গাজায় মানবিক সহায়তা অবরোধে ক্ষুব্ধ কানাডা, ইসরাইলকে নিয়ন্ত্রণ ছাড়ার আহ্বান কার্নির – ইউ এস বাংলা নিউজ




গাজায় মানবিক সহায়তা অবরোধে ক্ষুব্ধ কানাডা, ইসরাইলকে নিয়ন্ত্রণ ছাড়ার আহ্বান কার্নির

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জুলাই, ২০২৫ | ৬:৩৮ 19 ভিউ
গাজায় মানবিক সংকট ঠেকাতে ব্যর্থ হওয়ায় ইসরাইলের সমালোচনা করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি ইসরাইলকে সাহায্যের নিয়ন্ত্রণ আন্তর্জাতিক সংস্থার হাতে ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বার্তায় কার্নি বলেন, ‘ইসরাইল নিয়ন্ত্রিত সহায়তা কেন্দ্রে আন্তর্জাতিক সংস্থাসমূহের নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ মানবিক সহায়তা ব্যবস্থা গড়ে তুলতে হবে।’ তিনি আরও জানান, ‘এই আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে বিপুল পরিমাণ কানাডার অর্থায়নে সরবরাহকৃত সহায়তা আটকে আছে, যা ক্ষুধার্ত সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারছে না।’ কার্নি বলেন, মানবিক সহায়তা প্রবেশে ইচ্ছাকৃত বাধা সৃষ্টি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তিনি সব পক্ষকে ‘সৎভাবে একটি যুদ্ধবিরতিতে পৌঁছানোর’ জন্য আলোচনার আহ্বান জানান। একই সঙ্গে কানাডার অবস্থান স্পষ্ট করে বলেন, হামাস যেন সকল জিম্মিকে

মুক্তি দেয় এবং ইসরাইল যেন গাজা ও পশ্চিম তীরের ভৌগোলিক অখণ্ডতা মেনে চলে। কানি বলেন, ‘কানাডা একটি দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে সমর্থন করে, যা ইসরাইলি ও ফিলিস্তিনিদের জন্য শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করবে। তিনি আরও জানান, কানাডার পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দ আগামী সপ্তাহে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘের ‘টু-স্টেট সল্যুশন’ শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। ইসরাইলের মাসের পর মাস ধরে চলা গাজা অবরোধের কারণে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ক্রমবর্ধমান সমালোচনা করছে। তারা বলছে, মানবিক সহায়তা প্রবেশে কঠোর বিধিনিষেধ থাকায় ক্ষুধা ও রোগ ছড়িয়ে পড়ছে গাজার জনগণের মধ্যে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মশা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ ইসির প্রস্তাবে একমত বিএনপি পরিবর্তন চায় টিআইবি বিমান দেখলে আঁতকে ওঠে শিক্ষার্থীরা থাইল্যান্ডের ৮ জেলায় মার্শাল ল’ জারি সকালের মধ্যে ১১ জেলায় ঝড়ের আভাস খুলনায় ইসলামী ব্যাংকের ভিতর গ্রাহক নির্যাতনে তোলপাড় জলবায়ুজনিত অর্থনৈতিক ক্ষতির পরিমাণ বছরে ২.৩ ট্রিলিয়ন ডলার বাংলা বলায় আধার কার্ডধারী ভারতীয় যুবককে পাঠানো হলো বাংলাদেশে গাজায় মানবিক সহায়তা অবরোধে ক্ষুব্ধ কানাডা, ইসরাইলকে নিয়ন্ত্রণ ছাড়ার আহ্বান কার্নির ইস্তানবুলে ইরান-ইউরোপের দ্বিতীয় দফা পারমাণবিক আলোচনা সম্পন্ন চিকিৎসার অভাবে মারা গেছেন আমার বাবা থাইল্যান্ডের ৮ জেলায় মার্শাল ল’ জারি ট্রাম্পের প্রশংসার পর মিয়ানমারের জান্তা-ঘনিষ্ঠদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার গভীর রাতে ফেনী সংলগ্ন ভারতের সীমানায় বিএসএফের গুলিতে নিহত ২, আহত ১ দেশে বিনিয়োগে ধস: থমকে যাওয়া শিল্প খাতের উদ্যোক্তারা হতাশ মিয়ানমারের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র: জান্তা সরকারের ট্রাম্প বন্দনা, সম্পর্ক স্বাভাবিকীকরণের পথে জাগো বাহে, কুণ্ঠে সবায়? ২ সপ্তাহ ব্যবধানে বিমানবন্দর থেকে আরও ১২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া ভারতের কাছে যুক্তরাজ্যে শুল্কমুক্ত পোশাক রপ্তানির একচেটিয়া সুযোগ হারালো বাংলাদেশ যে শুদ্ধ রাজনীতির বয়ান দেয় জামায়াত-শিবির, তারা কি তা আদৌ ধারণ করে?