ইসরাইলি বসতিতে হামাসের রকেট হামলা – ইউ এস বাংলা নিউজ




ইসরাইলি বসতিতে হামাসের রকেট হামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ এপ্রিল, ২০২৫ | ৯:৫০ 9 ভিউ
ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ইসরাইলের আশদোদ শহরের দিকে রকেট হামলা চালিয়েছে হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেড। রোববার রাতে এই হামলার কথা জানিয়েছে তারা। আল-কাসাম ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে, ‘ইসরাইলি বাহিনী বেসামরিক মানুষের ওপর যেসব গণহত্যা চালাচ্ছে, তার জবাবে আমরা আশদোদের দিকে রকেট নিক্ষেপ করেছি।’ ইসরাইলের সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, গাজা থেকে মোট ১০টি রকেট ছোড়া হয়েছে। এর কিছু রকেট ইসরাইলি প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিহত করা হয়েছে। রকেট হামলার সময় আশদোদ, আশকেলন এবং আশেপাশের কয়েকটি এলাকায় সাইরেন বেজে ওঠে। আতঙ্কে মানুষ আশ্রয়কেন্দ্রের দিকে দৌড়ায়। আশকেলনের মেয়র জানান, শহরে একটি রকেট বিস্ফোরণে একজন মানুষ সামান্য আহত হয়েছেন। এছাড়া কয়েকটি স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে। হিব্রু চ্যানেল ১৩ জানিয়েছে, আশকেলনে রকেট

হামলায় অন্তত তিনজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। চ্যানেল ১২ দাবি করেছে, এই রকেটগুলো ছোড়া হয়েছে দেইর আল-বালাহ এলাকা থেকে। কিন্তু ইসরাইলি সেনাবাহিনীর মতে, সেখানে তখন কোনো সামরিক তৎপরতা ছিল না। ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ বলেন, ‘গাজা থেকে রকেট হামলা প্রমাণ করে, হামাসকে পুরোপুরি নিশ্চিহ্ন করতেই হবে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইসরাইলকে নাড়িয়ে দেওয়ার মতো সক্ষমতা আমাদের আছে: হামাস ৫ বাংলাদেশিসহ ৪ শতাধিক শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ঢাকায় বিক্ষোভের ঘোষণা আজহারির, উপস্থিত থাকবেন নিজেই গাজাবাসীকে রক্ষায় দরকার বাংলাদেশি ক্যাপ্টেনের মতো সাহসী এয়ার স্ট্রাইকার ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে নেতানিয়াহুর করমর্দনের ছবিটি নিয়ে যা জানা গেল সেই কনস্টেবল রাষ্ট্রপতি পদকে ভূষিত মার্চে রপ্তানি আয়ে সুখবর দিল ইপিবি ফিরেই নান্নুদের কাঠগড়ায় তুললেন নাসির আইসিসির গ্রেফতার এড়িয়ে যেভাবে যুক্তরাষ্ট্রে পৌঁছালেন নেতানিয়াহু এফএ কাপ জয়ের মুহূর্তে ফিলিস্তিনের পতাকা গায়ে জড়িয়েছিলেন হামজা ‘ফিলিস্তিন জিন্দাবাদ’ স্লোগানে মুখর বায়তুল মোকাররম এলাকা ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাহমিনা বরখাস্ত নির্বাচনি আচরণবিধির খসড়া তৈরি, প্রচারণায় পোস্টার থাকছে না: ইসি চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মিছিল, পুলিশের বাধা আফগানিস্তানের উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আইপিএল গাজার জন্য ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির ডাক এলো কোথা থেকে? বজ্র ও শিলাবৃষ্টি নিয়ে নতুন তথ্য দিলেন আবহাওয়াবিদ পলাশ ১২ এপ্রিল ‘মার্চ ফর গাজায়’ অংশ নেওয়ার আহ্বান মাহমুদউল্লাহর ‘আমার গল্পটা মনে রেখো, আমি কেবল একটা সংখ্যা নই’ পহেলা বৈশাখে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা