সচিব বিভাগীয় কমিশনার ডিসি পদে রদবদল – ইউ এস বাংলা নিউজ




সচিব বিভাগীয় কমিশনার ডিসি পদে রদবদল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ অক্টোবর, ২০২৪ | ১১:২৪ 82 ভিউ
প্রশাসনে একজন সচিবের দপ্তর বদল করা হয়েছে। বিমানবাহিনীর এয়ার ভাইস মার্শাল পদমর্যাদার একজন কর্মকর্তাকে রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনজন অতিরিক্ত সচিবকে গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। দুজন অতিরিক্ত সচিবের দপ্তর বদল করা হয়েছে। দুজন অতিরিক্ত সচিবকে বিভাগীয় কমিশনার হিসাবে পদায়ন করা হয়েছে। দুজন যুগ্মসচিবের দপ্তর বদল করা হয়েছে। দীর্ঘ প্রায় ৫০ দিন পর আট জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে উল্লিখিত রদবদলের প্রজ্ঞাপন জারি করা হয়। জারি করা আদেশে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেককে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব হিসাবে পদায়ন করা হয়েছে। পৃথক আদেশে, বিমানবাহিনীর কর্মকর্তা এয়ার ভাইস মার্শাল সিতওয়াত

নাঈমকে রাষ্ট্রদূত হিসাবে নিয়োগের জন্য তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। ভিন্ন এক আদেশে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল কাইয়ুমকে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে মহাপরিচালক হিসাবে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে পদায়ন করা হয়েছে। অপর এক আদেশে, ওয়েজ ওর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমানকে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে একই স্থানে পদায়ন করা হয়েছে। অপর এক আদেশে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. সাইফুল্লাহিল আজিমকে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে একই স্থানে পদায়ন করা হয়েছে। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সদস্য (অতিরিক্ত সচিব) খন্দকার জহিরুল ইসলামকে গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলে সংযুক্ত করা হয়েছে। অপর এক আদেশে, বাংলাদেশ বিজ্ঞান

ও শিল্প গবেষণা পরিষদের সদস্য কাজী আনোয়ার হোসেনকে ময়মনসিংহ এবং হোটেল ইন্টারন্যাশনালের পরিচালক মো. রায়হান কাওছারকে বরিশালের বিভাগীয় কমিশনার হিসাবে পদায়ন করা হয়েছে। পৃথক আদেশে, শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মোস্তফা জামানকে পরিচালক হিসাবে জাতীয় ক্রীড়া পরিষদে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. রাজা মিয়াকে পরিচালক হিসাবে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে পদায়ন করা হয়েছে। এছাড়া পৃথক এক আদেশে, পরিকল্পনা বিভাগের উপ-প্রধান আফরোজা আকতার চৌধুরীকে জয়পুরহাট, চট্টগ্রাম ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার আফিয়া আখতারকে রাজশাহী, নৌপরিবহণ মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে রাজবাড়ী, সরকারি আবাসন পরিদপ্তরের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ নজরুল ইসলামকে সিরাজগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে। একই আদেশে,

অর্থ-বিভাগের উপসচিব মো. তৌফিকুর রহমানকে কুষ্টিয়া, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মো. রফিকুল ইসলামকে দিনাজপুর, নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের পরিচালক মোহাম্মদ আশরাফ উদ্দিনকে শরীয়তপুর এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব আসমা শাহীনকে নাটোরের ডিসি হিসাবে নিয়োগ দিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কলা গাছ থেকে কাপড় বানিয়ে বাজিমাত তাইওয়ানের উদ্যোক্তার অমর একুশে বইমেলা শুরু চলতি বছরের ১৭ ডিসেম্বর ইভ্যালির রাসেল-শামীমার তিন বছর কারাদণ্ড স্কুল-কলেজের সভাপতির পদ নিয়ে নতুন নির্দেশনা ফের চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু বিসিবির নির্বাচনে জিতলে ক্রিকেট ছাড়বেন তামিম এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর ৭ দাবিতে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের বিক্ষোভ সরকারি চাকরিজীবীদের পেনশন সুবিধা বাড়ছে আফগানিস্তানকে হারাতে পারবে শ্রীলংকা, পরিসংখ্যান কী বলে? জামালপুরে আ. লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ বিজিবির অভিযানে ৩০ হাজার মার্কিন ডলার উদ্ধার পাঠ্যবই ছাপার আগেই ৭শ টন কাগজ বাতিল অটোমেশন বাতিল চান বেসরকারি মেডিকেল কলেজ মালিকরা যুক্তরাষ্ট্রে গুলিতে ৩ পুলিশ সদস্য নিহত লিবিয়া থেকে দেশে ফিরছেন ১৭৬ বাংলাদেশি রাজধানীতে আজ কোথায় কী বাংলাদেশসহ ৫ দেশকে ‘হুমকি’ ভাবছে ভারত আগামী মন্ত্রীদের জন্য গাড়ি কেনার প্রস্তাব বাতিলের আহ্বান টিআইবির