‘গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে, কেউ বিভাজিত করতে না পারে’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৪
     ৬:১৬ পূর্বাহ্ণ

আরও খবর

কারাগারে মৃত্যুর মিছিল থামছেই না

গম থেকে চাল, সবই সিঙ্গাপুর দিয়ে : ইউনুস সরকারের ক্রয়ে কার স্বার্থ?

প্রতারণাপূর্ণ অপকৌশলের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সততা ও নিষ্ঠা প্রশ্নবিদ্ধ করা যাবে না মর্মে আওয়ামী লীগের বিবৃতি

সাম্প্রতিক ভিত্তিহীন ও মিথ্যা দুর্নীতির মামলা সাজিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের সম্মানহানির অপচেষ্টা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ

বঙ্গবন্ধুর পরিবারকে ভয় পায় বলেই ক্যাঙ্গারু কোর্টে রায়: জয়

নির্বাচনে অযোগ্য ঘোষণা করতেই ‘ক্যাঙ্গারু কোর্টে’ তড়িঘড়ি করে রায় দেওয়া হয়েছে: সজীব ওয়াজেদ জয়

ইইউ নেতৃবৃন্দকে জরুরি চিঠি ড. হাছান মাহমুদের

‘গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে, কেউ বিভাজিত করতে না পারে’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৪ | ৬:১৬ 127 ভিউ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘১৬ বছরে গণতন্ত্রের সংগ্রামে আমরা নিপীড়িত হয়েছি। প্রায় ৭০০ ভাইবোন গুম হয়েছে। এখনও গুম হওয়া ব্যক্তিদের ছেলে-মেয়েরা কেঁদে বেড়াচ্ছেন। ছোট্ট শিশুরা তার বাবা মাকে খুঁজছে। সেই মানুষগুলোকে খুঁজে বের করতে হবে। দেশে গণতন্ত্র ফেরাতে ষাট লাখ মানুষের নামে মামলা হয়েছে। এগুলো প্রত্যাহার করতে হবে। আমরা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আমাদের যেন কেউ বিভাজিত করতে না পারে।’ আজ শনিবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে রাজনৈতিক দমন পীড়নের শিকার ব্যক্তিদের স্মরণে ও আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। এসময় গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকারের

সময়ে গুমের শিকার ব্যক্তিদের খোঁজ এবং হত্যা-খুনের শিকার হওয়া ব্যক্তিদের বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের স্বজনরা। এ সময় জুলাই আন্দোলনসহ বিভিন্ন সময়ে নিহত, আহত এবং গুমের শিকার ব্যক্তিদের আলোকচিত্র তুলে ধরেন স্বজনরা। ভুক্তভোগী কয়েকটি পরিবারের সদস্যরা তাদের অনুভূতি ব্যক্ত করেন। অনেকে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। অনুষ্ঠানের বক্তব্যের ফাঁকে ফাঁকে গান পরিবেশন করা হয়, জুলাই অভ্যুত্থান নিয়ে মূকাভিনয় প্রদর্শন করা হয়। মির্জা ফখরুল বলেন, ‘২০০৮ সালে ক্ষমতায় আসার পর পরিকল্পিতভাবে গণতন্ত্রকে ধ্বংস করেছিল শেখ হাসিনা সরকার। যারা প্রতিনিয়ত গুম খুনের আশ্রয় নিয়েছিল। ১৬ বছরে অসংখ্য মানুষ প্রাণ দিয়েছে। আজকে আমরা সবাই স্বাধীন হয়েছি হয়তো, এখনও চতুর্দিকে চক্রান্ত চলছে।’ তিনি বলেন, ‘আজকে একটা

সংগ্রামের মধ্য দিয়ে, আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের আশা আকাশচুম্বী। জনগণ প্রত্যাশা করে তারা একটি গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করবে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সংস্কারের মাধ্যমে আগের জায়গায় আনবে, যেখানে সত্যিকার অর্থে একটি অর্থবহ নির্বাচনের মধ্য দিয়ে, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে পারি।’ মির্জা ফখরুল আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করব, যারা পঙ্গু হয়েছেন, যারা ১৬ বছর ধরে শহিদ হয়েছেন রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে ভাতা দিতে হবে। এটা অত্যন্ত জরুরি ব্যাপার। শুধু অনুষ্ঠান করলেই হবে না, সরকারের কাছে জোরাল দাবি তুলে ধরতে হবে। গোপালগঞ্জে বিএনপি নেতা

