ট্রাম্পের নির্দেশ: নাইজেরিয়ায় ইসলামপন্থী জঙ্গিদের বিরুদ্ধে সামরিক প্রস্তুতির আহ্বান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ নভেম্বর, ২০২৫
     ১১:০৫ অপরাহ্ণ

ট্রাম্পের নির্দেশ: নাইজেরিয়ায় ইসলামপন্থী জঙ্গিদের বিরুদ্ধে সামরিক প্রস্তুতির আহ্বান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ নভেম্বর, ২০২৫ | ১১:০৫ 34 ভিউ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন সামরিক বাহিনীকে নাইজেরিয়ায় ইসলামপন্থী জঙ্গিদের বিরুদ্ধে সম্ভাব্য অভিযান চালানোর প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। তিনি নাইজেরিয়ার সরকারকে অভিযুক্ত করেছেন যে তারা দেশটির খ্রিস্টান জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প লেখেন, তিনি “সম্ভাব্য পদক্ষেপের” জন্য মার্কিন “Department of War”-কে নির্দেশ দিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, নাইজেরিয়ার সরকার যদি নিজে পদক্ষেপ না নেয়, তবে যুক্তরাষ্ট্র “guns-a-blazing” অর্থাৎ পূর্ণ সামরিক শক্তি নিয়ে সেখানে প্রবেশ করবে এবং নাইজেরিয়ার জন্য সব রকম সাহায্য বন্ধ করে দেবে। ট্রাম্প লিখেছেন, “যদি আমরা আক্রমণ করি, তা হবে দ্রুত, নির্মম ও সন্তোষজনক—যেভাবে সন্ত্রাসী গোষ্ঠীগুলো আমাদের প্রিয় খ্রিস্টানদের ওপর আক্রমণ চালায়!” তার এই বক্তব্যের

জবাবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ মন্তব্য করেন, “জী স্যার। প্রতিরক্ষা বিভাগ প্রস্তুতি নিচ্ছে। নাইজেরিয়ার সরকার যদি খ্রিস্টানদের সুরক্ষা না দেয়, তবে আমরা সেই ইসলামি জঙ্গিদের ধ্বংস করব।” ট্রাম্পের এই হুঁশিয়ারিতে নাইজেরিয়ায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সামাজিক মাধ্যমে অনেকেই সরকারকে আহ্বান জানিয়েছেন যেন তারা দেশীয় জঙ্গিদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেয়, যাতে বিদেশি সেনারা দেশটিতে প্রবেশের অজুহাত না পায়। নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবুর উপদেষ্টা ড্যানিয়েল বওয়ালা বিবিসিকে বলেন, “আমরা যুক্তরাষ্ট্রের সহায়তাকে স্বাগত জানাই, তবে নাইজেরিয়া একটি সার্বভৌম রাষ্ট্র। জঙ্গিরা কোনো নির্দিষ্ট ধর্মের মানুষকে নয়, বরং সব ধর্ম ও ধর্মনিরপেক্ষ মানুষকেও হত্যা করছে।” বওয়ালা, যিনি নিজে একজন খ্রিস্টান পাদ্রি, বলেন যে ট্রাম্পের বক্তব্যকে আক্ষরিক অর্থে

নেওয়া উচিত নয়। “আমরা জানি ট্রাম্পের অভিপ্রায় নিরাপত্তা জোরদার করা,” তিনি বলেন। এর আগে ট্রাম্প নাইজেরিয়াকে “Country of Particular Concern” হিসেবে ঘোষণা করেন, দাবি করেন যে দেশটিতে খ্রিস্টানদের ওপর “অস্তিত্বের হুমকি” তৈরি হয়েছে। তবে তিনি কোনো প্রমাণ দেননি। অন্যদিকে প্রেসিডেন্ট টিনুবু বলেন, “নাইজেরিয়াকে ধর্মীয়ভাবে অসহিষ্ণু হিসেবে চিত্রায়ণ করা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আমাদের নিরাপত্তা চ্যালেঞ্জগুলো সব ধর্ম ও অঞ্চলের মানুষকেই প্রভাবিত করছে।” বিশ্লেষক সংস্থা Acled জানিয়েছে, নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে বোको হারাম ও আইএসডব্লিউএপি জঙ্গিগোষ্ঠীর তৎপরতায় গত এক দশকে হাজারো মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগই মুসলিম। দেশটির মধ্যাঞ্চলে প্রায়ই মুসলিম পশুপালক ও খ্রিস্টান কৃষকদের মধ্যে সংঘর্ষ ঘটে, যার মূল কারণ জমি ও পানির অধিকার। এসব সহিংসতায়

