
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

দেশের আকাশে রক্তলাল চন্দ্রগ্রহণ থাকবে যতক্ষণ, দেখা যাবে ২ গ্রহ

ফুলে ফুলে ঘুরবে রোবট-ভ্রমর

ফোর্বসের তালিকায় এশিয়ার শীর্ষ ১০০ স্টার্টআপে বাংলাদেশের পাঠাও ও সম্ভব

ফেসবুকে আপত্তিকর কনটেন্ট বন্ধের সহজ উপায়

ভিউ বাড়াতে ইউটিউব নিয়ে এসেছে নতুন ফিচার

মোবাইলের ডায়াল প্যাড আগের মতো করবেন যেভাবে

পাসওয়ার্ডের নিরাপত্তায় কার্যকরী অভ্যাস গড়ে তোলা জরুরি
চমকপ্রদ রূপে ফিরছে টাটা ন্যানো, থাকছে দুর্দান্ত সব ফিচার!

বাজারে আবারও ফিরছে টাটা ন্যানো—এবার একেবারে নতুন রূপে ও নতুন চমকে। আধুনিক ডিজাইন, উন্নত ফিচার ও চমকপ্রদ দামে ছোট পরিবারকে লক্ষ্য করেই বাজারে আসছে এই গাড়িটি। শহরের ব্যস্ত রাস্তায় সহজে চালানোর সুবিধা এবং পার্কিং সুবিধে নিশ্চিত করতে এবার ন্যানো হয়েছে আরও স্মার্ট ও কার্যকর।
নতুন টাটা ন্যানোতে থাকছে: ৬২৪ সিসি টুইন সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন, ৫১Nm টর্ক, সর্বোচ্চ গতি ১০৫ কিমি/ঘণ্টা, মাত্র ৫ সেকেন্ডে ০–৬০ কিমি/ঘণ্টা গতি, ২৬ কিমি প্রতি লিটার মাইলেজ (ইকো মোডে), ২৪ লিটার ট্যাঙ্কে ৫৫০ কিমি চলার সক্ষমতা।
এছাড়াও, গাড়িতে যুক্ত হয়েছে আধুনিক সব প্রযুক্তি:
৭ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ডিজিটাল ড্রাইভার ক্লাস্টার, ব্লুটুথ, ইউএসবি পোর্ট, পাওয়ার উইন্ডো, সেন্ট্রাল লকিং সিস্টেম,
সানরুফ, রিক্লাইনিং ফ্রন্ট সিট, অ্যালয় হুইল ও এলইডি হেডল্যাম্প। ৪টি এয়ারব্যাগ, এবিএস (ABS),চাইল্ড সিট মাউন্টিং, রিয়ার সেন্সর ও ক্যামেরা, স্টিল বডি ও সিটবেল্ট রিমাইন্ডার, আসছে CNG ও ইলেকট্রিক সংস্করণও: টাটার পরিকল্পনা অনুযায়ী, পেট্রোল মডেলের পাশাপাশি শিগগিরই বাজারে আসবে CNG ও ইলেকট্রিক ন্যানো। একবার চার্জে ইভি (EV) মডেল চলবে প্রায় ২৫০ কিমি। চমকপ্রদ মূল্য: এক্স-শোরুম মূল্য: ২.৮০ লাখ টাকা (ভারতীয় মুদ্রা) কিছু ফিচার বাদ দিলে: ১.৪৫ লাখ টাকা (ভারতীয় মুদ্রা) ইভি সংস্করণ: ৫–৭ লাখ টাকা, আনুমানিক (ভারতীয় মুদ্রা) ইএমআই সুবিধাও থাকবে।
সানরুফ, রিক্লাইনিং ফ্রন্ট সিট, অ্যালয় হুইল ও এলইডি হেডল্যাম্প। ৪টি এয়ারব্যাগ, এবিএস (ABS),চাইল্ড সিট মাউন্টিং, রিয়ার সেন্সর ও ক্যামেরা, স্টিল বডি ও সিটবেল্ট রিমাইন্ডার, আসছে CNG ও ইলেকট্রিক সংস্করণও: টাটার পরিকল্পনা অনুযায়ী, পেট্রোল মডেলের পাশাপাশি শিগগিরই বাজারে আসবে CNG ও ইলেকট্রিক ন্যানো। একবার চার্জে ইভি (EV) মডেল চলবে প্রায় ২৫০ কিমি। চমকপ্রদ মূল্য: এক্স-শোরুম মূল্য: ২.৮০ লাখ টাকা (ভারতীয় মুদ্রা) কিছু ফিচার বাদ দিলে: ১.৪৫ লাখ টাকা (ভারতীয় মুদ্রা) ইভি সংস্করণ: ৫–৭ লাখ টাকা, আনুমানিক (ভারতীয় মুদ্রা) ইএমআই সুবিধাও থাকবে।