wrong Direction বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে আওয়ামী লীগের দুই নেতার ওপর হামলা : বিএনপির একজন গ্রেফতার নিউইয়র্কের বাসিন্দারা দ্রব্যমূল্যের ‘ভর্তুকি চেক’ পাবেন বিচার বিভাগের ওপর নগ্ন হস্তক্ষেপ? চার মাসের জন্য খুলছে সেন্টমার্টিন ১১ অক্টোবর ওয়াশিংটন ডিসিতে ‘প্রজেক্ট ১৯৭১’ প্রদর্শনী ও আলোচনা নেতানিয়াহুর ভাষণ, যেসব দেশ ওয়াকআউট করল নেতানিয়াহুর ভাষণে জাতিসংঘে প্রতিক্রিয়া দেখালেন ইসরায়েলি সেনার বাবা নাইজেরিয়ায় স্বর্ণখনিতে ভয়াবহ ধস, বহু প্রাণহানির শঙ্কা দেশে ফের ভূমিকম্প, উৎপত্তিস্থল যশোর