ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ড, গ্রেপ্তার ২৪
মুন্সীগঞ্জে ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ: শিক্ষককে গণপিটুনি, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন
চট্টগ্রামের বাঁশখালীতে ছোট কাজে বড় অনিয়ম
ছাত্রের ‘যৌন নিপীড়নের’ মামলায় ঢাবি শিক্ষক কারাগারে
খাসজমির দ্বন্দ্ব গড়াল সংঘর্ষে, আহত ৩৫
গভীর রাতে রাজধানীতে বাস ও প্রাইভেটকারে আগুন দেওয়ার হিড়িক
ভিউ বাড়াতে রাম দা হাতে ফেসবুকে ভিডিও পোস্ট শিক্ষকের
গৃহবধূকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অভিযোগে শ্বশুর-শাশুড়ি গ্রেফতার
ঢাকার দোহারে রুনা আক্তার নামে এক গৃহবধূকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে শাশুড়ি পারভীন বেগম ও শ্বশুর মো. আলমের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার লটাখোলা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দোহার থানা পুলিশ। গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।
নিহত রুনা ঢাকার আমিনবাজার এলাকার মৃত হযরত আলীর মেয়ে এবং দোহারের লটাখোলা গ্রামের অপূর্বের স্ত্রী।
স্থানীয়রা জানান, সোমবার সকালে অপূর্বের সঙ্গে মোবাইল সংক্রান্ত বিষয় নিয়ে কয়েকবার কথা কাটাকাটি হয় রুনার। স্বামীর পরকীয়ার বিষয়ে জিজ্ঞাসা করেন রুনা। এতে ক্ষিপ্ত হয়ে অপূর্ব তার স্ত্রীকে মারধর করেন। পরে বেলা আড়াইটার দিকে রুনাকে বাড়ির
বাইরে নিয়ে আবারও মারধর করেন অপূর্ব। অনেক্ষণ মারধরের পর নিস্তব্ধ হয়ে গেলে স্থানীয়রা বিষয়টি বুঝতে পারেন। পরে থানায় খবর দিলে পুলিশ এসে অপূর্বের ঘর থেকে রুনার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। তবে এ ঘটনার পর থেকে গা-ঢাকা দিয়েছেন রুনার স্বামী অপূর্ব। এ ঘটনায় নিহত রুনার ভাই মো. রাজু বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। রুনার বোন মরজিনা ও সেলিনা অভিযোগ করেন, তার বোনকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চেয়েছিল। পুলিশ ঘটনাস্থল থেকে পারভীন ও আলমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করেছে। দোহার থানার ওসি মো. রেজাউল ইসলাম বলেন, রুনার হাত ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা
হচ্ছে, হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চেয়েছিল। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। দুজন জেলে আছে বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বাইরে নিয়ে আবারও মারধর করেন অপূর্ব। অনেক্ষণ মারধরের পর নিস্তব্ধ হয়ে গেলে স্থানীয়রা বিষয়টি বুঝতে পারেন। পরে থানায় খবর দিলে পুলিশ এসে অপূর্বের ঘর থেকে রুনার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। তবে এ ঘটনার পর থেকে গা-ঢাকা দিয়েছেন রুনার স্বামী অপূর্ব। এ ঘটনায় নিহত রুনার ভাই মো. রাজু বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। রুনার বোন মরজিনা ও সেলিনা অভিযোগ করেন, তার বোনকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চেয়েছিল। পুলিশ ঘটনাস্থল থেকে পারভীন ও আলমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করেছে। দোহার থানার ওসি মো. রেজাউল ইসলাম বলেন, রুনার হাত ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা
হচ্ছে, হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চেয়েছিল। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। দুজন জেলে আছে বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।



