সরকারি টাকায় হজের প্রথা চিরতরে বন্ধ হোক – ইউ এস বাংলা নিউজ




সরকারি টাকায় হজের প্রথা চিরতরে বন্ধ হোক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৪ | ১০:৩৮ 35 ভিউ
সরকারি টাকায় হজের প্রথা চিরতরে বন্ধের আহ্বান জানিয়েছেন ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক এক স্ট্যাটাসে তিনি এ দাবি জানান। আহমাদুল্লাহ বলেন, সরকারি টাকায় হজ করা এক ধরনের বিলাসিতা। প্রতিবছর অনেক ক্ষমতাসীন রাজনীতিক ও সরকারের পছন্দের মানুষ রাষ্ট্রের টাকায় হজে যান। এটা শরিয়া ও নৈতিক কোনো দিক থেকেই সিদ্ধ নয়। এতে একদিকে যেমন দেশের টাকার অসদ্ব্যবহার হয়, পাশাপাশি এসব লোকের পেছনে হজ অফিসকে বাড়তি মনোযোগ দিতে হয় এবং ব্যস্ত থাকতে হয়। এর ফলে সাধারণ হাজিরা তাদের যথাযথ সেবা ও অধিকার থেকে বঞ্চিত হন। তিনি বলেন, সরকারি টাকা মানে জনগণের টাকা। জনগণ তো কাউকে হজের জন্য

টাকা দেয় না। একজন প্রভাবশালী ব্যক্তি জনগণের টাকায় হজ করছেন, এর মধ্যে কোনো গৌরব নেই। আছে প্রচ্ছন্ন লাঞ্ছনা। ‘অতএব, এ প্রথা চিরতরে বন্ধ হওয়া উচিত। তবে হ্যাঁ, সরকারের তরফ থেকে নিয়োজিত ডাক্তার, হজ গাইড ও অন্যান্য হজ সংশ্লিষ্ট দায়িত্বশীলদের কথা ভিন্ন’। আহমাদুল্লাহ আরও বলেন, সরকারি হাজিদের সেবায় যারা সৌদি যান, তাদের বেশিরভাগই নিজের হজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। অনেকে ঘোরাঘুরি করে সময় কাটান। সরকারি হাজিদের অবস্থা থাকে অনেকটা মা-বাপ ছাড়া সন্তানের মতো। তাদের দেখার যেন কেউ থাকে না। সরকারি হাজিদের অসহায়ত্ব ও দুরবস্থা দেখে প্রতিবছরই কষ্ট হয়। এ অবস্থার অবসান হওয়া দরকার উল্লেখ করে তিনি বলেন, হাজিদের সার্ভিস দেওয়ার নাম করে

সেখানে হজ করতে যাওয়াও অনুচিত, যদি সেই হজ পালনের ফলে হাজিদের সেবাদানে ত্রুটি হয়। সুতরাং ‘পরিচিত’ কোটায় সেবার জন্য হজে যাওয়াও বন্ধ হওয়া উচিত। সরকারি টাকায় হজের প্রথা বন্ধ হোক। হজ হোক নিজের টাকায়। জনগণের টাকায় হজ আর তামাশার মধ্যে পার্থক্য কী?

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আবারো ছাত্র-জনতাকে ব্যঙ্গ করে শাওনের ফেসবুক স্ট্যাটাস! ধানমন্ডির ৩২ নাম্বারের ইতিহাস কি আজকে শেষ? ভাঙ্গা হচ্ছে ধানমন্ডি ৩২ স্লোগান দিয়ে ভাঙ্গা হচ্ছে ধানমন্ডি ৩২ প্রস্তুত বোল্ড ডোজার আ.লীগের আমলে যা করছো, এখন আরও বেশি করমু: ছাত্রদল নেতার অডিও ফাঁস মোদিকে যেভাবে বোকা বানাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প? প্রশাসনে আসছে বড় পরিবর্তন! ক্যাচ ধরেই কোটি টাকার বেশি পেলেন দর্শক রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা নিয়ন্ত্রণের প্রস্তাব ৯৭ ধাপ এগিয়ে হেডের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন অভিষেক সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর হামলা, আহত কয়েকজন হেফাজতে যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যু, ৩১ জনের বিরুদ্ধে মামলা দেশকে ৪ প্রদেশে ভাগ করার সুপারিশ অনির্বাচিত সরকার কখনই জনগণের সরকার না: ডা. তাহের চ্যাম্পিয়ন্স ট্রফির আম্পায়ারিং প্যানেলে সৈকত, নেই ভারতের কেউ খালেদা জিয়ার নাইকো মামলার সাক্ষ্যগ্রহণ শেষ ‘আমরা গাজাকে আবার সুন্দর করে গড়ে তুলব’ ৯৭ ধাপ এগিয়ে হেডের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন অভিষেক জুটি বাঁধছেন পাকিস্তানের জনপ্রিয় দুই শিল্পী ‘অবৈধ অভিবাসীদের’ সতর্কবার্তা মার্কিন দূতাবাসের