
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

ছিনতাইকারীদের ধাক্কায় চলন্ত ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু

দ্রুতগতির প্রাইভেটকার কেড়ে নিল পথচারীর প্রাণ

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনার ১ মাস পর আরেক শিক্ষার্থীর মৃত্যু

মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেনের ৫টি ওয়াগন লাইনচ্যুত

মহাখালীতে পেট্রোল পাম্পে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩
দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ২

গাজীপুরের সদরে দাঁড়িয়ে থাকা ট্রাকে মুরগিবাহী পিকআপের ধাক্কায় হেলপার ও ব্যবসায়ী নিহত হয়েছেন।
শুক্রবার (২৮ মার্চ) সকাল ৭টার দিকে সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সানপাওয়ার সিরামিকস কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
সালনা হাইওয়ে থানার ওসি সালেহ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন-রাজু ও জিয়া। তাৎক্ষণিক তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে তারা একজন পিকআপের হেলপার, অপরজন মুরগি ব্যবসায়ী বলে জানা গেছে।
দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ২
দাবি মা-বাবার / ‘আওয়ামী লিগ’ নামে নিবন্ধন চাওয়া সেই উজ্জল মানসিক রোগী
পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহগামী একটি মুরগিবাহী পিকআপ দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই হেলপার
ও মুরগি ব্যবসায়ী নিহত হন। আহত হন পিকআপ চালক। তাকে গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সালনা হাইওয়ে থানার ওসি সালেহ আহমেদ বলেন, দুর্ঘটনার পর দাঁড়িয়ে থাকা ট্রাকটি পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার ও যান চলাচল স্বাভাবিক করে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ও মুরগি ব্যবসায়ী নিহত হন। আহত হন পিকআপ চালক। তাকে গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সালনা হাইওয়ে থানার ওসি সালেহ আহমেদ বলেন, দুর্ঘটনার পর দাঁড়িয়ে থাকা ট্রাকটি পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার ও যান চলাচল স্বাভাবিক করে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।