
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

সিনেপ্লেক্স থেকে নামিয়ে দেওয়া হলো শাকিবের সিনেমা

সিনেপ্লেক্স থেকে নামিয়ে দেওয়া হলো শাকিবের সিনেমা

বাংলাদেশে আসছে পাকিস্তানি ব্যান্ড, টিকিট বিক্রি শুরু

‘দাগি’ অনেকের কাছেই ভালো লাগবে না, কিন্তু…

ঘুরে দাঁড়াচ্ছে ‘সিকান্দার’, দুই দিনে ১০০ কোটি পার

‘দাগি’ ঈদের আনন্দ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে : নিশো

ঈদে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো উচিত: নিশো
‘দেবী মা সর্বদা সঙ্গে আছেন’

মেলবোর্নে অনুষ্ঠান করতে গিয়ে বিপাকে পড়েন নেহা কক্কর। দর্শককে তিন ঘণ্টা অপেক্ষা করিয়ে রেখে মঞ্চে পৌঁছেছিলেন নেহা। তার পর দর্শকরাই কটাক্ষ করে বলেছিলেন, ‘এটা ভারত নয়। এখানে এ সব চলবে না।
মঞ্চেই হাউহাউ করে কাঁদতে শুরু করেন নেহা। তখন দর্শকেরা বলেছিলেন, ‘এটা ইন্ডিয়ান আইডল নয়। নাটক করবেন না।’ পরে অনুষ্ঠানের আয়োজকদের ওপরেই দোষারোপ করেন তিনি। নেহার অভিযোগ, অনুষ্ঠানের আয়োজকেরা তার টাকা নিয়ে পালিয়েছেন।
আয়োজকেরাও ছেড়ে দেননি। তাদের দাবি, নেহার জন্য তাদের ৪.৫২ কোটি টাকার ক্ষতি হয়েছে। এর মধ্যেই নেহার একটি পোস্ট ঘিরে জল্পনা তৈরি হয়েছে।
‘গুড়ি পাড়ওয়া’ উপলক্ষে নেহা দুটি ছবি ভাগ করে নিয়েছেন। ছবিতে সাবেক সাজে দেখা যাচ্ছে গায়িকাকে। তার পরনে
গোলাপি রঙের সালোয়ার কামিজ। নিজের বাড়ির মন্দিরের সামনে এই সাজেই বসে ছবি তুলেছেন নেহা। সেই ছবি ভাগ করে নিয়ে নেহা লেখেন, দেবী মা সব সময় তার সঙ্গে আছেন। তাই সে আশীর্বাদধন্য। এখানে ‘সে’ বলতে নিজের কথাই বলতে চেয়েছেন নেহা কক্কর। মেলবোর্নের অনুষ্ঠান নিয়ে এখনো বিতর্ক তুঙ্গে। আয়োজকেরা টাকা নিয়ে পালিয়েছেন। নেহার এই অভিযোগের প্রত্যুত্তর দিয়েছেন আয়োজকেরা। তাদের দাবি, নেহাকে অনুষ্ঠানের জন্য ডেকে তারাই বিরাট ভুল করেছেন। নেহা নাকি এমন সব কাণ্ড ঘটিয়েছেন, যা অস্ট্রেলিয়ায় নিয়ম-বর্হিভূত। এই সংস্থার তরফে আরো দাবি করা হয়েছে, নেহার এই অনুষ্ঠানের পর তারা দেনার দায়ে ডুবে গিয়েছেন। নেহাকে আমন্ত্রণ জানানোই তাদের ভুল ছিল বলে আক্ষেপও
করেছেন আয়োজকেরা।
গোলাপি রঙের সালোয়ার কামিজ। নিজের বাড়ির মন্দিরের সামনে এই সাজেই বসে ছবি তুলেছেন নেহা। সেই ছবি ভাগ করে নিয়ে নেহা লেখেন, দেবী মা সব সময় তার সঙ্গে আছেন। তাই সে আশীর্বাদধন্য। এখানে ‘সে’ বলতে নিজের কথাই বলতে চেয়েছেন নেহা কক্কর। মেলবোর্নের অনুষ্ঠান নিয়ে এখনো বিতর্ক তুঙ্গে। আয়োজকেরা টাকা নিয়ে পালিয়েছেন। নেহার এই অভিযোগের প্রত্যুত্তর দিয়েছেন আয়োজকেরা। তাদের দাবি, নেহাকে অনুষ্ঠানের জন্য ডেকে তারাই বিরাট ভুল করেছেন। নেহা নাকি এমন সব কাণ্ড ঘটিয়েছেন, যা অস্ট্রেলিয়ায় নিয়ম-বর্হিভূত। এই সংস্থার তরফে আরো দাবি করা হয়েছে, নেহার এই অনুষ্ঠানের পর তারা দেনার দায়ে ডুবে গিয়েছেন। নেহাকে আমন্ত্রণ জানানোই তাদের ভুল ছিল বলে আক্ষেপও
করেছেন আয়োজকেরা।