একাধিক বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়েন কমল হাসান – ইউ এস বাংলা নিউজ




একাধিক বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়েন কমল হাসান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৫ | ৫:৪৭ 41 ভিউ
দক্ষিণী সিনেমার জনপ্রিয় সুপারস্টার কমল হাসান। বলিউড থেকে বাংলা সিনেমার দুনিয়ায় তাকে চেনেন না এমন মানুষ খুব কমেই আছেন, প্রায় নেই বললেই চলে। যেমন বলিষ্ঠ তার অভিনয়, তেমনই দৃঢ় তার ব্যক্তিত্ব। রাজনৈতিক ক্ষেত্রে বরাবরই একরোখা মনোভাব পোষণ করেন এ অভিনেতা। সেই কমলকেই নাকি এক প্রশ্নের মুখে পড়েন তার বিয়ের কারণে। এর জবাবে যা বলেছিলেন অভিনেতা। কমল হাসান এ মুহূর্তে ব্যস্ত তার আসন্ন সিনেমার প্রচারে। মণি রত্নমের ‘ঠগ লাইফ’ সিনেমায় দেখা যাবে এ অভিনেতাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন কমল হাসান। আর সেখানেই জিজ্ঞাসা করা হয়, বিবাহ বিষয়ে তার মনোভাব কী? অভিনেতা তার স্বভাবসুলভ ভঙ্গিতে জানান এক পূর্ব অভিজ্ঞতার কথা। তিনি

বলেন, প্রায় ১০-১৫ বছর আগে আমার এক বন্ধু সাংবাদিক একঝাঁক কলেজপড়ুয়া তরুণের সামনে আমাকে প্রশ্ন করেছিল— ব্রাহ্মণ পরিবারের সন্তান হয়েও কীভাবে আমি দুটি বিয়ে করলাম? আমি পাল্টা জিজ্ঞাসা করি— ‘সম্ভ্রান্ত পরিবারের সন্তান হওয়ার সঙ্গে বিবাহের কী যোগ?’ আর তারপরই উঠে আসে রামের প্রসঙ্গ। বর্তমানে রাজ্যসভার সদস্য ওই সাংবাদিক আরও বলেছিলেন, ভগবান রামের কাছে যিনি প্রার্থনা করেন, তিনি তো তার পথ অবলম্বন করেই বাঁচবেন। এর জবাবে কমল হাসান বলেন, প্রথমত আমি কোনো দেবতার কাছেই প্রার্থনা করি না। রামের পথও আমি অবলম্বন করি না। হয়তো আমি তার বাবার (দশরথ) পথ অবলম্বন করি (যার তিনজন মহিষীর কথা আমরা জানি)। উল্লেখ্য, ১৯৭৮ সালে অভিনেতা কমল

হাসান প্রথমবার বিয়ে করেন দক্ষিণী নৃত্যশিল্পী ও অভিনেত্রী বাণী গণপতিকে। পরে তাদের বিবাহবিচ্ছেদ হয়। আশির দশকে কমলের সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেত্রী সারিকা। ১৯৮৬ সালে তাদের প্রথম সন্তান শ্রুতি হাসানের জন্ম হয়। কমল-সারিকাকে বিয়ে করেন ১৯৮৮ সালে। ১৯৯১ সালে জন্ম হয় দ্বিতীয় কন্যা অক্ষরার। ২০০২ সালে সারিকার সঙ্গে আইনি বিচ্ছেদ হয় কমলের। এর পর ২০০৫ থেকে ২০১৬ পর্যন্ত অভিনেতা সম্পর্কে ছিলেন অভিনেত্রী গৌতমীর সঙ্গে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি একুশেই মিলবে স্টার্টআপ ঋণ, সুদ হার মাত্র ৪ শতাংশ আলিম ও কারিগরি এইচএসসির সারাদেশের পরীক্ষা স্থগিত কুমিল্লা শিক্ষাবোর্ডের কালকের এইচএসসি পরীক্ষা স্থগিত গাজায় মানবাধিকার লঙ্ঘনের তদন্তকারীর ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র ট্রাম্পের সমালোচনার পর ইউক্রেনে রাশিয়ার রেকর্ড সংখ্যক ড্রোন হামলা মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গ বড়পুকুরিয়া কয়লাখনিতে দুর্ঘটনায় চীনা প্রকৌশলী নিহত ফেনীতে নতুন নতুন এলাকা প্লাবিত, নেই বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক তামা ও ওষুধের ওপর বড় শুল্ক আরোপ করবেন ট্রাম্প যেভাবে কোলেস্টেরল কমাবেন আরও ৬ দেশের ওপর ৩০% শুল্ক আরোপের ঘোষণা দিলেন ট্রাম্প ৩ বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ফরিদা পারভীনের চিকিৎসায় মেডিকেল বোর্ড, আশাবাদী চিকিৎসরা আকাশমণি ও ইউক্যালিপটাসের চারা ধ্বংস করছে কৃষি মন্ত্রণালয় নতুন প্রস্তাবিত প্রতীকের তালিকায় থাকছে না ‘শাপলা’: ইসি আব্দুর রহমানেল প্রবাসীদের ভোটগ্রহণে পোস্টাল ব্যালটেই আস্থা ইসির এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ ছাড়লেন লিন্ডা মস্কো ও বেইজিংয়ে বোমা ফেলার হুমকি নিয়ে ট্রাম্পের অডিও ফাঁস কুমিল্লা শিক্ষা বোর্ডের বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত