গাজায় ছড়িয়ে-ছিটিয়ে আছে নারী-শিশুর ছিন্নভিন্ন লাশ – ইউ এস বাংলা নিউজ




গাজায় ছড়িয়ে-ছিটিয়ে আছে নারী-শিশুর ছিন্নভিন্ন লাশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ এপ্রিল, ২০২৫ | ৯:২৫ 12 ভিউ
এদিকে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর ধারাবাহিক বিমান হামলা অব্যাহত রয়েছে। রোববার ভোরে খান ইউনিসের একটি আবাসিক এলাকায় ইসরাইলি বাহিনীর বোমা হামলায় সেখানে ছিন্নভিন্ন হয়ে গেছে ফিলিস্তিনিদের লাশ। খান ইউনিসের বাসিন্দা জামাল আল-মাধৌন আলজাজিরাকে জানিয়েছেন, কীভাবে তিনি ভোরে একটি আবাসিক বাড়িতে বোমা হামলায় বেঁচে গিয়েছিলেন। তিনি বলেছেন, ‘আমরা শান্তিতে ঘুমাচ্ছিলাম এবং হঠাৎ বাড়িগুলো গুঁড়িয়ে দেওয়া হয়। নিরীহ নারী ও শিশুদের মাথার ওপর ছাদ উপড়ে ফেলা হয়েছে। ভারী ক্ষেপণাস্ত্র শিশুদের ওপর নিক্ষেপ করা হয়।’ জামাল আরও বলেছেন, ‘আমরা ধ্বংসস্তূপ থেকে আটজনের মৃতদেহ উদ্ধার করেছি। তাদের সবাই নারী ও শিশু। একজন পুরুষও নেই। তারা (ইসরাইলিরা) মিথ্যা দাবি তুলেছে যে তারা যোদ্ধাদের নিশানা করছে।

পুরোটাই মিথ্যা। তাদের লক্ষ্য মুসলিম পরিচয়ের যে কোনো মানুষকে হত্যা করা। এ নিরীহ নারী ও শিশু সবার লাশ ছিন্নভিন্ন হয়ে গেছে।’ ২৪ ঘণ্টায় গাজার বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে ইসরাইলি সামরিক বাহিনী আবারও হামলা চালিয়ে অন্তত ৪৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে। আল-জাজিরা জানিয়েছে, রোববার ভোর থেকে খান ইউনিসে ইসরাইলি বাহিনী একটি আবাসিক ভবন এবং বাস্তুচ্যুত লোকদের আশ্রয় দেওয়া একটি তাঁবু লক্ষ্য করে হামলা চালানোর পর থেকে খান ইউনিসে কমপক্ষে নয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের মধ্যে হতাহতদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন। একটি মেডিকেল সূত্র জানিয়েছে, গাজা সিটির পূর্বাঞ্চলীয় শুজাইয়া এলাকা লক্ষ্য করে চালানো বিমান হামলায় তিনজন নিহত হয়েছেন। একই শহরের জেইতুন এলাকার

আইন জালুত স্কুলের কাছে একটি বাড়িতে ইসরাইলি বিমান হামলায় আরও দুজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসিতে বাস্তুচ্যুতদের আশ্রয় দেওয়া একটি তাঁবুতে ইসরাইলি গোলাবর্ষণে এক ফিলিস্তিনি শিশু নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। খান ইউনিসের পূর্বাঞ্চলীয় আবাসন আল-কাবিরায় আর্টিলারি গোলাবর্ষণে আরও একজন নিহত ও চারজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, ইসরাইলি বাহিনী দক্ষিণ গাজা উপত্যকার উত্তর রাফায় আবাসিক ভবন ধ্বংস অব্যাহত রেখেছে। এদিকে ইসরাইলি সেনাবাহিনী বলেছে, নতুন একটি সামরিক করিডর প্রতিষ্ঠার জন্য দক্ষিণ গাজায় অভিযান শুরু করেছে সেনারা। এ করিডর প্রতিষ্ঠা করা হলে রাফা নগরী উপত্যকার অন্যান্য অঞ্চল থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আম পান্না খেলে তীব্র গরমেও শরীর থাকবে ঠাণ্ডা বাংলাদেশে আরও ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এনডিবি চার দফা বাড়ার পর সোনার দাম কমল অর্থদাতাদের নাম যে কারণে প্রকাশ করতে চাইছে না এনসিপি ‘মাতাল’ সঙ্গীকে বেশি পছন্দ করে স্ত্রী মৌমাছিরা! ৩৯ হাজার টাকায় বিক্রি হলো পদ্মার কাতল জমি নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ২২ পটুয়াখালী হত্যা মামলায় ২৩ জনের যাবজ্জীবন নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহতের সংখ্যা বেড়ে ৭ গাজায় ইসরাইলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির বিক্ষোভ প্রভাব খাটিয়ে নিউ ইয়র্ক কন্স্যুলেটে বিএনপির সভা করলেন মেক্সিকোর রাষ্ট্রদূত আটকে গেছে ড্যাপ বাস্তবায়ন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে গাজা নিয়ে যা বললেন ট্রাম্প খেলাপি ঋণ হ্রাসের পদক্ষেপ জানতে চায় আইএমএফ গাজার শোকে তারাও কাতর! সিলেটসহ বিভিন্ন স্থানে হামলায় জড়িতদের গ্রেফতারের নির্দেশ আইজিপির চার জেলায় কেএফসি, বাটার শোরুমে ভাঙচুর আবারও বাসিন্দাদের সরিয়ে গাজার নিয়ন্ত্রণ নেওয়ার কথা বললেন ট্রাম্প গাজায় ইসরাইলের গণহত্যা বন্ধের দাবিতে দেশে দেশে বিক্ষোভ ব্যারিস্টার তুরিন আফরোজ গ্রেফতার