অভিনয় ছাড়ার বিষয়ে আমি কিছুই বলিনি: নিদ্রা নেহা – ইউ এস বাংলা নিউজ




অভিনয় ছাড়ার বিষয়ে আমি কিছুই বলিনি: নিদ্রা নেহা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ মে, ২০২৫ | ৫:১১ 47 ভিউ
শাকিব খানের আসন্ন সিনেমা ‘তাণ্ডব’-এ অভিনয়ের কথা ছিল নিদ্রা দে নেহার। কিন্তু হঠাৎ শোনা যায়, এই ছবি থেকে বাদ দেওয়া হয়েছে তাকে। বাদ পড়ার পর ক্ষোভ উগড়ে দিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করে যোগ্যতার অবমূল্যায়ন, ইন্ডাস্ট্রিতে সিন্ডিকেটসহ নানা অসঙ্গতির কথা তুলে ধরেন নেহা। সেই সঙ্গে জানান, অভিনয়ে ক্যারিয়ার গড়ার ইচ্ছে তার মরে গেছে, তাই তিনি আর নোংরা পরিবেশের অংশ হতে চান না। সেই বক্তব্যের পর অনেকেই মনে করেছিল তিনি হয়ত অভিনয় থেকে দূরে চলে যাচ্ছেন। এবার সেই বিষয়টি পরিস্কার করলেন এই অভিনেত্রী। নিদ্রা দে নেহা বলেন, ‘প্রথম পোস্টটি করার পর অনেকেই আমার কাছে ফোন করেছিল। তারা বলেছেন, এগুলো নিয়ে কথা বললে, অনেক কিছু

হতে পারে। তবে যেটা সত্য আমি সেটাই বলেছি। একবারের জন্যও মনে হয়, আমি ভুল কিছু করছি।’ অভিনয় ছাড়ার সিদ্ধান্ত থেকে সড়ে এসেছেন কি না- এমন প্রশ্নে তিনি বলেন, ‘অভিনয় ছাড়ার বিষয়ে আমি কোথাও কিছু বলিনি। আমি যেহেতু পাবলিক ফিগার, তাই আমাকে নিয়ে অনেক কিছুই বলবে। এখানে আমার কিছু বলার নেই। তবে আপাতত কাজ থেকে দূরে আছি। আমি যে কাজগুলোতে যুক্ত ছিলাম সেগুলো তো শেষ করতে হবে। এটা তো আমার দায়বদ্ধতার জায়গা। এখনো নতুন কোনো কাজে যুক্ত হইনি।’ তিনি বলেন, ‘আমার ক্যারিয়ার মাত্র ৫ বছরের। এই সময় আমি কোয়ালিটিফুল কাজগুলো বেশি করার চেষ্টা করেছি। অনেকের কাছে সেটা কোয়ালিটিফুল নাও মনে হতে পারে। তবে

একটা কাজ হাতছাড়া হওয়ার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না বলে আমি মনে করি। কারণ, আমি অভিনয়টাকে ভালোবেসে এখানে এসেছি।’ সিন্ডিকেট নিয়ে তিনি বলেন, ‘আমি এখনো সিন্ডিকেটের মধ্যে ঢুকতে পারিনি। সুতরাং সিন্ডিকেট বিষয়টা নিয়ে আমি সেরকম জানিও না। এটা নিয়ে ভাবিও না। কারণ, আমি একজন শিল্পী। আমাকে যারা ডাকবে তাদের সঙ্গেও আমি কাজ করবো।’ সম্প্রতি মুক্তি পেয়েছে নিদ্রা দে নেহা অভিনীত ওয়েব সিরিজ ‘ফ্যাঁকড়া’। এতে গোলাপি চরিত্রে দেখা যাবে তাকে। নতুন কাজ নিয়ে নেহা বলেন, ‘‘ফ্যাঁকড়া’ওয়েব সিরিজটির গল্প অসাধারণ। এখানে আমি গোলাপি চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটা দারুণ। প্রেমের জন্য অপরাধ এবং ভুলের পরিণতি, সেখানে কতগুলো মানুষ জড়িয়ে পড়ে সেই গল্প পর্দায়

দেখাবেন নির্মাতা। এছাড়া একটি অনুদানের সিনেমা ও ফিচার সিনেমার নিয়ে কথা চলছে। সেই সঙ্গে একটি হিন্দি সিনেমায় কাজ নিয়েও কথা চলছে।” ২০২০ সালের ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’- প্রতিযোগী নিদ্রা দে নেহা মডেলিং দিয়েই ক্যারিয়ার শুরু করেন। বিজ্ঞাপন, নাটক, ওটিটির গণ্ডি পেরিয়ে নাম লিখিয়েছেন সিনেমায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘বরবাদ’ নির্মাতার বিরুদ্ধে অভিনেত্রী দোয়েলের পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ টটেনহ্যাম ছাড়ার ঘোষণা এশিয়ান ফুটবলের নায়ক সনের মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত ‘সাইয়ারা’ বদলে দিয়েছে অনিতের জীবন ইনস্টায় স্ত্রীর ছবি দিয়ে বিপাকে কাকা শুল্কের অর্থে ঘাটতি সামলাতে পারবে যুক্তরাষ্ট্র? খুলনায় ঘরে ঢুকে যুবককে ছুরিকাঘাতে হত্যা গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে মেদভেদেভের কথায় চটে রাশিয়ার কাছাকাছি সাবমেরিন পাঠানোর নির্দেশ ট্রাম্পের ইমরান খানের দলের ১০৮ নেতাকর্মীকে কারাদণ্ড ডালাস চলচ্চিত্র উৎসবে মোশাররফ-জুঁই দম্পতি আরও একদল বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র যে কারণে ইংল্যান্ডে টানা ২ বছর সবচেয়ে প্রিয় নাম ‘মোহাম্মদ’ চাঁদার টাকায় কেনা ছাত্রসংসদ নেতার মোটরসাইকেল উদ্ধার সামিরা খুঁজছিলেন নবম টার্গেট, গ্রেপ্তার করল পুলিশ পুরোনো জরিপ দিয়ে বর্তমানের দারিদ্র্য বিমোচনের অভিযোগ রিমান্ড শেষে কারাগারে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাংগীর ‘টিন সেক্স’ নিয়ে নতুন বিতর্ক বেনজীরের ডক্টরেট ডিগ্রি স্থগিত করল ঢাবি প্রশাসন, তদন্তে কমিটি ভূগর্ভের তাপ ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের চেষ্টা বিজ্ঞানীদের