বিএনপির সমালোচনায় ফুটে উঠছে ইউনুসের সাথে অন্তর্দ্বন্দ্বের চিত্র – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ জানুয়ারি, ২০২৬
     ৭:৪৩ অপরাহ্ণ

বিএনপির সমালোচনায় ফুটে উঠছে ইউনুসের সাথে অন্তর্দ্বন্দ্বের চিত্র

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জানুয়ারি, ২০২৬ | ৭:৪৩ 9 ভিউ
মাত্র দেড় বছর আগের কথা। ২০২৪ সালের জুলাইয়ে যখন সারাদেশ জুড়ে পরিকল্পিত দাঙ্গা-হাঙ্গামার মাধ্যমে একটি নির্বাচিত সরকারকে উৎখাত করা হয়েছিল, তখন বিএনপি ছিল সেই ষড়যন্ত্রের প্রধান শরিক। কিন্তু আজ সেই বিএনপিই তাদের নিজেদের বানানো সরকারকে ‘ব্যর্থ’ বলে সমালোচনা করছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক বক্তব্য এই অন্তর্দ্বন্দ্বেরই প্রমাণ। সোমবার ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সামনে বিএনপি মহাসচিব যখন বলছেন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি, সরকার অস্ত্র উদ্ধার করতে পারেনি, তখন এটা ভুলে যাওয়া মুশকিল যে এই পরিস্থিতি তৈরিতে তারা নিজেরাই অংশীদার ছিল। জুলাইয়ে যে অস্ত্র বিতরণ হয়েছিল, যে সহিংসতা ছড়িয়ে দেওয়া হয়েছিল, সেসব কি এমনি এমনি হয়েছিল? নাকি সুপরিকল্পিত ছিল? ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন এই অবৈধ সরকার

গঠনের পেছনে আন্তর্জাতিক স্বার্থের খেলা যেমন স্পষ্ট, তেমনি দেশীয় রাজনৈতিক দলগুলোর হীন উচ্চাকাঙ্ক্ষাও প্রকট। বিদেশি অর্থায়ন, কিছু জঙ্গি গোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ এবং সামরিক বাহিনীর একাংশের সমর্থনে যেভাবে ক্যু ঘটানো হয়েছে, সেই ইতিহাস বাংলাদেশের মানুষ ভুলবে না। কিন্তু এখন যা হচ্ছে, তা আরও আশ্চর্যজনক। যারা একসাথে মিলে ক্ষমতা দখল করেছিল, তারাই এখন নিজেদের মধ্যে দোষারোপ শুরু করেছে। বিএনপির এই সমালোচনা থেকে বোঝা যাচ্ছে, তাদের মধ্যে হতাশা বাড়ছে। সম্ভবত তারা যতটা ক্ষমতা বা প্রভাব পাবে ভেবেছিল, ততটা পাচ্ছে না। অথবা ইউনুস সাহেব হয়তো তাদের আশা মতো চলছেন না। একটা সময় ছিল যখন বিএনপি জুলাইয়ের আন্দোলনকে ‘গণঅভ্যুত্থান’ বলে প্রচার করেছিল। এখন সেই একই দল বলছে

সরকার ব্যর্থ, আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ। প্রশ্ন হলো, এই পরিস্থিতি তৈরিতে তারা নিজেরা কতটা দায়ী? জুলাইয়ের দাঙ্গায় যে সব অস্ত্র ব্যবহৃত হয়েছিল, সেগুলো কি হাওয়া থেকে এসেছিল? যে সব তরুণকে হত্যা করা হয়েছিল, সেই দায় কার? মির্জা ফখরুল যখন উদ্বেগ প্রকাশ করছেন, তখন সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগে। এই উদ্বেগ কি আসলেই দেশের মানুষের জন্য, নাকি নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে? বাস্তবতা হলো, যেকোনো অবৈধ ক্ষমতা দখলের পর এমনটাই হয়। ক্ষমতার ভাগাভাগি নিয়ে শুরু হয় অন্তর্কলহ। একে অপরকে দোষারোপ করা শুরু হয়। ইউনুস সরকার যে টিকে থাকার জন্য হিমশিম খাচ্ছে, সেটা এখন আর গোপন কিছু নয়। কিন্তু বিএনপির এই সমালোচনা দেখে মনে হচ্ছে, ভেতরে

