তীব্র নিন্দা প্রধানমন্ত্রীর, ভারতের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ নভেম্বর, ২০২৫
     ৭:০৭ পূর্বাহ্ণ

তীব্র নিন্দা প্রধানমন্ত্রীর, ভারতের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ নভেম্বর, ২০২৫ | ৭:০৭ 27 ভিউ
ভারতের রাজধানী দিল্লিতে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিরীহ মানুষ নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ এক বিবৃতিতে তিনি এই বর্বর হামলার শিকার নিহতদের প্রতি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন। একইসাথে তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, "ভারতের রাজধানী দিল্লিতে যে ভয়াবহ জঙ্গি হামলা হয়েছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আধুনিক বিশ্বে উগ্র-জঙ্গিবাদী সন্ত্রাসের কোনো জায়গা নেই।" তিনি উল্লেখ করেন, এই সন্ত্রাসী গোষ্ঠীগুলো অসাম্প্রদায়িক, মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তিকেই ধ্বংস করতে চায়। প্রধানমন্ত্রী এই হামলার জন্য পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠীকে দায়ী করে

বলেন, "এই সন্ত্রাসী-জঙ্গিগোষ্ঠী বাংলাদেশ রাষ্ট্রকে খোলনলচে বদলে ফেলেছে। পাকিস্তানভিত্তিক এই জঙ্গিগোষ্ঠীগুলো বাংলাদেশসহ বিভিন্ন দেশে নেটওয়ার্ক বিস্তৃত করে ভারতে হামলা চালিয়ে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে চায়।" তিনি এই সন্ত্রাসীদের রুখে দিয়ে দক্ষিণ এশীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অবস্থানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে শেখ হাসিনা বলেন, "সন্ত্রাসবাদের বিরুদ্ধে আদর্শিক এই লড়াইয়ে ভারতের প্রধানমন্ত্রীর প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের পূর্ণ সমর্থন রয়েছে।" বিবৃতিতে প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদের বিরুদ্ধে তার সরকারের 'জিরো টলারেন্স' নীতির কথা পুনর্ব্যক্ত করে বলেন, "সন্ত্রাসবাদের ভিত্তিভূমি যেখানেই হোক না কেন- তা সমূলে উৎপাটন করতে হবে।" তিনি বাংলাদেশসহ বিভিন্ন দেশে এই সন্ত্রাসী জঙ্গিগোষ্ঠীকে মদদদানকারীদের

'মানবতার শত্রু' হিসেবে আখ্যা দিয়ে তাদের প্রতি তীব্র ঘৃণা প্রকাশ করেন। সবশেষে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের জনগণ ও সরকারের প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশ করে বলেন, "আমরা ভারতের জনগণের পাশে আছি এবং সন্ত্রাসের বিরুদ্ধে এই লড়াইয়ে ভারতকে সর্বাত্মক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করছি।" তিনি আশা প্রকাশ করেন, এই সন্ত্রাসী গোষ্ঠীর পরাজয়ের মাধ্যমে বিশ্বে ন্যায়বিচার ও মানবাধিকার সমুন্নত হবে এবং পৃথিবী আরও নিরাপদ হয়ে উঠবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
*জনগণের প্রত্যাশা থেকে বিচ্ছিন্ন জুলাই সনদ, প্রতিশ্রুতির স্থলে প্রতারণা* আইসিটি বন্ধ ও রাজবন্দীদের মুক্তির দাবি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তীব্র নিন্দা প্রধানমন্ত্রীর, ভারতের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস শেখ হাসিনার বিচার: গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে জাতিসংঘে অভিযোগ ‘অবৈধ সরকারকে’ হটাতে চূড়ান্ত আল্টিমেটাম: ১৩ তারিখ ঢাকা অচল করে দেওয়ার ডাক সজীব ওয়াজেদ জয়ের রাজধানীতে সারাদিনে অন্তত সাত স্থানে ককটেল বিস্ফোরণ, তিনটি বাসে আগুন ঘুমানোর সময় ওয়াই-ফাই বন্ধ রাখলে শরীরে কী হয়, জানলে অবাক হবেন শিক্ষার্থী ভর্তি বন্ধ দুই মেডিকেল কলেজে সরকারি মেডিকেল কলেজের আসন কমাল স্বাস্থ্য মন্ত্রণালয় ভারতে একের পর এক বিস্ফোরণ, বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে উচ্চ সতর্কতা জারি  মধ্যরাতে জারাকে নিয়ে সারজিসের ফেসবুক পোস্টে চমক মোহাম্মদপুরে চাপাতিসহ ২ ছিনতাইকারী গ্রেপ্তার এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ দেশে আবারও বাড়ল সোনার দাম, ভরি কত? অনুমোদন পেল নতুন আরেকটি মেডিকেল কলেজ ‘সালমান শাহকে শেষ করার পেছনে আমরা সিনেমার মানুষেরাই দায়ী’ ইউটিউবে ‘রঙ্গনা’, শাবনূর ফিরলেই নতুনভাবে শুরু গভীর রাতে রাজধানীতে বাস ও প্রাইভেটকারে আগুন দেওয়ার হিড়িক অভদ্ররা ভাবে জবাব দেওয়ার ক্ষমতা নেই : প্রভা পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী সাইদ মামুন গুলিতে নিহত