কুয়েটে গ্রাফিতি আঁকলেন শিক্ষার্থীরা – ইউ এস বাংলা নিউজ




কুয়েটে গ্রাফিতি আঁকলেন শিক্ষার্থীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৫ | ৮:১৬ 20 ভিউ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার দুই মাস পূর্তিতে ক্যাম্পাসে ‘শোকের গ্রাফিতি-এক দফার ডাক’ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। আজ শুক্রবার বিকাল ৫টায় ক্যাম্পাসের বিভিন্ন ভবনের দেয়ালে গ্রাফিতি একে কর্মসূচি পালন করেন তারা। গ্রাফিতিতে ‘ছাত্র রাজনীতি নিষিদ্ধ’, ‘স্টেপ ডাউন মাসুদ’, ‘বাহ ভিসি চমৎকার সন্ত্রাসীদের পাহারাদার’সহ বিভিন্ন স্লোগান লিখেন তারা। এ কর্মসূচিতে অংশ নেয় অর্ধশতাধিক শিক্ষার্থী। এছাড়া ১৮ ফেব্রুয়ারি হামলার বিভিন্ন ফুটেজ প্রজেক্টরে প্রদর্শন করা হয়। এ সময় শিক্ষার্থীরা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ও ১৮ ফেব্রুয়ারি হামলার পর ক্যাম্পাসে আঁকানো গ্রাফিতি কুয়েট প্রশাসন মুছে দেয়। এ কারণে তারা তাদের এক দফা দাবি উপাচার্যকে অপসারণের পক্ষে আবার নানা গ্রাফিতি দেয়ালে তুলে ধরেছেন।

বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তারা দেশবাসী ও প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরতে চান যে কুয়েটের ছাত্ররা ভালো নেই। তারা বলেন, এক দফা দাবিতে তারা অনড় রয়েছেন। উপাচার্যকে অপসারণ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। প্রসঙ্গত, ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি নিয়ে বিরোধের জের ধরে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মী ও বহিরাগতদের সংঘর্ষে দেড় শতাধিক আহত হন। এরপর ২৫ ফেব্রুয়ারি কুয়েট সিন্ডিকেটের সভায় অনির্দিষ্টকালের জন্য হল ও একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। গত ১৩ এপ্রিল থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আন্দোলন করছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর দিল মালয়েশিয়া বাংলাদেশে আসবে না ভারত, হবে না এশিয়া কাপ ভারত-পাকিস্তান সংঘাত: চীনের জন্য এক ‘সুবর্ণ সুযোগ’! আবদুল হামিদের দেশত্যাগ: ‘সবাই সব জানে, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা’ ৫০ বছর পার করেও যে ডায়েটে ফিটনেস ধরে রেখেছেন শাহরুখ-করণ তাপমাত্রা ৪১ ডিগ্রি ছাড়াতে পারে ইমাম রইস উদ্দিনকে পরিকল্পিত মব তৈরি করে হত্যা করা হয় উদ্বেগ বাড়ছে ভারতীয়দের মধ্যে, উত্তেজনা চরমে ইসরাইল ছাড়া ভারতের পাশে কেউ নেই: খাজা আসিফ অবশেষে জানা গেল সাংবাদিক শিরিন হত্যাকারীর পরিচয় কখন ভারতে হামলা করবে পাকিস্তান? ৫০ বছর পার করেও যে ডায়েটে ফিটনেস ধরে রেখেছেন শাহরুখ-করণ ভারত-পাকিস্তানের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে হলিউডে যাচ্ছেন কঙ্গনা ৭৫ হাজার টাকা বেতনে বেসরকারি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে সবাই সবকিছু জানে তবু তদন্ত কমিটি নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভী গ্রেফতার পিএসএলের বাকি অংশ হবে আরব আমিরাতে পিএসএলের বাকি অংশ হবে আরব আমিরাতে ঈদুল আজহায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ২১ মে ক্যাপস্টোন কোর্স নেতৃত্ব বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে: সেনাপ্রধান