ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গ্রাম থেকে শহর আজ সংখ্যালঘুদের ভোট দিতে বলা হচ্ছে না, ভয় দেখিয়ে হাজির করানো হচ্ছে
দখলদার ইউনুস অবৈধভাবে ক্ষমতা দখলের পর থেকেই বাংলাদেশ কার্যত এক শূন্য নিরাপত্তার রাষ্ট্রে পরিণত হয়েছে।
সার্বভৌমত্বের সংকটে যখন র্যাবকে পালিয়ে আসতে হয় : যেখানে রাষ্ট্রের চেয়ে মাফিয়া বেশি ক্ষমতাবান, সেখানে সংস্কারের গল্প শোনান ইউনুস
মরে গেলে সবাই আফসোস করে, কিন্তু বেঁচে থাকতে কেউ দেখে না”: চার মাস ধরে জেলবন্দি স্বামীর চিন্তায় ও অনাহারে এক স্ত্রীর হাহাকার
আবেদন করা হয়নি’ বলে অপপ্রচার
আওয়ামী লীগ মাঠে নেই, তাই নির্বাচন ‘প্রতিদ্বন্দ্বীতাহীন’: মেজর হাফিজ
কারাগারে নেতা, কবরে স্ত্রী–সন্তান ভোটের জন্য আদর্শ বিসর্জন
কেএনএফের আস্তানায় অভিযান, আগ্নেয়াস্ত্র-গোলাবারুদ উদ্ধার
বান্দরবানের রুমা উপজেলায় পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আস্তানা ধ্বংস করেছে সেনাবাহিনী। এ সময় আস্তানা থেকে একে ৪৭ রাইফেলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। আইএসপিআরের প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, রুমা উপজেলার মুনলাই পাড়া এলাকায় পাহাড়ের গহীন অরণ্যে অস্ত্রধারী সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) অস্ত্রধারীদের আস্তানায় অভিযান চালায় সেনাবাহিনীর রুমা জোনের সদস্যদের কয়েকটি টহল দল। এ সময় সেনাবাহিনীর অভিযানের বিষয়টি টের পেয়ে কেএনএফ সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুড়তে ছুড়তে আস্তানা ছেড়ে পালিয়ে যায়। পরে সেনাবাহিনী সদস্যরা সন্ত্রাসী আস্তানায় তল্লাশি করে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, ওয়াকি
টকি সেট ও ইউনিফর্মসহ সন্ত্রাসীদের ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করে। প্রসঙ্গত, কেএনএফ দীর্ঘদিন ধরে পার্বত্য অঞ্চলে চাঁদাবাজি, হত্যা, অপহরণসহ অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। সেনাবাহিনীর এ পদক্ষেপ স্থানীয় এলাকায় নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।
টকি সেট ও ইউনিফর্মসহ সন্ত্রাসীদের ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করে। প্রসঙ্গত, কেএনএফ দীর্ঘদিন ধরে পার্বত্য অঞ্চলে চাঁদাবাজি, হত্যা, অপহরণসহ অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। সেনাবাহিনীর এ পদক্ষেপ স্থানীয় এলাকায় নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।



