টাকার বিনিময়ে আসামির নাম কাটার আলাপ, ছাত্রদল নেতার অডিও নিয়ে তোলপাড় – ইউ এস বাংলা নিউজ




টাকার বিনিময়ে আসামির নাম কাটার আলাপ, ছাত্রদল নেতার অডিও নিয়ে তোলপাড়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২৪ | ১১:১৮ 10 ভিউ
টাকার বিনিময়ে মামলার অভিযোগপত্র থেকে নাম বাদ দেওয়া হবে, আসামির সঙ্গে এমন আলাপের কয়েকটি অডিও ক্লিপ নিয়ে রাজশাহী মহানগর ছাত্রদলে তোলপাড় চলছে। খোদ মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ অডিও রেকর্ডগুলো ছেড়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। পরে অবশ্য আইডি থেকে এগুলো ডিলিট করে দেন তিনি। যোগাযোগ করা হলে সৌরভ জানিয়েছেন, আসামির সঙ্গে কথোপকথন ছাত্রদলেরই এক নেতার। এ ব্যাপারে তারা ব্যবস্থা নেবেন। সৌরভ অভিযোগ তুলেছেন, মহানগরীর বোয়ালিয়া (পূর্ব) থানা ছাত্রদলের সদস্য সাইমন রেজা টাকা নিয়ে মামলার অভিযোগপত্র থেকে আসামির নাম কাটাতে চেয়েছেন। আর সাইমন রেজার দাবি, অডিওগুলো ভুয়া, এডিট করা। এগুলো ছড়ানোর কারণে মহানগর ছাত্রদলের সম্পাদকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন তিনি। বৈষম্যবিরোধী আন্দোলনের

সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় ছাত্রদল নেতা সাইমন রেজা বাদী হয়ে গত ২৭ অক্টোবর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ ১০৫ জনের নাম উল্লেখ করে বোয়ালিয়া থানায় একটি মামলা করেন। এ মামলায় মহানগরীর ১১ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক মো. রাসেলকেও আসামি করা হয়। মামলায় পায়েল নামের আরেক আসামি আছেন, যিনি আওয়ামী লীগ কর্মী ও পুলিশের সোর্স হিসেবে পরিচিত। দাবি করা হচ্ছে, এই পায়েলের কাছেই টাকা চেয়েছেন সাইমন। ছাত্রদল নেতা সৌরভ সাতটি ভিডিও প্রকাশ করেন ফেসবুকে। ভিডিওর মাধ্যমে তিনি কথোপকথনের অডিও ক্লিপ প্রকাশ করেন। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি মোবাইল ফোন থেকে সাইমন রেজার মোবাইল নম্বরে কল করা হচ্ছে। সৌরভের দাবি, সাইমনের সঙ্গেই

মোবাইলে ও হোয়াটসঅ্যাপে মামলার বিষয়ে কথা বলেছেন পায়েল। তবে আত্মগোপনে থাকায় পায়েলের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। ওই কথোপকথনে শোনা যায়, এক ব্যক্তি বলছেন- ‘কাল তো মঙ্গলবার। কাল আমি লোন লেখাব। ইনশাআল্লাহ আগামী মঙ্গলবার দিয়ে দিব।’ অপরজন বলছেন, ‘সবার কথা হলো ৫০-এর নিচে আসবে না। আমি কথা বললাম। ওদের সবারই একটা মতামত, আমরা কিছু নামলাম, ওকেও কিছু উঠতে বলো। আর পাঁচটা হাজার টাকা দিয়ে ২৫ করতে বলো। যদি হয় তো বলো, যা করার করে দিচ্ছি। ওর কোনো সমস্যা হবে না।’ আরেকটি অডিওতে একজন বলছেন, ‘আমি ১০ হাজার টাকার মতো রেডি করে ফেলেছি। আর ১৫ হাজার টাকা, আর তো দুই দিন

টাইম নেওয়া আছে। আমি যেদিন টাকা দিব, সেদিনই কোর্ট থেকে নামটা তুলে দিবেন না ভাইয়া?’ অপরজন তখন বলেন, ‘আপনার কোনো সমস্যা হবে না। আপনি দোকানে বসবেন। আপনার কোনো সমস্যা হলে আমি আছি।’ আরেক অডিওতে একজন বলছেন, ‘আপনাকে একটা নম্বর দিচ্ছি, ওখানে আপনি ১০ মেরে দিয়েন। আপনি দোকান করবেন। যদি কোনো সমস্যা হয়, আমার নম্বর তো থাকলই। সমস্যা হলে আমাকে কল দিবেন। আপনার নাম অটোমেটিক কাটা হয়ে যাবে। আপনি দেখবেন। কাটা হয়ে গেলে আপনাকে ছবি তুলে দিয়ে দিব।’ অপরপ্রান্তের ব্যক্তি বলছেন, ‘তাহলে আমি পরশুদিন ফুল পেমেন্ট দিয়ে দিব।’ তখন অপরজন বলছেন, ‘আজ ১০ হলে ভালো হয়, আমার একটু লাগত।’ আরেকটি অডিওতে জেলে না যাওয়ার