শহিদ হয়েছেন জানিয়ে মির্জা ফখরুল বলেন, তারা হায়েনার মত লুকিয়ে আছে। যে কোনো সময় আক্রমণ করতে পারে। আমাদের সেই আক্রমণ প্রতিহত করতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। গত ১৮ জুলাই সাভারে পুলিশের নির্বিচার গুলির পর সাঁজোয়া যানের ওপরে মুমূর্ষু মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ছাত্র আসহাবুল ইয়ামিনকে ঘুরানো হয়, পরে জীবিত অবস্থায়ই সড়ক বিভাজকে ফেলে দেওয়া হলে সেখানেই মৃত্যুবরণ করেন ইয়ামিন। ইয়ামিনের বাবা মো. মহিউদ্দীন বলেন, ‘বাবার কাঁধে সন্তানের লাশ, এর থেকে ভারী কোনো বোঝা নেই। আর কোনো বাবা-মা, বোনকে এই নির্মম পরিস্থিতির মুখোমুখি যেন না হতে হয়। কাউকে সাঁজোয়া যান থেকে ফেলে দেওয়ার দৃশ্য আর যেন দেখতে না হয়।

কোনো ইয়ামিনকে যেন পুলিশের ঘৃণার পাত্র হতে না হয়। আগামী দিনে পুলিশ যেন তার সঠিক দায়িত্ব পালন করে। আমার ছেলের হত্যার বিচার চাই এবং শহীদের মর্যাদা দেওয়ার আহ্বান জানাই।’ টাঙ্গাইলে দু’চোখ হারানো হিমেল আহমেদের মা নাসিমা আক্তার বলেন, ‘৪ আগস্টের সর্বাত্মক অসহযোগ কর্মসূচিতে অংশ নিয়েছিল হিমেল। ছিল টাঙ্গাইল শহরের মূল সড়কে একটি মিছিলের নেতৃত্বে। তারা স্থানীয় পুলিশ ফাঁড়ির সামনে পৌঁছালে গুলি ছুড়তে শুরু করে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী। ওই সময় মিছিলের সামনে থাকা হিমেলের মাথা ও মুখমণ্ডলে শতাধিক ছররা গুলি লাগে। আমাদের পাশে আপনারা দাঁড়াবেন।’ নিহত রিটন চন্দ্র শীলের মা রুবী রাণী শীল বলেন, ‘আমার ছেলে ছাত্রদল করত। সে গেছিল তারেক জিয়ার মিছিলে।

তারে নিয়া নৃশংসভাবে মারছে। আমি তার উপযুক্ত বিচার আপনাদের কাছে চাই। আমার ছোট ছেলেও গুলি খেয়ে চিকিৎসাধীন। আমার সংসারে আর কেউ নাই। খুনি হাসিনার বিচার আমরা চাই।’ টাঙ্গাইলে কলেজের ছাত্র ইমন গত ৫ আগস্ট শহীদ হয়েছিল। তার মা মানুষের বাড়িতে কাজ করে সংসার চালাতো। ইমনের ভাই সুমন বলেন, ‘আমরা তিন ভাই। আমার বড় ভাই যখন সপ্তম শ্রেণিতে পড়ে তখন মারা যায়। তারপর ইমন ভাই ছিল পরিবারের সব। তিনি নিজে পড়তেন এবং আমাদের পড়াতেন। তিনি গুলি লেগে আহত হয়ে ১৮ আগস্ট হাসপাতালে মারা যান। আমার ভাইকে হত্যা করা হয়েছে, আমি তার বিচার চাই। আমার ভাইয়ের বিচার যেন আমি এ বাংলায় দেখতে পারি।’

সমাবেশে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেন, ‘বিচার শুরু হয়েছে। এই বিচার এমনভাবে হবে আগামী একশত বছরেও তারা মীর জাফরে পরিণত হবে। যারা শহিদ ও আহত হয়েছে তাদের সহযোগিতার জন্য সরকারের পাশাপাশি দলগুলোর মধ্যে লিয়াজোঁ কমিটি করে দেওয়া উচিত। শহিদদের রক্তের সঙ্গে যেন আমরা বেইমানি না করি।’ গণঅধিকার পরিষদের নুরুল হক নুর বলেন, ‘যারা আন্দোলন-সংগ্রামে যারা ত্যাগ স্বীকার করেছে, শহীদ হয়েছে তাদের যেন আমরা ভুলে না যায়। জুলাই ফাউন্ডেশন পাশাপাশি গত দেড় দশকে যারা হারিয়েছে সবাইকে ক্ষতিপূরণ দিতে হবে।’ আরও বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলের শীর্ষ নেতা এহসানুল হুদা, ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্টের চেয়ারম্যান ববি হাজ্জাজ, দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীন প্রমুখ। এ ছাড়া বিএনপির শীর্ষ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কারাগারে মৃত্যুর মিছিল থামছেই না দুই হত্যা, দুই বিশ্ববিদ্যালয়, এক নিস্ক্রিয় সরকার : বিচার পাবে কবে? গম থেকে চাল, সবই সিঙ্গাপুর দিয়ে : ইউনুস সরকারের ক্রয়ে কার স্বার্থ? প্রতারণাপূর্ণ অপকৌশলের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সততা ও নিষ্ঠা প্রশ্নবিদ্ধ করা যাবে না মর্মে আওয়ামী লীগের বিবৃতি Mobocracy in robes: How Yunus regime’s farcical tribunal ordered Sheikh Hasina’s judicial assassination সাম্প্রতিক ভিত্তিহীন ও মিথ্যা দুর্নীতির মামলা সাজিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের সম্মানহানির অপচেষ্টা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর পরিবারকে ভয় পায় বলেই ক্যাঙ্গারু কোর্টে রায়: জয় নির্বাচনে অযোগ্য ঘোষণা করতেই ‘ক্যাঙ্গারু কোর্টে’ তড়িঘড়ি করে রায় দেওয়া হয়েছে: সজীব ওয়াজেদ জয় সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বাপ্পির জানাজায় জনস্রোত, ভালোবাসায় সিক্ত শেষ বিদায়। বিয়ে বাড়িতে মাইক বাজানোয় কনের মা-বাবাকে বেত্রাঘাত ইইউ নেতৃবৃন্দকে জরুরি চিঠি ড. হাছান মাহমুদের মিথ্যার বেসাতি ও চাঁদাবাজির অভিযোগ: ‘সবচেয়ে বড় বাড়ি’র গল্পের আড়ালে হান্নান মাসউদের আসল রূপ ফাঁস “মিথ্যা মামলা আমাদের বিরুদ্ধে সাজানো হয়েছে, যাতে আমরা নির্বাচন না করতে পারি — সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনার নৈতিক অবস্থানকে সম্মান: ‘আস্থাহীন’ ট্রাইব্যুনালে লড়বেন না জেড আই খান পান্না শেখ হাসিনার নৈতিক অবস্থানকে সম্মান: ‘আস্থাহীন’ ট্রাইব্যুনালে লড়বেন না জেড আই খান পান্না টাঙ্গাইলে জেলহাজতে আ.লীগ নেতার মৃত্যু: বিনা চিকিৎসায় ‘পরিকল্পিত হত্যা’র অভিযোগ শেখ হাসিনার ১০ কাঠায় ২১ বছরের সাজা: ইউনুসের ৪৪৬৭ কাঠার অপরাধে বিচার হবে কবে? বেলজিয়ামে ইইউ পার্লামেন্টের সামনে সর্ব ইউরোপ ছাত্রলীগের বিক্ষোভ, ভিডিও কলে বার্তা দিলেন শেখ হাসিনা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের ট্রাস্ট–নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানে আর্থিক লেনদেনে ব্যাপক অনিয়মের অভিযোগ শেখ হাসিনার লকারে ৮৩২ ভরি সোনা সাজানো নাটক, নেপথ্যে কড়াইল বস্তির আগুন ধামাচাপা দেওয়ার চেষ্টা!