ইউনুস সরকারের পৃষ্ঠপোষকতায় জাতিসংঘকে ব্যবহার করে সত্য আড়াল: ওএইচসিএইচআর রিপোর্টকে ‘মনগড়া ও ইউনুসপ্রীতি আইসিআরএফ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ জানুয়ারি, ২০২৬
     ৪:৫১ অপরাহ্ণ

আরও খবর

ইউনুস সরকারের পৃষ্ঠপোষকতায় জাতিসংঘকে ব্যবহার করে সত্য আড়াল: ওএইচসিএইচআর রিপোর্টকে ‘মনগড়া ও ইউনুসপ্রীতি আইসিআরএফ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জানুয়ারি, ২০২৬ | ৪:৫১ 8 ভিউ
বাংলাদেশে ২০২৪ সালের জুলাই–আগস্টে সংঘটিত সহিংসতা নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর (OHCHR) যে প্রতিবেদন প্রকাশ করেছে, তা বাস্তবে সত্য উদ্ঘাটনের দলিল নয়—বরং ইউনুস সরকারের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগ তুলে জাতিসংঘের প্রতিবেদনের বিরুদ্ধে একটি স্বাধীন ও বিশদ আইনি পাল্টা প্রতিবেদন প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রাইমস রিসার্চ ফাউন্ডেশন (ICRF)। শনিবার ভারতের নয়াদিল্লির প্রেস ক্লাব অব ইন্ডিয়ায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আইসিআরএফ, ল’ ভ্যালি সলিসিটর এবং এস শাকির (FRSA)-এর যৌথ উদ্যোগে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের একাধিক সাবেক মন্ত্রী ও জ্যেষ্ঠ নেতা উপস্থিত ছিলেন। আইসিআরএফের লিগ্যাল টিমের প্রধান ব্যারিস্টার ও সলিসিটর নিজুম মজুমদার বলেন, ওএইচসিএইচআর রিপোর্টটি আইনি ও

তথ্যগতভাবে গুরুতরভাবে ত্রুটিপূর্ণ। তার ভাষায়, “এই প্রতিবেদন প্রমাণের নির্বাচিত ব্যবহার করেছে, যাচাইয়ের স্বচ্ছতা নেই, অভ্যন্তরীণ অসঙ্গতি আছে এবং ইচ্ছাকৃতভাবে গুরুত্বপূর্ণ সাক্ষ্য উপেক্ষা করা হয়েছে। এটি আন্তর্জাতিক মহলকে বিভ্রান্ত করার জন্য যথেষ্ট।” তিনি অভিযোগ করেন, জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন ইচ্ছাকৃতভাবে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কর্মকর্তা, জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা এবং নিরপেক্ষ সূত্রের সাক্ষাৎকার নেয়নি। বরং পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট সূত্রের ওপর নির্ভর করা হয়েছে। পুলিশ, সাংবাদিক, রাজনৈতিক কর্মী ও সংখ্যালঘুদের ওপর চালানো সহিংসতার বহু প্রমাণ উপেক্ষিত থেকেছে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, “এই রিপোর্ট একতরফা, তড়িঘড়ি তৈরি এবং অভিযুক্ত পক্ষের বক্তব্য বাদ দিয়েই চূড়ান্ত করা হয়েছে।” তিনি জানান, পাঁচ ঘণ্টার ভার্চুয়াল বৈঠকে তিনি

পুলিশি বলপ্রয়োগ সংক্রান্ত আইন ও নীতিমালা বিস্তারিতভাবে ব্যাখ্যা করলেও প্রতিবেদনে তার কিছুই প্রতিফলিত হয়নি। “মনে হয়েছে সিদ্ধান্ত আগেই নেওয়া ছিল। আমাদের বক্তব্য নেওয়া হয়েছে কেবল সেই সিদ্ধান্তকে বৈধতা দেওয়ার জন্য,”—বলেন তিনি। নওফেল আরও অভিযোগ করেন, ইউনুস সরকারের ঘনিষ্ঠ গণমাধ্যমের তথ্যকে গুরুত্ব দেওয়া হলেও জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ও আটক রাজনৈতিক নেতাদের বক্তব্য সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছে। হেলিকপ্টার থেকে গুলি চালানোর অভিযোগকে তিনি কারিগরি দিক থেকে অসম্ভব বলে উল্লেখ করেন। আওয়ামী লীগের সাবেক প্রতিনিধি রবি আলম বলেন, “জুলাই–আগস্টের সহিংসতা ছিল সুপরিকল্পিত। নিরীহ মানুষ ও পুলিশ সদস্য নিহত হয়েছে, স্নাইপার ছিল। অথচ সমস্ত দোষ চাপানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের ওপর।” সংবাদ সম্মেলনে বক্তব্য

রাখেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ। তিনি বলেন, “ওএইচসিএইচআর-এর এই প্রতিবেদন পক্ষপাতদুষ্ট ও মনগড়া। আইসিআরএফের পাল্টা প্রতিবেদন সেটির শক্তিশালী জবাব।” তিনি অভিযোগ করেন, ছাত্র মৃত্যুর ঘটনাকে সামনে এনে শত শত পুলিশ সদস্যের হত্যাকে ইচ্ছাকৃতভাবে আড়াল করা হয়েছে। নিহতদের শরীরে পাওয়া গুলির উৎস নিয়ে প্রশ্ন তোলায় অন্তর্বর্তী সরকারের প্রথম স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণের ঘটনাও প্রতিবেদনে গুরুত্ব পায়নি। ড. মাহমুদ আন্তর্জাতিকভাবে প্রচারিত মৃত্যুর সংখ্যার অসঙ্গতির কথা তুলে ধরে বলেন, সরকারি গেজেটে প্রায় ৮০০ মৃত্যুর উল্লেখ থাকলেও এর মধ্যে দুর্ঘটনা ও অসংলগ্ন ঘটনাও রয়েছে। শতাধিক ব্যক্তি জীবিত ফিরে এসেছেন বলেও সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের ১৫ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত সংঘটিত সহিংসতার দায়ীদের

দায়মুক্তি, পুলিশ ও সংখ্যালঘুদের ওপর হামলার প্রসঙ্গ ওএইচসিএইচআর ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করেছে। তার দাবি অনুযায়ী, চার লক্ষাধিক আওয়ামী লীগ নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন এবং লক্ষাধিক এখনও কারাগারে। তিনি এ পরিস্থিতিকে সরাসরি রাজনৈতিক নিপীড়ন বলে আখ্যা দেন। ড. হাসান মাহমুদ ঘোষণা দেন, ওএইচসিএইচআর প্রতিবেদন ও এর প্রণেতাদের বিরুদ্ধে জাতিসংঘের মহাসচিবসহ সংশ্লিষ্ট সংস্থার কাছে আনুষ্ঠানিক আপত্তি জানানো হবে। আয়োজকরা স্পষ্ট করে বলেন, এই পাল্টা প্রতিবেদন সহিংসতা অস্বীকার করে না। বরং ইউনুস সরকারের ছত্রচ্ছায়ায় সত্যের বিকৃতি, তথ্যের অপূর্ণতা ও নির্বাচিত জবাবদিহিতাকে চ্যালেঞ্জ করে একটি পূর্ণাঙ্গ, নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের দাবি জানায়। “ন্যায়বিচার রাজনৈতিক সুবিধার হাতিয়ার হতে পারে না—তা হতে হবে সত্যনির্ভর ও নিরপেক্ষ,”—বলেন তারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নাটোরে পুকুরে লাশ, রাষ্ট্রে ডুবে যাচ্ছে সংখ্যালঘুর নিরাপত্তা। অবৈধ জামাতি ইউনুসের শাসনে সংখ্যালঘুর জীবন এখন সবচেয়ে সস্তা। যে দেশে মাইক্রোক্রেডিট ব্যবসায়ী প্রধান উপদেষ্টা, সেখানে মানুষ ঋণের দায়ে মরবেই ইউনূস ম্যাজিকে এখন বিশ্বের সপ্তম দুর্বল পাসপোর্ট বাংলাদেশের শেখ হাসিনার নেতৃত্বেই ক্ষমতায় ফিরবে আওয়ামী লীগ: হাসান মাহমুদ OHCHR প্রতিবেদনকে পক্ষপাতদুষ্ট’ আখ্যা মাটিরাঙ্গায় বিএনপির অভ্যন্তরীণ সংঘর্ষ, পেছনে নেতৃত্বের দ্বন্দ্ব ও পুরনো অভিযোগ দুর্নীতির পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন সময়ের নায়ক তারেক রহমান, এখন রাষ্ট্রনায়ক বানানোর অপচেষ্টা ৪০ বছরের রেকর্ড, রাজস্ব আয়ের চেয়ে ব্যয় বেশি, দেশ দেউলিয়া হওয়ার পথে পুকুরে লাশ, রাষ্ট্রের মুখে তালা: সংখ্যালঘু নিরাপত্তা ভেঙে পড়েছে—জবাবদিহির দায় কার? ইউনুস সরকারের পৃষ্ঠপোষকতায় জাতিসংঘকে ব্যবহার করে সত্য আড়াল: ওএইচসিএইচআর রিপোর্টকে ‘মনগড়া ও ইউনুসপ্রীতি আইসিআরএফ টাকা কম পাওয়ায় ফের ডাকাতির হুমকি ডাকাত দলের ভবনমালিকের দায় দেখছেন মৃতের স্বজন ও এলাকাবাসী বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে গ্রুপ বদল করবে না আয়ারল্যান্ড মাদুরোকে তুলে নেওয়ার কয়েক মাস আগে কাবেলোর সঙ্গে যোগাযোগ করে যুক্তরাষ্ট্র ভারত অধিনায়কের সঙ্গে হাত না মেলানোর ব্যাখ্যা দিল বিসিবি ম্যাজিস্ট্রেটের সঙ্গে রুমিন ফারহানার উত্তপ্ত বাক্যবিনিময় ৭২ বয়সে আত্মজীবনী লিখলেন অঞ্জন দত্ত নতুন নামে বদলে যাবে পুরোনো জিমেইল উত্তরায় নিরাপত্তাকর্মীকে পিটিয়ে অস্ত্র ছিনতাই-অপহরণ এজাহারে নাম নেই তবু জাপা প্রার্থী টিপুর মুক্তি মিলছে না আওয়ামী লীগ ছাড়া নির্বাচন নয়, নামসর্বস্ব প্রহসন : আন্তর্জাতিক সতর্কতা