ভেতরে তারা দূরত্ব বাড়াচ্ছে। হয়তো এটা তাদের একটা কৌশলও হতে পারে। যখন জাহাজ ডুবতে শুরু করে, তখন ইঁদুররা সবার আগে পালানোর পথ খোঁজে। বিএনপির এই বক্তব্যও সেরকমই কিছু। যেকোনো অপরাধের সহযোগীরা যখন নিজেদের মধ্যে ভাগাভাগি নিয়ে ঝগড়া শুরু করে, তখন সত্য বেরিয়ে আসতে শুরু করে। মির্জা ফখরুলের এই বক্তব্য থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে, জুলাইয়ের পুরো ঘটনাটাই ছিল একটা সাজানো নাটক। এখন সেই নাটকের কুশীলবরা নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে। দেশের মানুষ এসব দেখছে এবং বুঝছে। যারা মনে করেছিল ক্ষমতা দখল করে নিয়ে তারা যা খুশি তাই করবে, তারা ভুল করেছে। ইতিহাস বলে, অবৈধ ক্ষমতা কখনও টেকসই হয় না। এবং যারা ষড়যন্ত্র করে

ক্ষমতায় আসে, তারা নিজেদের মধ্যেই শেষ পর্যন্ত ধ্বংস হয়ে যায়। বিএনপির এই সমালোচনা আসলে তাদের নিজেদের মুখোশ খুলে দিচ্ছে। যে দল জুলাইয়ে ইউনুসের সাথে হাত মিলিয়েছিল, সেই দলই এখন বলছে সরকার ব্যর্থ। এটা কোনো রাজনৈতিক দায়বদ্ধতা নয়, এটা নিছক ক্ষমতার লোভ এবং হতাশার বহিঃপ্রকাش। জানুয়ারি ২০২৬। জুলাই ২০২৪ থেকে মাত্র দেড় বছর হয়েছে। এই স্বল্প সময়ে জুলাইয়ের সহযোগীরা যেভাবে নিজেদের মধ্যে বিভক্ত হয়ে পড়ছে, তা থেকে বোঝা যায় তাদের কোনো সুদৃঢ় ভিত্তি নেই। যে ভিত্তি অসততা, ষড়যন্ত্র এবং সহিংসতার ওপর দাঁড়ানো, সেটা কখনও মজবুত হতে পারে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ক্ষমতা ছাড়ার আগে ব্যাপক লুটপাট, ৬ মাসে সরকারের ঋণ ৬০ হাজার কোটি ইউনূস-আমেরিকার পরিকল্পনায় ক্ষমতার দ্বারপ্রান্তে জামায়াত যখন বাংলাদেশের আদালত নিজেই হয়ে ওঠে পুরুষতন্ত্রের নির্লজ্জ হাতিয়ার ইউনূসকে সমর্থন দেওয়া জাতিসংঘই বলছে, দেশে বাকস্বাধীনতা নেই বিএনপির সমালোচনায় ফুটে উঠছে ইউনুসের সাথে অন্তর্দ্বন্দ্বের চিত্র কীর্তনে হামলা, প্যান্ডেল ভাঙচুর—এই কি ইউনুস–জামাতের ‘নিরাপদ বাংলাদেশ’? শিক্ষা-স্বাস্থ্য-কৃষি-বিদ্যুৎ খাত ও মেগা প্রকল্পে বরাদ্দ কমিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার বই উৎসব থেকে বই সংকট : ইউনুসের অযোগ্যতার মাশুল দিচ্ছে কোটি শিক্ষার্থী ভোটার দর্শক, রাজনীতি নিয়ন্ত্রিত নির্বাচন নয়, ক্ষমতা ভাগাভাগির নগ্ন নাটক চলছে শিক্ষার ছদ্মবেশে প্রভাব বিস্তারের নতুন অধ্যায়, ঢাকায় পাকিস্তানের আগ্রাসী একাডেমিক তৎপরতা বাংলাদেশের ২০২৬ নির্বাচন: আন্তর্জাতিক উদ্বেগ, গণতন্ত্রের পরীক্ষা নির্বাচনে কালো টাকার দৌরাত্ম্য ঠেকাতে মাঠে নামছে দুদক মিয়ানমার রোহিঙ্গাদের জীবনে নরক সৃষ্টি করেছে: গাম্বিয়া এবারও কলকাতার বইমেলায় থাকছে না বাংলাদেশ উত্তর-পশ্চিমের আট জেলায় শৈত্যপ্রবাহ দুর্ভোগে মানুষ চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা বিক্ষোভ ‘নিয়ন্ত্রণের’ দাবি ইরানের, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপেও রাজি রাজধানীতে আজ কোথায় কী মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ ১৩ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি