ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
অবৈধ ইউনুস সরকারের জেলখানা যে আওয়ামী লীগের মৃত্যুকুপ
২০১০-২০২২ সালের মধ্যে বাংলাদেশ দারিদ্র্য ও অতি দারিদ্র্যের হার অর্ধেকে নামিয়ে এনেছে শেখ হাসিনা
কারাগারকে রাষ্ট্রীয় কসাইখানায় পরিণত করেছেন ইউনূস, কোথায় মানবাধিকার
‘বিডিআর বিদ্রোহ’: মামলা ও বিচার
ঘৃণ্য এই হত্যাকাণ্ডের বিচার করবে বাংলাদেশ !
“বিডিআরের ঘটনায় যে আর্মি অফিসাররা মারা যায়, ৪৬ জনই ছিলো আওয়ামী লীগের পরিবারের সদস্য” –জননেত্রী শেখ হাসিনা
একাত্তরে পাকিস্তানী সেনাবাহিনীর নারকীয় গণহত্যা শুধু বাংলাদেশে নয়, বিশ্ব মানবতার ইতিহাসেও একটি কালো অধ্যায়
টাঙ্গুয়ার হাওরে ১৬ মাছ চোর আটক
সংরক্ষিত জলাভুমি টাঙ্গুয়ার হাওরে জলমহালে চুরি করে মাছ ধরাকালে এক অভিযানে পেশাদার ১৬ মাছ চোরকে আটক করেছে আনসার ভিডিপি।
একই অভিযানে ব্যবহার নিষিদ্ধ ৩ হাজার ঘনফুট বেড় জাল, দুটি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করা হয়। জব্দকৃত জাল ও নৌকার আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ টাকা।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) আবুল হাসেম ঢাকা এ তথ্য নিশ্চিত করেন।
বুধবার তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) জানান, টাঙ্গুয়ার হাওরের একাধিক জলমহালে চুরি করে সংঘবদ্ধ হয়ে মাছ চুরির সময় আনসারদের টহল দল মঙ্গলবার ১৬ পেশাদার মাছ চোরকে আট করেন। এরপর তাদের হেফাজত থেকে ৩ হাজার ঘটনফুট ব্যবহার নিষিদ্ধ বেড়জাল ও মাছ ধরার দুটি ইঞ্জিনচালিত
ট্রলঅর দায়িত্বপ্রাপ্ত অফিসার জব্দ করেন। অভিযানের তাহিরপুর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা , উপজেলা প্রশিক্ষক, টাঙ্গুয়ার হাওর নিরাপক্তার রক্ষায় নিয়োজিত রূপনগর ও গোলাবাড়ি আনসার ক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরো বলেন, আটককৃত মাছ চোররা ভবিষ্যতে টাঙ্গুয়ার হাওরে সংরক্ষিত জলমহালগুলোতে মাছ চুরি করবে না মর্মে মুচলেক দেওয়ার পর তাদেরকে ও জব্দকৃত দুটি ট্রলার ছেড়ে দেয়া হয়। এছাড়াও জব্দকৃত বেড়জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
ট্রলঅর দায়িত্বপ্রাপ্ত অফিসার জব্দ করেন। অভিযানের তাহিরপুর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা , উপজেলা প্রশিক্ষক, টাঙ্গুয়ার হাওর নিরাপক্তার রক্ষায় নিয়োজিত রূপনগর ও গোলাবাড়ি আনসার ক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরো বলেন, আটককৃত মাছ চোররা ভবিষ্যতে টাঙ্গুয়ার হাওরে সংরক্ষিত জলমহালগুলোতে মাছ চুরি করবে না মর্মে মুচলেক দেওয়ার পর তাদেরকে ও জব্দকৃত দুটি ট্রলার ছেড়ে দেয়া হয়। এছাড়াও জব্দকৃত বেড়জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।



