ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
সাংবাদিক ও প্রতিষ্ঠানের ওপর হামলার ঘটনায় ১০ দেশের তীব্র নিন্দা
অবৈধ ইউনুস সরকারের ব্যর্থতায় গণমাধ্যম ধ্বংস
প্রেস সচিব শফিকের উস্কানিতে গণমাধ্যমের স্বাধীনতা চরম সংকটে
“আমি বিএনপি চাই না জামায়াতও চাই না, আওয়ামী লীগ না থাকলে আমি ভোট দিবো না” – জনতার কথা
‘দায়মুক্তি’ শীর্ষক লাইভ প্রোগ্রামের বিশেষ পর্ব
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মত কেউ বাংলাদেশে পয়দা হয়নাই, আওয়ামী লীগ বীরের বেশে দেশে ফিরে আসবে” –জনতার কন্ঠ
অবৈধ দখলদার সরকারের শাসনে জনরোষ, ঘরে ঘরে অসন্তোষ
ভারতের প্রতিরক্ষামন্ত্রীর বাংলাদেশ নিয়ে বক্তব্যের নিন্দা ভাষানী অনুসারী পরিষদের
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর বাংলাদেশ নিয়ে বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ভাষানী অনুসারী পরিষদ। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানিয়েছে দলটি।
ভাষানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু ও সদস্য সচিব ড. আবু ইউসুফ সেলিম বাংলাদেশ প্রসঙ্গে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদপত্রে প্রকাশার্থে এক যুক্ত বিবৃতি প্রদান করেন।
বৃহস্পতিবার ভারতের লখনৌতে অনুষ্ঠিত সশস্ত্র বাহিনীর কমান্ডারদের যৌথ সম্মেলনে রাজনাথ সিংহ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি উল্লেখ করে তার সামরিক কর্মকর্তাদের চলমান ঘটনাপ্রবাহ বিশ্লেষণের পরামর্শের পাশাপাশি ঘটনা মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে বলেন। ভাষানী অনুসারী পরিষদ মনে করেন, রাজনাথ সিং এর এ ধরনের বক্তব্য বাংলাদেশের স্থিতিশীলতার প্রতি
হুমকিস্বরূপ। বাংলাদেশ-ভারতের নিকটতম প্রতিবেশী হিসেবে স্বৈরাচার পতন পরবর্তী পরিস্থিতিতে ভারতের কাছ থেকে সহযোগিতা প্রত্যাশা করে। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে এ পরিবর্তিত পরিস্থিতে এ ধরণের নেতিবাচক বক্তব্য দুই দেশের বন্ধুত্ব ও সম্পর্কের ওপর বিরূপ প্রভাব পড়বে। তার এ বক্তব্য বাংলাদেশের জন্য উদ্বেগের, ভবিষ্যৎ বাংলাদেশ বিষয়ে কথা বলার সময় ভারতের প্রতিরক্ষামন্ত্রীকে সতর্কতা অবলম্বনের প্রয়োজন আছে বলে নেতৃদ্বয় মনে করেন।
হুমকিস্বরূপ। বাংলাদেশ-ভারতের নিকটতম প্রতিবেশী হিসেবে স্বৈরাচার পতন পরবর্তী পরিস্থিতিতে ভারতের কাছ থেকে সহযোগিতা প্রত্যাশা করে। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে এ পরিবর্তিত পরিস্থিতে এ ধরণের নেতিবাচক বক্তব্য দুই দেশের বন্ধুত্ব ও সম্পর্কের ওপর বিরূপ প্রভাব পড়বে। তার এ বক্তব্য বাংলাদেশের জন্য উদ্বেগের, ভবিষ্যৎ বাংলাদেশ বিষয়ে কথা বলার সময় ভারতের প্রতিরক্ষামন্ত্রীকে সতর্কতা অবলম্বনের প্রয়োজন আছে বলে নেতৃদ্বয় মনে করেন।



