আফগানিস্তানের উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আইপিএল – ইউ এস বাংলা নিউজ




আফগানিস্তানের উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আইপিএল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ এপ্রিল, ২০২৫ | ৬:১৩ 8 ভিউ
অল্প সময়ে ক্রিকেটে দারুণ উন্নতি করেছে আফগানিস্তান ক্রিকেট দল। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে হারিয়ে সেমিফাইনালে খেলে দলটি। আফগানদের এই উন্নতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আইপিএল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন আফগানিস্তানের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। আইপিএলে বিশ্বমানের ক্রিকেটারদের সঙ্গে পারফরর্ম করে আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ অবদান রাখছেন আফগান তারকারা। এমনটি জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ। তিনি বলেছেন, আইপিএল আফগানিস্তানের উত্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। রশিদ খান, মোহাম্মদ নবি, নূর আহমেদ, আজমতউল্লাহ ওমরজাই এবং ফজলহক ফারুকির মতো ক্রিকেটাররা আইপিএলে দুর্দান্ত পারফর্ম করছে; তাদের এই পারফরম্যান্সের প্রভাব জাতীয় দলেও পরছে। ২০০৮ সালে আইপিএলের প্রথম

আসরে পাকিস্তানের ক্রিকেটাররা অংশ নিয়েছিলেন। এরপর মুম্বাইয়ে জঙ্গি হামলার পর থেকে আইপিএলে খেলার সুযোগ হারায় পাকিস্তানি ক্রিকেটাররা। সংবাদ সংস্থা আইএএনএস এর সঙ্গে কথা বলতে গিয়ে রশিদ লতিফ বলেছেন, ‘অবশ্যই, আমরা আইপিএল খেলাটা মিস করি, যদি আমরা আইপিএল খেলতে পারতাম তাহলে আমাদের খেলার ধরণ এবং ব্যবসা আরও বাড়ত। আমাদের খেলোয়াড়রা খেললে, কিছু সম্প্রচারকারী সংস্থা অবশ্যই পাকিস্তানে আইপিএলের সম্প্রচার করত।’ পাকিস্তানের সাবেক এই উইকেটকিপার ব্যাটসম্যান আরও বলেছেন, ‘নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা আইপিএলে বিশ্বের সেরা খেলোয়াড়দের সঙ্গে খেলেছেন। প্যাট কামিন্স, জোফরা আর্চার ও কাগিসো রাবাদারা আইপিএল খেলে বিশ্বের সেরা বোলার হয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইসরাইলকে নাড়িয়ে দেওয়ার মতো সক্ষমতা আমাদের আছে: হামাস ৫ বাংলাদেশিসহ ৪ শতাধিক শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ঢাকায় বিক্ষোভের ঘোষণা আজহারির, উপস্থিত থাকবেন নিজেই গাজাবাসীকে রক্ষায় দরকার বাংলাদেশি ক্যাপ্টেনের মতো সাহসী এয়ার স্ট্রাইকার ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে নেতানিয়াহুর করমর্দনের ছবিটি নিয়ে যা জানা গেল সেই কনস্টেবল রাষ্ট্রপতি পদকে ভূষিত মার্চে রপ্তানি আয়ে সুখবর দিল ইপিবি ফিরেই নান্নুদের কাঠগড়ায় তুললেন নাসির আইসিসির গ্রেফতার এড়িয়ে যেভাবে যুক্তরাষ্ট্রে পৌঁছালেন নেতানিয়াহু এফএ কাপ জয়ের মুহূর্তে ফিলিস্তিনের পতাকা গায়ে জড়িয়েছিলেন হামজা ‘ফিলিস্তিন জিন্দাবাদ’ স্লোগানে মুখর বায়তুল মোকাররম এলাকা ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাহমিনা বরখাস্ত নির্বাচনি আচরণবিধির খসড়া তৈরি, প্রচারণায় পোস্টার থাকছে না: ইসি চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মিছিল, পুলিশের বাধা আফগানিস্তানের উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আইপিএল গাজার জন্য ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির ডাক এলো কোথা থেকে? বজ্র ও শিলাবৃষ্টি নিয়ে নতুন তথ্য দিলেন আবহাওয়াবিদ পলাশ ১২ এপ্রিল ‘মার্চ ফর গাজায়’ অংশ নেওয়ার আহ্বান মাহমুদউল্লাহর ‘আমার গল্পটা মনে রেখো, আমি কেবল একটা সংখ্যা নই’ পহেলা বৈশাখে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা