গজারিয়ায় সাতশ গাছ পুড়িয়ে দিল দুর্বৃত্তরা – ইউ এস বাংলা নিউজ




গজারিয়ায় সাতশ গাছ পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মার্চ, ২০২৫ | ১০:৫৭ 8 ভিউ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বৈদ্যেরগাঁও এলাকায় আগুন দিয়ে একটি বাগানের সাতশ গাছ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাতে এ ঘটনায় প্রায় তিনশ আমগাছ, দুইশ লেবু গাছ ও শতাধিক বনজ গাছ পুড়ে যায়। এক চাষি জানান, কেউ শত্রুতা করে বাগানে আগুন ধরিয়ে দিয়েছে। প্রথমে আগুন দেওয়ায় বিষয়টি বুঝতে পারিনি। পরের দিন সকালে বাগান দেখতে গিয়ে জানতে পারি। দুর্বৃত্তরা গাছের গোড়ায় পেট্রল বা কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে ধারণা করছেন স্থানীয়রা। বাগানে সাতশ গাছের মধ্যে আগুনে প্রায় তিনশ আমগাছ ও দুইশ লেবুগাছ ও শতাধিক বনজ গাছ পুড়ে গেছে। কেয়ারটেকার আ. সাত্তার বলেন, ফজর নামাজের পর আমাকে পাশের বাড়ির এক মেয়ে ফোন দিয়ে বলেন-

কাকা আমাগো কি আগুন দিয়ে পুইরা লাইবেন। আমি বললাম কেন, কী হইছে মা। পরে জানতে পারি, বাগানে দাউ দাউ করে আগুন জ্বলছে। আমি দেখে প্রায় অজ্ঞান হয়ে যাই। আগুন দিয়ে বাগানটি পোড়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ বলেন, আমি কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘বিষাদময় রক্তাক্ত ঈদ, আমরা সব হারিয়েছি’ চাঁদ দেখা গেছে, কাল ঈদ জাতীয় ঈদগাহে আসবেন না রাষ্ট্রপতি ঝড়ের তোড়ে গাছ উপড়ে হিমাচলে ৬ জনের প্রাণহানি মৃতদেহ সৎকারে হিমশিম খাচ্ছে মান্দালয়ের শ্মশানগুলো ভূমিকম্পের পূর্বাভাস কেন সচরাচর ভুল হয় ফিলিস্তিনিদের রক্তাক্ত ঈদ, ইসরাইলি বোমা হামলায় নিহত ২০ সৌদির সঙ্গে মিলিয়ে ঈদ করেছে মঠবাড়িয়ার ৮ শতাধিক পরিবার ভূমিকম্পের পরও যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে বিমান হামলা চালাচ্ছে জান্তা সরকার বেতন বোনাসের দাবিতে বিক্ষোভ-কান্না শ্রমিকদের সৌদি আরবের সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুরের ১০ গ্রামে ঈদ উদযাপন মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়াল ১৬০০ ছোট্ট শিশুর লাশ নেওয়ার কেউ নেই শেষবেলায় ভিড় হলেও ভোগান্তি হয়নি চাঁদের অপেক্ষায় ঈদ খুলনায় মধ্যরাতে সন্ত্রাসীদের সঙ্গে যৌথবাহিনীর গোলাগুলি, গ্রেপ্তার ১১ বদলে গেছে ঈদ উদযাপনের ধারা মিয়ানমারে নিহত হাজার ছাড়াল, নিখোঁজ ৩০ মালয়েশিয়ায় ঈদ কবে জানা যাবে রোববার আবেদনের আগেই অর্থছাড়