কারিনাকে কনসার্ট মিস করার কষ্ট ভুলিয়ে দিলেন স্বামী-ছেলে – ইউ এস বাংলা নিউজ




কারিনাকে কনসার্ট মিস করার কষ্ট ভুলিয়ে দিলেন স্বামী-ছেলে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ মে, ২০২৫ | ৫:৪৩ 49 ভিউ
মুম্বাইয়ে চলছে জনপ্রিয় রক ব্যান্ড ‘গানস এন’ রোজেস’-এর কনসার্ট। সাধারণ দর্শক-শ্রোতা থেকে শুরু করে বহু বলিউডের তারকা এই কনসার্ট দেখার জন্য মুখিয়ে ছিলেন। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খানেরও ইচ্ছা ছিল এই কনসার্ট উপভোগ করার। কিন্তু কনসার্টে মিস করে ফেলেছেন সাইফপত্নী। এতে ভীষণ মন খারাপ হয় তার। তবে স্বামী ও ছেলে তার মন ভালো করার জন্য বাড়িতেই করে ফেললেন এক মিনি কনসার্ট। সোমবার (১৯ মে) ইনস্টাগ্রাম স্টোরিতে কারিনা কাপুর দুটি ছবি শেয়ার করেছেন, যাতে দেখা যায় তার নিজের বাড়িতে চলছে এক ‘মিনি কনসার্ট’। প্রথম ছবিতে সাইফ আলি খান ও তাদের ছেলে তৈমুর আলি খান গিটার বাজাচ্ছেন, যা দেখে মুগ্ধ না

হয়ে উপায় নেই। ছবিটির ক্যাপশনে কারিনা লিখেছেন, ‘হয়তো গানস এন রোজেস মিস করেছি…’। সঙ্গে একটি তারা ইমোজি জুড়ে দিয়েছেন। দ্বিতীয় ছবিটি ছিল সাদা-কালো, যেখানে বাবা-ছেলের সেই একই গিটারের মুহূর্ত আবার ধরা পড়েছে। এর ক্যাপশনে কারিনা মজার ছলে লেখেন, ‘তবে আমার নিজের ব্যান্ড তো আছে’। এরসঙ্গে আগুন, ভালোবাসা ও হাসিমুখ ইমোজি যুক্ত করেন। ঘরের এই আদুরে পরিবেশ যে তাকে ভালোভাবেই আনন্দ দিচ্ছে, তা যেন ছবিগুলো থেকেই বোঝা যায়। তাই গানস এন’ রোজেস না দেখলেও কারিনার দিন যে গান আর ভালোবাসায় ভরপুর, তা নিঃসন্দেহে বলা যায়! এদিকে কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন কারিনা কাপুর। সম্প্রতি তিনি অভিনয় করেছেন রোহিত শেঠির সিনেমা ‘সিংঘম এগেইন’-এ, যেখানে

প্রধান চরিত্রে রয়েছেন অজয় দেবগন। পরবর্তী সময়ে তিনি অভিনয় করবেন মেঘনা গুলজার পরিচালিত ‘দায়রা’ সিনেমায়। এতে তার বিপরীতে দেখা যাবে প্রিথ্বিরাজ সুকুমারনকে। ইনস্টাগ্রামে মেঘনা ও প্রিথ্বিরাজের সঙ্গে স্ক্রিপ্ট পড়ার কিছু ছবি শেয়ার করেছেন কারিনা। ক্যাপশনে নিজেকে ‘ডিরেক্টরের অ্যাক্টর’ বলে উল্লেখ করেন। সিনেমাটিতে কাজ করার জন্য তিনি বেশ উত্তেজিত বলেও জানান। প্রিথ্বিরাজকে ‘দারুণ অভিনেতা’ বলে প্রশংসা করে কারিনা।জানান, তিনি প্রিথ্বিরাজের কাজ বরাবরই প্রশংসা করে এসেছেন। প্রথমে এই সিনেমাতে প্রিথ্বিরাজের জায়গায় আয়ুষ্মান খুরানাকে ভাবা হয়েছিল। তবে জানা যায়, শিডিউল জটিলতার কারণে আয়ুষ্মান ছবিটিতে সময় দিতে পারেননি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দুই ‘মাস্টারের’ জুয়ার ফাঁদে নিঃস্ব হচ্ছেন তরুণরা ফাঁসছেন অর্ধশত ক্যাডার কর্মকর্তা ধরাছোঁয়ার বাইরে তাসকিন দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড় ওষুধের জেনেরিক নাম ব্যবহারে প্রতারিত হবে রোগী, বাড়বে স্বাস্থ্যঝুঁকি চীন গেল, জাপান এলো রেলপথের ব্যয় বাড়ল তৈরি পোশাক রপ্তানিতে বড় ধাক্কা আসতে পারে দুই বছর প্রতিদিন ইসরায়েলে হামলার সক্ষমতা আছে ইরানের : আইআরজিসি ইসরায়েলে যাওয়ায় বরখাস্ত হলেন নেদারল্যান্ডসের মসজিদের ইমাম কক্ষপথে রাশিয়ার ‘অস্ত্রবাহী’ স্যাটেলাইট, বিশ্বের জন্য ভয়ানক বার্তা ইসরায়েলের ৫ সামরিক স্থাপনায় সরাসরি আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র : রয়টার্স ইরানি সিনেমা ভালোবাসার ছবি আঁকে হৃদয়ে জুলাইযোদ্ধাদের জন্য ২৫ কোটি টাকার বিশেষ তহবিল এসএসসির ফল প্রকাশে নতুন পদ্ধতি, জানবেন যেভাবে ভারতীয় পাহাড়ী ঢল, ফেনী ও কুমিল্লায় ভয়াবহ বন্যার শঙ্কা মেট্রোতে গড়ে প্রতিদিন যাত্রী ওঠে ৪ লাখ, কোন স্টেশনে বেশি ৯৯ রানে বিধ্বস্ত বাংলাদেশ, শ্রীলঙ্কার সিরিজ জয় ট্রাম্পের ‘শুল্কের বিপদ’ এড়াতে আরও বোয়িং কেনার ভাবনা সরকারের নির্বাচনের তারিখ আমি নিজেও জানি না: সিইসি ইসরায়েলি হামলায় ১৮ সহস্রাধিক শিক্ষক-শিক্ষার্থী নিহত