ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ছাড়পত্রে ‘ইউ গ্রেড’ পেল শাকিবের তাণ্ডব
আসন্ন ঈদে ঢালিউড সুপারস্টার শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনোম ‘তাণ্ডব’র মুক্তি চূড়ান্ত হলো। চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে রায়হান রাফী পরিচালিত এ সিনেমাটি।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক রায়হান রাফী। এসময় তিনি সিনেমাটির প্রাপ্ত ছাড়পত্রের ছবি প্রকাশ করেছেন।
সিনেমাটিকে ইউ গ্রেড দেওয়া হয়েছে সেন্সর থেকে। অর্থাৎ ‘তাণ্ডব’ সিনেমাটি সব বয়সী দর্শক দেখতে পারবেন।
এদিকে ‘তাণ্ডব’ দেখে ভূয়সী প্রশংসা করেছেন সার্টিফিকেশন বোর্ডের সদস্য কাজী নওশাবা আহমেদ।
তিনি বলেছেন, দুই দিন আগে স্ক্রিনিং হয়েছে ‘তাণ্ডব’র। ভালো হয়েছে সিনেমাটি। দারুণ মেকিং। এবারের ঈদের বাকি সিনেমাগুলোও ভালো হয়েছে।
‘তাণ্ডব ’সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জয়া
আহসানকে। আরও আছেন ডা. এজাজ, রোজী সিদ্দিকি, এফএস নাঈমসহ অনেকে। চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছে এসভিএফ ও আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ–প্রযোজক হিসেবে আছে দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি, আর সহযোগিতায় রয়েছে দীপ্ত।
আহসানকে। আরও আছেন ডা. এজাজ, রোজী সিদ্দিকি, এফএস নাঈমসহ অনেকে। চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছে এসভিএফ ও আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ–প্রযোজক হিসেবে আছে দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি, আর সহযোগিতায় রয়েছে দীপ্ত।



