ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ইউনুসের গণভোট প্রহসন : সংবিধান ও গণতন্ত্রের সাথে নগ্ন প্রতারণা
যে রাষ্ট্রে পুলিশ আর র্যাব নিজেরাই সন্ত্রাসীদের হাতে আক্রান্ত হয়
ইউনুসের দুর্নিবার লোভ, অদূরদর্শিতা ও অব্যবস্থাপনায় রমজানে শুরু হচ্ছে ভয়াবহ বিদ্যুৎ সংকট
বাগেরহাট জেলার সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হাসান জুয়েলের প্রতি নিপীড়ক রাষ্ট্রযন্ত্রের চরম অমানবিক ও হৃদয়বিদারক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ
দখলদার শাসনের অধীনে চলমান সিরিয়াল কিলিংয়ের নগ্ন ও বিভৎস বহিঃপ্রকাশ
অদক্ষতা, দ্বিচারিতা আর দায়হীনতায় বিপর্যস্ত বাংলাদেশ
ছাত্রলীগ নেতা সাদ্দামকে স্ত্রী-সন্তানের জানাজায় অংশ নিতে না দেওয়া ‘চরম অমানবিক’: আ.লীগের নিন্দা
টাঙ্গুয়ার হাওরে ১৬ মাছ চোর আটক
সংরক্ষিত জলাভুমি টাঙ্গুয়ার হাওরে জলমহালে চুরি করে মাছ ধরাকালে এক অভিযানে পেশাদার ১৬ মাছ চোরকে আটক করেছে আনসার ভিডিপি।
একই অভিযানে ব্যবহার নিষিদ্ধ ৩ হাজার ঘনফুট বেড় জাল, দুটি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করা হয়। জব্দকৃত জাল ও নৌকার আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ টাকা।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) আবুল হাসেম ঢাকা এ তথ্য নিশ্চিত করেন।
বুধবার তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) জানান, টাঙ্গুয়ার হাওরের একাধিক জলমহালে চুরি করে সংঘবদ্ধ হয়ে মাছ চুরির সময় আনসারদের টহল দল মঙ্গলবার ১৬ পেশাদার মাছ চোরকে আট করেন। এরপর তাদের হেফাজত থেকে ৩ হাজার ঘটনফুট ব্যবহার নিষিদ্ধ বেড়জাল ও মাছ ধরার দুটি ইঞ্জিনচালিত
ট্রলঅর দায়িত্বপ্রাপ্ত অফিসার জব্দ করেন। অভিযানের তাহিরপুর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা , উপজেলা প্রশিক্ষক, টাঙ্গুয়ার হাওর নিরাপক্তার রক্ষায় নিয়োজিত রূপনগর ও গোলাবাড়ি আনসার ক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরো বলেন, আটককৃত মাছ চোররা ভবিষ্যতে টাঙ্গুয়ার হাওরে সংরক্ষিত জলমহালগুলোতে মাছ চুরি করবে না মর্মে মুচলেক দেওয়ার পর তাদেরকে ও জব্দকৃত দুটি ট্রলার ছেড়ে দেয়া হয়। এছাড়াও জব্দকৃত বেড়জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
ট্রলঅর দায়িত্বপ্রাপ্ত অফিসার জব্দ করেন। অভিযানের তাহিরপুর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা , উপজেলা প্রশিক্ষক, টাঙ্গুয়ার হাওর নিরাপক্তার রক্ষায় নিয়োজিত রূপনগর ও গোলাবাড়ি আনসার ক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরো বলেন, আটককৃত মাছ চোররা ভবিষ্যতে টাঙ্গুয়ার হাওরে সংরক্ষিত জলমহালগুলোতে মাছ চুরি করবে না মর্মে মুচলেক দেওয়ার পর তাদেরকে ও জব্দকৃত দুটি ট্রলার ছেড়ে দেয়া হয়। এছাড়াও জব্দকৃত বেড়জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।



