ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
মাঝ আকাশে বৃদ্ধার সঙ্গে কিয়ারার দুর্ব্যবহার
সব ছাড়ার ইঙ্গিত দিয়ে নেহা বললেন, আমাকে বাঁচতে দিন
শীতার্ত মানুষের জন্য আগামীকাল গাইবে চার ব্যান্ড
দুই সিনেমায় তমা মির্জা
৭২ বয়সে আত্মজীবনী লিখলেন অঞ্জন দত্ত
আমি অভিনেতা, প্রতিটি মাধ্যমে অভিনয় করে যেতে চাই: সোহেল মণ্ডল
বছরের প্রথম প্রেক্ষাগৃহে মুক্তি পেল দেশীয় দুই সিনেমা
আবারও সুসংবাদ দিলেন গওহর খান
‘বিগ বস’ জয়ী ও বলিউড অভিনেত্রী গওহর খান দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন। স্বামী কোরিওগ্রাফার জায়েদ দরবারের সঙ্গে একটি আনন্দপূর্ণ ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। এতে স্পষ্ট হয়েছে তার বেবি বাম্প। পাশাপাশি নিজেই দিলেন এমন সুসংবাদ।
ইনস্টাগ্রামে শেয়ার করা সেই ভিডিওর ক্যাপশনে গওহর লিখেছেন, ‘সবার ভালোবাসা ও প্রার্থনা প্রয়োজন। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাতে চাই। আমাদের দ্বিতীয় সন্তান আসতে চলেছে।’
ভিডিওতে স্বামীর সঙ্গে নাচতে দেখা যায় গওহরকে। নাচতে নাচতে বেবি বাম্প দেখিয়েছেন অভিনেত্রী।
ভিডিও পোস্ট করতেই ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা। পাশাপাশি বলিউডের অনেক তারকাও গওহরকে অভিনন্দন জানিয়েছেন। নেটিজেনরা লিখেছেন, ‘এটা তো দারুণ সুসংবাদ। তোমাকে ও জ়ায়েদকে বুক ভরা ভালোবাসা
জানাই। আসন্ন সন্তানের বড় ভাই জেহানকেও আদর ও ভালোবাসা।’ উল্লেখ্য, ২০২০ সালে জ়ায়েদকে বিয়ে করেছেন গওহর। ২০২৩ সালে তাদের ঘর আলোকিত করে আসে প্রথম সন্তান।
জানাই। আসন্ন সন্তানের বড় ভাই জেহানকেও আদর ও ভালোবাসা।’ উল্লেখ্য, ২০২০ সালে জ়ায়েদকে বিয়ে করেছেন গওহর। ২০২৩ সালে তাদের ঘর আলোকিত করে আসে প্রথম সন্তান।



