ট্রাম্পের নির্দেশ: নাইজেরিয়ায় ইসলামপন্থী জঙ্গিদের বিরুদ্ধে সামরিক প্রস্তুতির আহ্বান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ নভেম্বর, ২০২৫
     ১১:০৫ অপরাহ্ণ

ট্রাম্পের নির্দেশ: নাইজেরিয়ায় ইসলামপন্থী জঙ্গিদের বিরুদ্ধে সামরিক প্রস্তুতির আহ্বান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ নভেম্বর, ২০২৫ | ১১:০৫ 43 ভিউ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন সামরিক বাহিনীকে নাইজেরিয়ায় ইসলামপন্থী জঙ্গিদের বিরুদ্ধে সম্ভাব্য অভিযান চালানোর প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। তিনি নাইজেরিয়ার সরকারকে অভিযুক্ত করেছেন যে তারা দেশটির খ্রিস্টান জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প লেখেন, তিনি “সম্ভাব্য পদক্ষেপের” জন্য মার্কিন “Department of War”-কে নির্দেশ দিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, নাইজেরিয়ার সরকার যদি নিজে পদক্ষেপ না নেয়, তবে যুক্তরাষ্ট্র “guns-a-blazing” অর্থাৎ পূর্ণ সামরিক শক্তি নিয়ে সেখানে প্রবেশ করবে এবং নাইজেরিয়ার জন্য সব রকম সাহায্য বন্ধ করে দেবে। ট্রাম্প লিখেছেন, “যদি আমরা আক্রমণ করি, তা হবে দ্রুত, নির্মম ও সন্তোষজনক—যেভাবে সন্ত্রাসী গোষ্ঠীগুলো আমাদের প্রিয় খ্রিস্টানদের ওপর আক্রমণ চালায়!” তার এই বক্তব্যের

জবাবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ মন্তব্য করেন, “জী স্যার। প্রতিরক্ষা বিভাগ প্রস্তুতি নিচ্ছে। নাইজেরিয়ার সরকার যদি খ্রিস্টানদের সুরক্ষা না দেয়, তবে আমরা সেই ইসলামি জঙ্গিদের ধ্বংস করব।” ট্রাম্পের এই হুঁশিয়ারিতে নাইজেরিয়ায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সামাজিক মাধ্যমে অনেকেই সরকারকে আহ্বান জানিয়েছেন যেন তারা দেশীয় জঙ্গিদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেয়, যাতে বিদেশি সেনারা দেশটিতে প্রবেশের অজুহাত না পায়। নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবুর উপদেষ্টা ড্যানিয়েল বওয়ালা বিবিসিকে বলেন, “আমরা যুক্তরাষ্ট্রের সহায়তাকে স্বাগত জানাই, তবে নাইজেরিয়া একটি সার্বভৌম রাষ্ট্র। জঙ্গিরা কোনো নির্দিষ্ট ধর্মের মানুষকে নয়, বরং সব ধর্ম ও ধর্মনিরপেক্ষ মানুষকেও হত্যা করছে।” বওয়ালা, যিনি নিজে একজন খ্রিস্টান পাদ্রি, বলেন যে ট্রাম্পের বক্তব্যকে আক্ষরিক অর্থে

নেওয়া উচিত নয়। “আমরা জানি ট্রাম্পের অভিপ্রায় নিরাপত্তা জোরদার করা,” তিনি বলেন। এর আগে ট্রাম্প নাইজেরিয়াকে “Country of Particular Concern” হিসেবে ঘোষণা করেন, দাবি করেন যে দেশটিতে খ্রিস্টানদের ওপর “অস্তিত্বের হুমকি” তৈরি হয়েছে। তবে তিনি কোনো প্রমাণ দেননি। অন্যদিকে প্রেসিডেন্ট টিনুবু বলেন, “নাইজেরিয়াকে ধর্মীয়ভাবে অসহিষ্ণু হিসেবে চিত্রায়ণ করা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আমাদের নিরাপত্তা চ্যালেঞ্জগুলো সব ধর্ম ও অঞ্চলের মানুষকেই প্রভাবিত করছে।” বিশ্লেষক সংস্থা Acled জানিয়েছে, নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে বোको হারাম ও আইএসডব্লিউএপি জঙ্গিগোষ্ঠীর তৎপরতায় গত এক দশকে হাজারো মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগই মুসলিম। দেশটির মধ্যাঞ্চলে প্রায়ই মুসলিম পশুপালক ও খ্রিস্টান কৃষকদের মধ্যে সংঘর্ষ ঘটে, যার মূল কারণ জমি ও পানির অধিকার। এসব সহিংসতায়

উভয় পক্ষই ভয়াবহ অপরাধে জড়িত বলে মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, এবং খ্রিস্টানদের বিশেষভাবে টার্গেট করার কোনো প্রমাণ পাওয়া যায়নি। ট্রাম্প, যিনি তার প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রকে কোনো নতুন যুদ্ধে জড়াননি বলে গর্ব করেন, বর্তমানে দেশটির ডানপন্থী মহল থেকে নাইজেরিয়ার পরিস্থিতি নিয়ে ক্রমবর্ধমান চাপের মুখে রয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দরপত্র ছাড়াই ৬১০ কোটি টাকার টিকা কেনা : স্বচ্ছতা আর জবাবদিহিহীনতার নতুন নজির ছরে সাড়ে পাঁচ হাজার কোটি টাকা হারিয়ে যাচ্ছে, ইউনুসের অবৈধ সরকারের কিছু যায় আসে না কেরানীগঞ্জ কারাগারে ‘মানবেতর’ জীবন: ১৮০০ বন্দিকে ২৪ ঘণ্টা লকআপ ও খাবার বঞ্চনার অভিযোগ ছাত্রলীগ নেতার রক্তাক্ত বাংলাদেশ : যে সন্ত্রাসীদের হাত ধরে ক্ষমতায় এসেছিলেন, তাদেরই দমন করবেন কীভাবে? প্রলয় চাকী —৯০-এর দশকের জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক। জুলাইয়ের দাঙ্গার মাশুল দিচ্ছে লাখো শিক্ষার্থী : একে একে বন্ধ হচ্ছে বিদেশের দরজা অবৈধ ইউনুস সরকারের সাজানো নির্বাচন ,ভোট বর্জনের আহ্বান আগুনে পোড়া বাড়ি, রক্তে ভেজা মাটি : বিএনপি-জামায়াতের নির্বাচনী উপহার সপ্তাহের শুরুতে বড় দর পতন ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ, দুই ভাইসহ নিহত ৩ আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে অন্তর্বর্তী সরকার: টিআইবি জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু টেকনাফে মাইন বিস্ফোরণে যুবক আহত, সড়ক অবরোধ ইরানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার দাবি পররাষ্ট্রমন্ত্রীর পুরস্কারের রাতে তারকাদের চোখধাঁধানো উপস্থিতি বাংলাদেশের জন্য ভারতেই ভেন্যু বদলের পথে আইসিসি নির্বাচনে ৫১ দলের ৩০টিতেই নেই নারী প্রার্থী ৫ বছরের বেশি পুরোনো গাড়ি আমদানি করা যাবে অস্ত্র আছে, যুদ্ধ নেই—কর্মহীন বাহিনী, সীমাহীন ক্ষমতা বাংলাদেশের সেনা-রাজনীতির বাস্তবতা মুনাফার নামে মহাধোঁকা: ঋণের গর্তে বিমান ও বন্দর