ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ইউনূসের দুঃশাসনে আইন শৃঙ্খলার চরম অবনিত, নিরাপদ না আদালতও
“গান পাউডার ছিটাইলে ভাই আগুন ধরে বেশি, এটা ভাই করা হইছে, এটা পূর্বপরিকল্পিত” – কড়াইল বাসী
সিলেট জেলে বন্দিদের নির্যাতন ও প্রশাসনিক অমানবিকতা, নেতৃত্ব দিচ্ছেন জেলার তরিকুল
আগুনে সর্বস্বান্ত কড়াইল বস্তিবাসীর পাশে ‘বিপ্লবী’ ছাত্রনেতা রানা শিকদার: ধ্বংসস্তূপের মাঝে পৌঁছে দিলেন শীতবস্ত্র
দিনাজপুরের হাকিমপুরে আ.লীগ নেতা ও সাবেক ইউপি সদস্যকে চোখ উপড়ে নির্মমভাবে হত্যা
জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ৩
সার না পেয়ে মহাসড়ক অবরোধ
না.গঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিবকে গণপিটুনি
নারায়ণগঞ্জের বন্দরে নিজ দলের অপর গ্রুপের হাতে গণপিটুনির শিকার হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু (৪৫)। শুক্রবার বিকাল ৩টার দিকে বন্দরের নবীগঞ্জ কামালউদ্দিনের মোড়ে এ ঘটনা ঘটে।
আবু আল ইউসুফ খান টিপুকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩শ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকালে বন্দরের তিনগাঁও এলাকায় বিএনপির একটি সভায় যোগ দিতে অটোরিকশা দিয়ে টিপু বন্দরের নবীগঞ্জ কামালউদ্দিনের মোড়ে এলে শতাধিক দুর্বৃত্ত তার বহনকারী অটোরিকশা থামিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় তিনি গণপিটুনির শিকার হন।
এ ব্যাপারে আবু আল ইউসুফ খান টিপু বলেন, বন্দরের সাবেক বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের
লোকজন তার ওপর হামলা চালিয়েছে। এ ব্যাপারে তিনি মামলা করবেন বলে জানান। এ ব্যাপারে আতাউর রহমান মুকুল বলেন, হামলাকারীরা আমার লোক নয়। আর হামলার কথা আমি এইমাত্র শুনলাম। তবে আমি এ হামলার নিন্দা জানাই। এদিকে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও কাউকে পায়নি। এ ব্যাপারে বন্দর থানার ওসি গোলাম মোস্তফা জানান, হামলার সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তবে পরিস্থিতি শান্ত রয়েছে। এখনো কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
লোকজন তার ওপর হামলা চালিয়েছে। এ ব্যাপারে তিনি মামলা করবেন বলে জানান। এ ব্যাপারে আতাউর রহমান মুকুল বলেন, হামলাকারীরা আমার লোক নয়। আর হামলার কথা আমি এইমাত্র শুনলাম। তবে আমি এ হামলার নিন্দা জানাই। এদিকে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও কাউকে পায়নি। এ ব্যাপারে বন্দর থানার ওসি গোলাম মোস্তফা জানান, হামলার সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তবে পরিস্থিতি শান্ত রয়েছে। এখনো কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।