আশ্বাস দিয়ে বলা হচ্ছে, ‘আপনার যদি দুদিনের লাইগাও ভিতরে থাকতে হয়, আপনার স্যান্ডেল খুইলে আমার গালে মাইরেন, যান।’ অপর অডিওতে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘তুমি একা না। আরও দুই-তিনজনকে বের করা লাগবে। তোমাকে যেটুকু হেল্প করছি, সেটা আমি ব্যক্তিগতভাবেই রিস্কের মধ্যেই করছি।’ যোগাযোগ করা হলে সাইমন রেজা স্বীকার করেছেন আসামি পায়েলের সঙ্গে তার কথা হয়েছে। আলাপের সময় পায়েল তাকে বলেছেন, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক সৌরভ তার ঘনিষ্ঠ। তার কোনো সমস্যা হবে না বলে সৌরভ তাকে আশ্বাস দিয়েছেন। সাইমন দাবি করেন, আওয়ামী লীগ কর্মী পায়েলকে আসামি করার কারণেই ভুয়া অডিওয়ের ভিডিও বানিয়ে ফেসবুকে ছাড়া হয়েছিল। এগুলো ভুয়া বলেই সৌরভ পরে ডিলিট করেছেন

কিন্তু এতে তার সম্মানহানি হয়েছে। তাই তিনি আইনি পদক্ষেপ নেবেন। জানতে চাইলে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ বলেন, ‘পায়েল পুলিশের সোর্স ছিল। তার বিরুদ্ধে মামলা করা যেতেই পারে; কিন্তু আমরা টাকা আদায় করতে পারি না। দলের মধ্যে সাইমন কয়েকজনকে নিয়ে একটা সিন্ডিকেট করে এভাবে টাকা আদায় করছেন। এতদিন প্রমাণ ছিল না বলে চুপ ছিলাম। প্রমাণ পাওয়ায় এগুলো প্রকাশ করেছি। সবই কেন্দ্র জানে। আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব।’ ফেসবুক থেকে পোস্ট ডিলিট করার ব্যাপারে তিনি বলেন, ‘সবাই বলছিল দলের মধ্যে এগুলো শোভনীয় না। দলেরই বদনাম হয়। তাই ডিলিট করেছিলাম।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বড় অঙ্কের জরিমানার মুখে মেটা হাসিনার পতনের পর জোটের শীর্ষ নেতারা এখন কোথায়? গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৮৮ ফিলিস্তিনি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরামর্শক টবি ক্যাডম্যান আজ গ্যাস থাকবে না যেসব এলাকায় র‍্যাঙ্কিং থেকে সাকিবের নাম সরিয়ে দিল আইসিসি লেবাননে যুদ্ধ বন্ধের আলোচনা করতে বৈরুত থেকে ইসরাইলে মার্কিন দূত এবার রাশিয়ায় ব্রিটিশ স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল ইউক্রেন আজ সারা দিন কেমন থাকবে, যা বলল আবহাওয়া অফিস সশস্ত্র বাহিনী দিবস আজ যুক্তরাজ্য সফর শেষ করে দেশে ফিরলেন জামায়াত আমির গাজায় যুদ্ধবিরতির খসড়া প্রস্তাবে ফের ভেটো যুক্তরাষ্ট্রের থমথমে ইউক্রেন, প্রস্তুত রাশিয়া কুয়ালালামপুরে ১১ বাংলাদেশিসহ আটক ৩২ অভিবাসী উপস্থাপিকা মৌসুমী মৌকে নায়িকা হওয়ার প্রস্তাব শাকিব খানের ঢাকা কলেজের ‘দেড়শ’ শিক্ষার্থী আহত, সিটি কলেজ সরিয়ে নেওয়ার দাবি ট্রাম্পের ঘুষের মামলার সাজা ঘোষণা পেছাতে রাজি কৌঁসুলিরা ইজরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে সেনেটে বিল আনার ঘোষণা চায়না বিষয়ে কঠোর হবে ট্রাম্প প্রশাসন: স্পিকার জনসন সালমান এফ রহমানের কোম্পানিকে ৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে সরকার