ডি-এইট সম্মেলনে ড. ইউনূসকে আমন্ত্রণ জানাল মিশর – ইউ এস বাংলা নিউজ




ডি-এইট সম্মেলনে ড. ইউনূসকে আমন্ত্রণ জানাল মিশর

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ অক্টোবর, ২০২৪ | ৮:০৭ 86 ভিউ
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে আসন্ন ডি-এইট সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে মিশর। যা এই বছর দেরিতে অনুষ্ঠিত হবে। মিশরের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত ওমর মোহি এলদিন আহমেদ ফাহমি বুধবার পররাষ্ট্রমন্ত্রী মো. তৌহিদ হোসেনের সঙ্গে এক বৈঠকে এই আমন্ত্রণ জানান, বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এই সম্মেলন, যা মিশরে অনুষ্ঠিত হবে, ডি-এইট অর্থনৈতিক সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর নেতা ও প্রতিনিধিদের একত্রিত করবে। ডি-এইট গঠিত হয়েছে ১৯৯৭ সালের ১৫ জুন ইস্তাম্বুল ঘোষণার মাধ্যমে, যার উদ্দেশ্যে সদস্য দেশের মধ্যে উন্নয়ন সহযোগিতা বাড়ানো। ডি-এইটের মূল লক্ষ্য হলো— সদস্য দেশগুলোর বৈশ্বিক অর্থনীতিতে অবস্থান শক্তিশালী করা, বাণিজ্যে নতুন সুযোগ সৃষ্টি করা, আন্তর্জাতিক সিদ্ধান্ত

গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ বাড়ানো এবং সদস্য দেশগুলোর জীবনযাত্রার মান উন্নত করা। রাষ্ট্রদূত ফাহমি বাংলাদেশের উন্নয়ন যাত্রার প্রতি মিশরের অব্যাহত সমর্থন প্রকাশ করেছেন এবং দেশের ভবিষ্যত উন্নতির বিষয়ে আস্থা প্রকাশ করেছেন। ডি-এইট সম্মেলনটি অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্যের বৈচিত্র্য এবং উদ্ভাবনের মতো প্রধান বিষয়গুলোর উপর গুরুত্বারোপ করবে, যেখানে সদস্য দেশগুলো একত্রিত হয়ে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা এবং পারস্পরিক উন্নয়ন বাড়ানোর লক্ষ্যে কাজ করবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি একুশেই মিলবে স্টার্টআপ ঋণ, সুদ হার মাত্র ৪ শতাংশ আলিম ও কারিগরি এইচএসসির সারাদেশের পরীক্ষা স্থগিত কুমিল্লা শিক্ষাবোর্ডের কালকের এইচএসসি পরীক্ষা স্থগিত গাজায় মানবাধিকার লঙ্ঘনের তদন্তকারীর ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র ট্রাম্পের সমালোচনার পর ইউক্রেনে রাশিয়ার রেকর্ড সংখ্যক ড্রোন হামলা মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গ বড়পুকুরিয়া কয়লাখনিতে দুর্ঘটনায় চীনা প্রকৌশলী নিহত ফেনীতে নতুন নতুন এলাকা প্লাবিত, নেই বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক তামা ও ওষুধের ওপর বড় শুল্ক আরোপ করবেন ট্রাম্প যেভাবে কোলেস্টেরল কমাবেন আরও ৬ দেশের ওপর ৩০% শুল্ক আরোপের ঘোষণা দিলেন ট্রাম্প ৩ বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ফরিদা পারভীনের চিকিৎসায় মেডিকেল বোর্ড, আশাবাদী চিকিৎসরা আকাশমণি ও ইউক্যালিপটাসের চারা ধ্বংস করছে কৃষি মন্ত্রণালয় নতুন প্রস্তাবিত প্রতীকের তালিকায় থাকছে না ‘শাপলা’: ইসি আব্দুর রহমানেল প্রবাসীদের ভোটগ্রহণে পোস্টাল ব্যালটেই আস্থা ইসির এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ ছাড়লেন লিন্ডা মস্কো ও বেইজিংয়ে বোমা ফেলার হুমকি নিয়ে ট্রাম্পের অডিও ফাঁস কুমিল্লা শিক্ষা বোর্ডের বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত