পেজার বিস্ফোরণের ঘটনা পশ্চিমাদের জন্য কলঙ্ক: ইরানের প্রেসিডেন্ট – ইউ এস বাংলা নিউজ




পেজার বিস্ফোরণের ঘটনা পশ্চিমাদের জন্য কলঙ্ক: ইরানের প্রেসিডেন্ট

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৪ | ৫:৫৩ 173 ভিউ
লেবাননে হিজবুল্লাহর বিশেষ যোগাযোগ যন্ত্র ‘পেজার’ বিস্ফোরণ ঘটিয়েছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি আরো উত্তপ্ত করে তুলেছে ইসরাইল। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান। বুধবার মন্ত্রিসভার বৈঠকে পেজেকশিয়ান বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের পেজার বিস্ফোরণের ঘটনা শুধুমাত্র যুক্তরাষ্ট্রের জন্য নয় বরং দখলদার ইসরাইলের পশ্চিমা সমর্থক সবার জন্য লজ্জা। ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘ইসরাইলের পশ্চিমা সমর্থকরা তাদের অমানবিক পরিকল্পনা বাস্তবায়ন করার ক্ষেত্রে কোনো নৈতিক নীতির প্রতি দায়বদ্ধতা বোধ করে না। ’ তেহরানে মন্ত্রিসভার বৈঠকে বক্তৃতাকালে পেজেশকিয়ান বলেন, ‘১৭ সেপ্টেম্বর লেবাননে পেজার বিস্ফোরণের ঘটনা পশ্চিমাদের মানবতাবোধের পতনের আরেকটি প্রমাণ এবং তারা গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চায় না’। পেজেশকিয়ান আরো বলেন, ‘সাধারণত যাদের দৃষ্টিভঙ্গি আমাদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় তাদের বিরুদ্ধে

সন্ত্রাস ও ধ্বংসের হাতিয়ার হিসেবে মানুষের কল্যাণের জন্য তৈরি সরঞ্জামগুলো ব্যবহার করা মানবতার পতন এবং বর্বরতা ও অপরাধপ্রবণতার আধিপত্যের প্রমাণ বহন করে’। ‘লেবাননের ঘটনাটি আবারো দেখিয়ে দিল যে, যদিও পশ্চিমা দেশগুলো ও মার্কিনিরা দাবি করে যে, তারা যুদ্ধবিরতি চায় কিন্তু বাস্তবতা হলো তারা অন্ধ অপরাধযজ্ঞ, হত্যা এবং গুপ্তহত্যার প্রতি পূর্ণ সমর্থন দেয়।’ এদিকে লেবাননজুড়ে হাজারো পেজার বিস্ফোরণের পর গতকাল বুধবার দেশটিতে আবারও একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এবার বৈরুতে ওয়াকিটকি, ল্যাপটপ, ওয়াকিটকি রেডিও, গাড়ির বিস্ফোরণের খবর পাওয়া গেছে। অন্যদিকে যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি পর হিউম্যান রাইটস জানিয়েছে, পার্শ্ববর্তী দেশ সিরিয়াতে বিস্ফোরণ হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তাহের: জামায়াতের প্রতি পূর্ণ আস্থা রয়েছে ড. ইউনূসের সজীব ওয়াজেদ জয়: একমাত্র অন্তর্ভুক্তিমূলক নির্বাচনই দেশে স্থিতিশীলতা বয়ে আনতে পারে একদিকে তীব্র আমদানি সংকট, অন্যদিকে অলস পড়ে রয়েছে ডলার সম্পূর্ণভাবে ভেঙে ফেলা হবে হোয়াইট হাউজের ইস্ট উইং ফরিদপুরে ‘ইসলাম পরিপন্থী’ আখ্যায় ঐতিহ্যবাহী বিচারগানের আসর বন্ধ, প্রশাসনের হস্তক্ষেপে ক্ষোভ ‘তোমার রব কে?’ প্রশ্নের উত্তর না দেওয়ায় দাদির শিরশ্ছেদ করল উগ্রবাদী নাতি গভীর সংকটে পুঁজিবাজার: বাজার ছেড়েছেন ৮২ হাজার বিনিয়োগকারী, বাড়ছে আস্থাহীনতা ও হতাশা কী ঘটছে সেন্ট মার্টিন্সে? পরিবেশ রক্ষার নামে ধ্বংসলীলা আর বিশেষ উদ্দেশ্যে জনমানবহীন করাই লক্ষ্য? ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ জি এম কাদের: ইউনূস সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় ছাত্রলীগ সন্দেহে এসআই-এর মোবাইল-ল্যাপটপ জব্দের ঘটনায় এসপি-ওসিসহ তিনজনের নামে মামলা সিরিজ নির্ধারণী ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে বড় লক্ষ্য দিলো বাংলাদেশ বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিলেন কার্নিশে ঝুলে থাকা গুলিবিদ্ধ সেই আমির বুয়েটের শ্রীশান্তের জামিন নামঞ্জুর এখন সময় বেগুনের… পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে রদবদল পাবনার ফরিদপুরে চায়না দুয়ারী জাল জব্দ করে পোড়ানো হল জয়পুরহাটের পাঁচবিবির সীমান্তবাসীর অর্থনৈতিক সংকট দূর করবে বড় মানিক সেতু নির্যাতনে ক্ষতবিক্ষত আরও ৩০ ফিলিস্তিনির দেহ ফেরত দিলো ইসরায়েল