তারেক রহমানের মামলা প্রত্যাহার না হলে আন্দোলন – ইউ এস বাংলা নিউজ




তারেক রহমানের মামলা প্রত্যাহার না হলে আন্দোলন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ অক্টোবর, ২০২৪ | ৪:২১ 17 ভিউ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে অন্তর্বর্তী সরকার উদ্যোগ না নেয়ায় হতাশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সেই সঙ্গে অবিলম্বে তারেক রহমানের সব মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে আইনজীবীদের সংগঠনটি। অন্যথায় আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন আইনজীবীরা। সোমবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট বার ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দেন আইনজীবীরা। একই সময় জুলাই গণহত্যায় শেখ হাসিনাসহ অন্যদের দেশে ফেরত এনে বিচারের দাবিও জানান তারা। সংবাদ সম্মেলনে আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ বলেন, ছাত্র-জনতার আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ফ্যাসিস্ট সরকারের পতনের সংগ্রামে বিরামহীনভাবে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মামলাই হলো রাজনৈতিক।

তার বিরুদ্ধে ফ্যাসিস্ট রেজিমের প্রধান পলাতক শেখ হাসিনার নির্দেশে কয়েকটি মিথ্যা মামলার ফরমায়েশি রায়ও ঘোষণা করা হয়েছে। নেতৃবৃন্দ বলেন, অত্যন্ত পরিতাপের সঙ্গে আমরা লক্ষ্য করছি যে, তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা এসব রাজনৈতিক মামলার ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না। আমরা অবিলম্বে তার বিরুদ্ধে দায়ের করা এসব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। অন্যথায় আইনজীবী সমাজ আবারও রাস্তায় নামতে বাধ্য হবে। এছাড়াও সংবাদ সম্মেলনে জুলাই গণহত্যায় পলাতক শেখ হাসিনাসহ অন্যদের দেশে ফেরত এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন আইনজীবীরা। সেই সঙ্গে অন্তর্বর্তী সরকার দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষে দেশে গণতন্ত্র প্রত্যাবর্তনে নির্বাচনী রোডম্যাপ ঘোষণ করবেন বলেও আশাপ্রকাশ করেন তারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফিল্মি স্টাইলে টাকা ছিনতাই, গ্রেপ্তার এক চিফ অফ স্টাফ হিসেবে সুসি ওয়াইলসকে নিয়োগ দিলেন ট্রাম্প ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে যে বার্তা দিলেন পুতিন সুইজারল্যান্ডে আ.লীগ কর্মীদের হাতে হেনস্তার শিকার উপদেষ্টা আসিফ নজরুল ওয়াজ মাহফিল হোক নবিজির তরিকায় চড়া মূল্যস্ফীতির চাপে নাকাল ভোক্তা কারাগারে নেওয়ার পথে আদালত প্রাঙ্গণে ছাত্রলীগ নেতার ওপর হামলা ছাত্রদল নেতা দুলালের চাঁদাবাজি: জিম্মি শত শত ব্যবসায়ী আজকের খেলা: ৮ নভেম্বর ২০২৪ চিফ অফ স্টাফ হিসেবে সুসি ওয়াইলসকে নিয়োগ দিলেন ট্রাম্প শুরুতে সতর্ক না হওয়ায় ডেঙ্গুতে মৃত্যু বেশি ভেড়ামারায় ইমামকে পেটাল দুর্বৃত্তরা মুজিববর্ষের নামে কত টাকা অপচয়, বের করা হবে : প্রেস সচিব শেখ হাসিনাকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবেই দেখছে ভারত যোদ্ধাদের প্রতিরোধ মানে ইসরায়েলের পরাজয় : খামেনি ৭ নভেম্বর হচ্ছে স্বাধীনতার পূর্ণাঙ্গ রূপ : রিজভী জাহাজ নির্মাণ শিল্প সম্ভাবনাময় ও প্রতিশ্রুতিশীল : নৌপরিবহন উপদেষ্টা ‘আইসিটিতে দায়েরকৃত ১২২টি অভিযোগের অধিকাংশই গুমসংক্রান্ত’ সেনাপ্রধানের সঙ্গে ইউএস ইন্দো-প্যাসিফিক কমান্ডের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ যাদের জেলে থাকা উচিত তাদের অনেকে চাকরিতে বহাল : ফাহাম