গৃহবধূকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অভিযোগে শ্বশুর-শাশুড়ি গ্রেফতার – ইউ এস বাংলা নিউজ




গৃহবধূকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অভিযোগে শ্বশুর-শাশুড়ি গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:০৫ 95 ভিউ
ঢাকার দোহারে রুনা আক্তার নামে এক গৃহবধূকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে শাশুড়ি পারভীন বেগম ও শ্বশুর মো. আলমের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার লটাখোলা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দোহার থানা পুলিশ। গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। নিহত রুনা ঢাকার আমিনবাজার এলাকার মৃত হযরত আলীর মেয়ে এবং দোহারের লটাখোলা গ্রামের অপূর্বের স্ত্রী। স্থানীয়রা জানান, সোমবার সকালে অপূর্বের সঙ্গে মোবাইল সংক্রান্ত বিষয় নিয়ে কয়েকবার কথা কাটাকাটি হয় রুনার। স্বামীর পরকীয়ার বিষয়ে জিজ্ঞাসা করেন রুনা। এতে ক্ষিপ্ত হয়ে অপূর্ব তার স্ত্রীকে মারধর করেন। পরে বেলা আড়াইটার দিকে রুনাকে বাড়ির

বাইরে নিয়ে আবারও মারধর করেন অপূর্ব। অনেক্ষণ মারধরের পর নিস্তব্ধ হয়ে গেলে স্থানীয়রা বিষয়টি বুঝতে পারেন। পরে থানায় খবর দিলে পুলিশ এসে অপূর্বের ঘর থেকে রুনার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। তবে এ ঘটনার পর থেকে গা-ঢাকা দিয়েছেন রুনার স্বামী অপূর্ব। এ ঘটনায় নিহত রুনার ভাই মো. রাজু বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। রুনার বোন মরজিনা ও সেলিনা অভিযোগ করেন, তার বোনকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চেয়েছিল। পুলিশ ঘটনাস্থল থেকে পারভীন ও আলমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করেছে। দোহার থানার ওসি মো. রেজাউল ইসলাম বলেন, রুনার হাত ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা

হচ্ছে, হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চেয়েছিল। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। দুজন জেলে আছে বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হামাসের দাবি, দোহায় ইসরাইলি হামলা থেকে নেতারা অক্ষত স্বর্ণের দাম আরও বাড়ল দেশব্যাপী লোডশেডিং হতে পারে, থাকবে যতদিন নেপাল পরিস্থিতির ওপর নজর রাখছে ঢাকা কাতারে ইসরাইলের প্রধান টার্গেট কে এই খলিল আল-হাইয়া এবার কাতারে হামলা চালিয়েছে ইসরাইল হোটেলে নেতা খুঁজতে এসে বাংলাদেশি ফুটবলার দেখে শান্ত বিক্ষুব্ধরা এক মাসে ছয় আরব দেশে ইসরাইলের বোমা হামলা ‘নেপালে অভ্যুত্থানের অন্যতম কারণ পিআর পদ্ধতির নির্বাচন’ বিক্ষোভের মোড় ঘুরিয়ে দিয়েছে স্বার্থান্বেষী গোষ্ঠী জেন-জিকে সামনে রেখে বিক্ষোভের নেপথ্যে কারা নেপালের মন্ত্রীদের হেলিকপ্টারে করে সরিয়ে নিচ্ছে সেনাবাহিনী নেপালে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা নেপালের অর্থমন্ত্রীকে ধাওয়া দিয়ে রাস্তায় ফেলে মারধর ফাহমিদুল-মোরসালিনের গোলে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ স্লোগানে উত্তাল মহাসড়ক পালাতে যাচ্ছেন অলি, ভারত সীমান্তে উচ্চ সতর্কতা ডাকসুর ভোটগ্রহণ শেষ পদত্যাগপত্রে যা লিখলেন নেপালের প্রধানমন্ত্রী অলি নুরাল পাগলার মরদেহ উত্তোলনের নির্দেশদাতা গ্রেপ্তার