কর্নেল সোফিয়াকে কটাক্ষ করে বিপাকে বিজেপি মন্ত্রী – ইউ এস বাংলা নিউজ




কর্নেল সোফিয়াকে কটাক্ষ করে বিপাকে বিজেপি মন্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ মে, ২০২৫ | ৮:৪০ 12 ভিউ
ভারতের সাম্প্রতিক ‘অপারেশন সিঁদুর’ সেনা অভিযানে নেতৃত্ব দেওয়া কর্নেল সোফিয়া কুরেশির ধর্ম পরিচয় নিয়ে কটাক্ষ করে বিপাকে পড়েছেন মধ্যপ্রদেশ রাজ্যসভার আদিবাসী কল্যাণমন্ত্রী বিজয় শাহ। এনডিটিভি জানিয়েছে, সম্প্রতি দলের এক জনসভায় ‘অপারেশন সিঁদুর’-এর জন্য ভারতের কেন্দ্রীয় সরকারের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘যারা হিন্দুদের মেরেছে এবং আমাদের মেয়েদের সিঁদুর মুছে দিয়ে বিধবা করেছে তাদের জাতেরই এক বোনকে আমরা প্রতিশোধ নিতে পাঠিয়েছি। এই জন্য মোদিজিকে সম্মান জানিয়ে আরও একবার হাততালি দিন।’ এর পরেই বাঁধে বিপত্তি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার বক্তব্যের কঠোর সমালোচনা ও নিন্দায় ছেয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যম। সবচেয়ে বেশি সমালোচনা এসেছে বিজেপিবিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে। তিনি আরও বলেন, পেহেলগামে জঙ্গিরা ধর্ম জানতে জামাকাপড়

খুলে পরীক্ষা করেছে। তারপর গুলি করে হত্যা করেছে। প্রধানমন্ত্রী মোদি তো নিজে যুদ্ধ করতে পারবেন না, তাই জঙ্গিদের সম্প্রদায়েরই বোনকে পাঠিয়েছেন তাদের শিক্ষা দিতে। বিজেপি নেতার এই বক্তব্য ঘিরে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। তৃণমূল এক বিবৃতিতে বলেছে, এটাই বিজেপির আসল রূপ- ধর্মান্ধতা ও বিদ্বেষ। তারা এতটাই অন্ধ হয়ে গেছে যে একজন বীর সেনা কর্মকর্তাকেও তার ধর্মের কারণে অপমান করছে। অবিলম্বে বিজয় শাহকে মন্ত্রিত্ব থেকে বরখাস্ত করা উচিত। বিজেপির যদি ন্যূনতম লজ্জা থাকে, তবে কর্নেল সোফিয়া এবং সশস্ত্র বাহিনীর কাছে ক্ষমা চাইবে। কংগ্রেসও একই সুরে বলেছে, সোফিয়া কুরেশি কেবল ভারতের গর্বই নন, তিনি সশস্ত্র বাহিনীর সম্মান। তাকে নিয়ে এমন কুরুচিকর

মন্তব্য দেশ ও সেনাবাহিনীর অপমান। বিজয় শাহ নিজেকে মোদির ঘনিষ্ঠ দাবি করেন, এখন বিজেপি কি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে? নাকি তাকে পুরস্কৃত করা হবে? যদিও বিতর্ক ঘনিয়ে ওঠার পর মন্ত্রী বিজয় শাহ দাবি করেন, তার বক্তব্য বিকৃত করা হয়েছে। তবে ভিডিওতে কারও নাম না নিলেও কর্নেল সোফিয়াকেই ইঙ্গিত করেছেন বলেই দাবি করেছে কংগ্রেস।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সিরিয়াকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান ট্রাম্পের আইএমএফের ১০০ কোটি ডলার ঋণ পেল পাকিস্তান ঈদুল আজহায় বাসের অগ্রিম টিকিট বিক্রি ১৬ মে শুরু কাকরাইল না ছাড়ার ঘোষণা জবি শিক্ষক-শিক্ষার্থীদের ভারতের হামলায় পাকিস্তানের ১৩ সেনা নিহত সহযোদ্ধার ওপর হামলা, ছেলেকে পুলিশে দিলেন বিএনপি নেতা ইমরান খানকে কারামুক্ত করতে ট্রাম্পের সাহায্য চান দুই পুত্র সিলেটে রেস্টুরেন্টে বসে আড্ডা নবীগঞ্জের ইউপি চেয়ারম্যানের, অতঃপর… কর্নেল সোফিয়াকে কটাক্ষ করে বিপাকে বিজেপি মন্ত্রী ‘আপনি রাতে ঘুমান কিভাবে?’ সৌদি যুবরাজকে ট্রাম্পের প্রশ্ন যুক্তরাষ্ট্র চায় সরাসরি আলোচনা, ক্ষুব্ধ ভারত, রাজি পাকিস্তান জুনে সাড়ে ৩ বিলিয়ন ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ নার্সিং কলেজ শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ যমুনা অভিমুখী লংমার্চে টিয়ারগ্যাস-লাঠিচার্জ, আহত অর্ধশতাধিক ছাত্রদলের উত্তেজিত নেতাকর্মীদের সামনে ঢাবি ভিসি, ‘মার বেটা আমাকে, মার’ ‘ছোট থেকেই আমি খুব খেলতে চাইতাম’ সাউণ্ড গ্রেনেড ও টিয়ারগ্যাসে ছত্রভঙ্গ জবি শিক্ষার্থীদের লংমার্চ শেষবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাম্য চট্টগ্রামে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, নিন্দা ও প্রতিবাদ মেয়র হিসেবে ইশরাকের শপথ দাবি, নগর ভবনে বিক্ষোভ