উভয় পক্ষই ভয়াবহ অপরাধে জড়িত বলে মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, এবং খ্রিস্টানদের বিশেষভাবে টার্গেট করার কোনো প্রমাণ পাওয়া যায়নি। ট্রাম্প, যিনি তার প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রকে কোনো নতুন যুদ্ধে জড়াননি বলে গর্ব করেন, বর্তমানে দেশটির ডানপন্থী মহল থেকে নাইজেরিয়ার পরিস্থিতি নিয়ে ক্রমবর্ধমান চাপের মুখে রয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের জাতীয় কবির সমাধির পাশে সমাহিত হাদি অবৈধ দখলদার সরকারের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় সারা দেশে ভাঙচুর, অগ্নিসংযোগ, গুম-খুন ও মবসন্ত্রাসের মাধ্যমে নৈরাজ্যের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি আওয়ামী লীগের কার্যালয়ে, আওয়ামী লীগের নেতাদের বাড়িঘরে হামলা নিন্দা ও প্রতিবাদ এ. কে. খন্দকারের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের শোক অবৈধ তফসিল মানি না, মানবো না। চরম অরাজকতায় ধুঁকছে বাংলাদেশ: ইউনুস-সেনাপ্রধান দ্বন্দ্বে শাসনব্যবস্থা অচল, কৌশলগত অবস্থানে ভারত রাজনৈতিক হাতিয়ার হিসেবে মবসন্ত্রাসের নগ্ন নৃত্য চলছে: আ.লীগ জানাজার ভিড় কি জান্নাতের মানদণ্ড? ঐতিহাসিক প্রেক্ষাপট ও ভ্রান্ত ধারণার অপনোদন প্রেস সচিবের উস্কানি ও সরকারের চরম ব্যর্থতা: ধ্বংসের দ্বারপ্রান্তে দেশের গণমাধ্যম সাংবাদিক ও প্রতিষ্ঠানের ওপর হামলার ঘটনায় ১০ দেশের তীব্র নিন্দা অবৈধ ইউনুস সরকারের ব্যর্থতায় গণমাধ্যম ধ্বংস প্রেস সচিব শফিকের উস্কানিতে গণমাধ্যমের স্বাধীনতা চরম সংকটে “আমি বিএনপি চাই না জামায়াতও চাই না, আওয়ামী লীগ না থাকলে আমি ভোট দিবো না” – জনতার কথা ‘দায়মুক্তি’ শীর্ষক লাইভ প্রোগ্রামের বিশেষ পর্ব আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মত কেউ বাংলাদেশে পয়দা হয়নাই, আওয়ামী লীগ বীরের বেশে দেশে ফিরে আসবে” –জনতার কন্ঠ অবৈধ দখলদার সরকারের শাসনে জনরোষ, ঘরে ঘরে অসন্তোষ সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত হওয়া বাংলাদেশ সেনাবাহিনীর ৬ সদস্যের কফিনে বাংলাদেশের পতাকা নেই না ফেরার দেশে বাংলাদেশের জন্মের অন্যতম সাক্ষী ও বিমান বাহিনীর প্রথম প্রধান এ কে খন্দকার, বীর উত্তম কুষ্টিয়া নির্বাচন অফিসে দুর্বৃত্তদের আগুন, পুড়ল গুরুত্বপূর্ণ নথিপত্র