না.গঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিবকে গণপিটুনি – ইউ এস বাংলা নিউজ




না.গঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিবকে গণপিটুনি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৪ | ১১:০৯ 166 ভিউ
নারায়ণগঞ্জের বন্দরে নিজ দলের অপর গ্রুপের হাতে গণপিটুনির শিকার হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু (৪৫)। শুক্রবার বিকাল ৩টার দিকে বন্দরের নবীগঞ্জ কামালউদ্দিনের মোড়ে এ ঘটনা ঘটে। আবু আল ইউসুফ খান টিপুকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩শ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকালে বন্দরের তিনগাঁও এলাকায় বিএনপির একটি সভায় যোগ দিতে অটোরিকশা দিয়ে টিপু বন্দরের নবীগঞ্জ কামালউদ্দিনের মোড়ে এলে শতাধিক দুর্বৃত্ত তার বহনকারী অটোরিকশা থামিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় তিনি গণপিটুনির শিকার হন। এ ব্যাপারে আবু আল ইউসুফ খান টিপু বলেন, বন্দরের সাবেক বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের

লোকজন তার ওপর হামলা চালিয়েছে। এ ব্যাপারে তিনি মামলা করবেন বলে জানান। এ ব্যাপারে আতাউর রহমান মুকুল বলেন, হামলাকারীরা আমার লোক নয়। আর হামলার কথা আমি এইমাত্র শুনলাম। তবে আমি এ হামলার নিন্দা জানাই। এদিকে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও কাউকে পায়নি। এ ব্যাপারে বন্দর থানার ওসি গোলাম মোস্তফা জানান, হামলার সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তবে পরিস্থিতি শান্ত রয়েছে। এখনো কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মহারাষ্ট্রে ‘ভোট’ দেবেন মার্ভেলের চরিত্র থ্যানস, ভিডিওতে কী বললেন রাহুল গান্ধী? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি চবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ কী নিয়ে? বিসিবি নির্বাচনে জিতলে যে পরিবর্তন আনতে চান তামিম মেরুন টি-শার্ট পরা সেই ব্যক্তি ছিলেন পুলিশের কনস্টেবল ডাকসু নির্বাচনে এস এম ফরহাদের জিএস প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট দ্রুতগতির প্রাইভেটকার কেড়ে নিল পথচারীর প্রাণ সাদুল্লাপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, দলীয় কার্যালয় ভাঙচুর ইসরাইলের সঙ্গে সম্পর্ক নিয়ে মাইক্রোসফটে বিক্ষোভ, চাকরি হারালেন ৪ কর্মী জাপানের প্রধানমন্ত্রীকে কী উপহার দিলেন মোদি? বিবিসি মানে ‘ভাই ভাই চ্যানেল’, আলোচনায় পাকিস্তানী সাংবাদিক সম্পর্ক জোরদারে চার দিনের সফরে চীন যাচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী চীনে পৌঁছেছেন এরদোগান চুয়াডাঙ্গায় এক বছরে বিয়ে হয়েছে ৮ হাজার, বিচ্ছেদ সাড়ে ৫ হাজার লিটনের ফিফটিতে সিরিজে দাপুটে শুরু বাংলাদেশের নুরকে আরও ৩৬ ঘণ্টা আইসিইউতে রাখার সিদ্ধান্ত চিকিৎসকদের ইন্দোনেশিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ তীব্রতর, অনিশ্চয়তায় প্রাবোও প্রশাসন এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ জাপার কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর জরায়ুর বদলে লিভারে বেড়ে উঠছে ভ্রূণ