ইউনুসের অপশাসনে ২০২৫ঃ ভিন্নমতের মৃত্যু ও ফ্যাসিস্ট সন্ত্রাসের বছর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২৬
     ১০:১৫ অপরাহ্ণ

ইউনুসের অপশাসনে ২০২৫ঃ ভিন্নমতের মৃত্যু ও ফ্যাসিস্ট সন্ত্রাসের বছর

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২৬ | ১০:১৫ 23 ভিউ
২০২৫ সালে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির অবনতি ছিল বলে জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। বিশেষ করে গণপিটুনি (মব ভায়োলেন্স), রাজনৈতিক সংঘর্ষ, কারা হেফাজতে নির্যাতন ও অবহেলা এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে নিহতের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। আসকের ২০২৫ সালের মানবাধিকার প্রতিবেদন অনুযায়ী, এ বছর গণপিটুনিতে নিহতের সংখ্যা নাটকীয়ভাবে বেড়ে ১৯৭ জনে দাঁড়িয়েছে। ২০২৪ সালে এই সংখ্যা ছিল ১২৮ জন; অর্থাৎ এক বছরে মৃত্যু বেড়েছে প্রায় ৫৪ শতাংশ। উল্লেখ্য যে, ২০২৪ সালের গণপিটুনির অধিকাংশ ঘটনাই ঘটেছিল আগস্ট মাসের পর। এটি মূলত ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশে বিদ্যমান আইনহীনতা এবং নিজের হাতে আইন তুলে নেওয়ার বীভৎস চিত্র ফুটিয়ে তোলে। কারাগারে মৃত্যুর হারও

উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে হেফাজতে ১০৭ জন বন্দির মৃত্যু হয়েছে, যা ২০২৪ সালের (৬৫ জন) তুলনায় প্রায় ৬৫ শতাংশ বেশি। এই মৃত্যুগুলোর মধ্যে সবচেয়ে বিচলিত করার মতো বিষয় হলো—নিহতদের একটি বড় অংশই ছিলেন রাজনৈতিক বন্দি। ২০২৫ সালে আওয়ামী লীগের অন্তত ২৪ জন নেতা-কর্মী কারাগারে মারা গেছেন। নিহতের স্বজনরা পুলিশ ও কারা হেফাজতে নির্যাতন, সুচিকিৎসা না দেওয়া এবং কারা কর্তৃপক্ষের চরম অবহেলার অভিযোগ তুলেছেন। এই ঘটনাগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ভেতরে পদ্ধতিগত নির্যাতন ও বিচারহীনতার সংস্কৃতি নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে। সারা বছর তথাকথিত 'ক্রসফায়ারের' নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডও অব্যাহত ছিল। আসকের তথ্যমতে, ২০২৫ সালে এ ধরনের অন্তত ৩৮টি হত্যাকাণ্ড ঘটেছে।

এর মধ্যে ২৬ জন যৌথ বাহিনীর কথিত বন্দুকযুদ্ধ বা হেফাজতে থাকা অবস্থায় নির্যাতনে মারা গেছেন এবং ১২ জন বিভিন্ন থানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরাসরি হেফাজতে থাকা অবস্থায় প্রাণ হারিয়েছেন। এই ঘটনাগুলো প্রমাণ করে যে, যথাযথ আইনি প্রক্রিয়া লঙ্ঘন করে নিরাপত্তা বাহিনীর সদস্য ও আইনশৃঙ্খলা রক্ষাকারীরা এখনও প্রাণঘাতী শক্তি প্রয়োগ করে যাচ্ছেন। রাজনৈতিক সহিংসতাও ছিল ব্যাপক ও প্রাণঘাতী। ২০২৫ সালে এ সংক্রান্ত অন্তত ৪০১টি ঘটনায় ১০২ জন নিহত এবং ৪ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। এই সহিংসতার বেশিরভাগই ঘটেছে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে। এছাড়া বিএনপি এবং জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলের মধ্যেও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সামগ্রিকভাবে এই পরিসংখ্যানগুলো বাংলাদেশে এক গভীর মানবাধিকার

সংকটের ইঙ্গিত দিচ্ছে, যেখানে আইনের শাসন বিলুপ্ত হচ্ছে এবং সহিংসতা ও বিচারহীনতার সংস্কৃতি বাড়ছে। ২০২৫ সালের এই তথ্যগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি রাষ্ট্রীয় ব্যবস্থার এক সামগ্রিক ব্যর্থতার প্রতিফলন। জনগণের জানমালের নিরাপত্তা ও মৌলিক অধিকার রক্ষায় এখন জরুরিভিত্তিতে স্বচ্ছ জবাবদিহিতা, নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নিখোঁজ দাবি করা এনসিপি সদস্য ওয়াসিমকে পাওয়া গেল মাদক নিরাময় কেন্দ্রে! প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০ লাখ টাকায় চাকরির চুক্তি, পরীক্ষা ডিভাইসে! সনাতনী ধর্মালম্বীদেরকে হত্যার ঘটনায় মুক্তিযুদ্ধ মঞ্চের তীব্র নিন্দা ও প্রতিবাদ কেরানীগঞ্জ কারাগারে ‘মানবেতর’ জীবন: ১৮০০ বন্দিকে ২৪ ঘণ্টা লকআপ ও খাবার বঞ্চনার অভিযোগ ছাত্রলীগ নেতার যমুনায় বসে গবেষণার বিলাসিতা ও সার্বভৌমত্ব বিক্রির নীল নকশা: কার স্বার্থে এই মহাপরিকল্পনা? রাষ্ট্র ব্যর্থ বলেই বাড়ছে উগ্রবাদ: শেখ হাসিনা ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা একটি স্পষ্ট রাজনৈতিক অবস্থান ও সংগ্রামের ডাক। বিশেষ কলাম ‘বাংলাদেশে কেন জন্ম নিলাম? এটা অভিশাপ’—গ্যাসের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে এক অসহায় বাবর্চির আর্তনাদ ‘বঙ্গবন্ধু কেবল দলের নন, তিনি আমাদের ঘরের মানুষ, তাকে কেন খলনায়ক বানানো হচ্ছে?’—তরুণের প্রশ্ন আপত্তিকর কনটেন্ট তৈরিতে অভিযুক্ত হলো গ্রোক যুক্তরাষ্ট্রে যেতে কাদের, কত জামানত লাগবে চট্টগ্রাম থেকে ডলার দিনার রিয়েল পাচার হয় দুবাই-ওমানে বৃহস্পতিবার থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা মধ্যবর্তী নির্বাচনে হারলে অভিশংসন করা হতে পারে, উদ্বিগ্ন ট্রাম্প ঢাকায় গুলি করে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা শীত মৌসুমে চোখের রোগবালাই: ঝুঁকি ও লক্ষণ বিএনপি-জামায়াতের কোটিপতি, বাসদের প্রার্থী করেন টিউশনি নিজ ইচ্ছাতেই বিপিএল থেকে সরে গেছেন ভারতীয় উপস্থাপিকা ভারতসহ ৭ দেশ থেকে ২৪ হাজার কোটি টাকার জ্বালানি তেল আসছে প্রথম বিয়ে আমাকে নিজের মূল্য বুঝিয়েছে’