ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
কীর্তনে হামলা, প্যান্ডেল ভাঙচুর—এই কি ইউনুস–জামাতের ‘নিরাপদ বাংলাদেশ’?
রাজধানীতে আজ কোথায় কী
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ
কেরানীগঞ্জ কারাগারে ‘মানবেতর’ জীবন: ১৮০০ বন্দিকে ২৪ ঘণ্টা লকআপ ও খাবার বঞ্চনার অভিযোগ ছাত্রলীগ নেতার
প্রলয় চাকী —৯০-এর দশকের জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক।
আগুনে পোড়া বাড়ি, রক্তে ভেজা মাটি : বিএনপি-জামায়াতের নির্বাচনী উপহার
টেকনাফে মাইন বিস্ফোরণে যুবক আহত, সড়ক অবরোধ
‘দেখামাত্র গ্রেপ্তার’ নির্দেশ: ইউনুস সরকারের নগ্ন ফ্যাসিবাদ
নারায়ণগঞ্জে প্রকাশ্য অনুষ্ঠানে দেওয়া স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের বক্তব্যকে কেন্দ্র করে দেশজুড়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। সমালোচকদের ভাষায়, এটি আইন ও সংবিধানকে পাশ কাটিয়ে রাজনৈতিক নিপীড়নের প্রকাশ্য নির্দেশ।
বুধবার নারায়ণগঞ্জের বিকেএমইএ কার্যালয়ে এক অনুষ্ঠানে শরিফ ওসমান হাদির সমর্থকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা আছে কি না, তা বিবেচ্য নয়—তাদের দেখামাত্রই গ্রেপ্তার করতে হবে। অনুষ্ঠানে উপস্থিত এক সমর্থক অভিযোগ করেন, “আওয়ামী লীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পুলিশকে তথ্য দিলেও তারা গ্রেপ্তার করে না। পুলিশ বলে, মামলা নেই।” জবাবে উপদেষ্টা এই নির্দেশ দেন বলে অনুষ্ঠানে উপস্থিতদের উদ্ধৃতিতে জানা যায়।
এ সময় পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি আরও বলেন, আওয়ামী লীগের
তথাকথিত সন্ত্রাসীদের গ্রেপ্তার না করলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই বক্তব্যের পরপরই রাজনৈতিক ও নাগরিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সুশীল সমাজ ও মানবাধিকার কর্মীদের মতে, কোনো উপদেষ্টা এভাবে মামলা বা আইনি প্রক্রিয়া উপেক্ষা করে গ্রেপ্তারের নির্দেশ দিতে পারেন না। তাদের ভাষায়, এটি ব্যক্তিস্বাধীনতা, ন্যায়বিচার এবং রাজনৈতিক অধিকার—এই তিনটিরই স্পষ্ট লঙ্ঘন। সমালোচকরা বলছেন, এ ধরনের বক্তব্য প্রমাণ করে দেশে কার্যকর সাংবিধানিক শাসনব্যবস্থা নেই; প্রশাসনিক শক্তিকে ব্যবহার করে রাজনৈতিক বিরোধীদের দমনে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে। তারা একে ‘নগ্ন ফ্যাসিবাদ’ হিসেবে আখ্যা দিচ্ছেন। প্রকাশ্য অনুষ্ঠানে দেওয়া এই মন্তব্য ইতোমধ্যেই দেশের রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলেছে।
তথাকথিত সন্ত্রাসীদের গ্রেপ্তার না করলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই বক্তব্যের পরপরই রাজনৈতিক ও নাগরিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সুশীল সমাজ ও মানবাধিকার কর্মীদের মতে, কোনো উপদেষ্টা এভাবে মামলা বা আইনি প্রক্রিয়া উপেক্ষা করে গ্রেপ্তারের নির্দেশ দিতে পারেন না। তাদের ভাষায়, এটি ব্যক্তিস্বাধীনতা, ন্যায়বিচার এবং রাজনৈতিক অধিকার—এই তিনটিরই স্পষ্ট লঙ্ঘন। সমালোচকরা বলছেন, এ ধরনের বক্তব্য প্রমাণ করে দেশে কার্যকর সাংবিধানিক শাসনব্যবস্থা নেই; প্রশাসনিক শক্তিকে ব্যবহার করে রাজনৈতিক বিরোধীদের দমনে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে। তারা একে ‘নগ্ন ফ্যাসিবাদ’ হিসেবে আখ্যা দিচ্ছেন। প্রকাশ্য অনুষ্ঠানে দেওয়া এই মন্তব্য ইতোমধ্যেই দেশের রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলেছে।



