আসলে শেখ হাসিনা আমার মায়ের মতো : বঙ্গবীর কাদের সিদ্দিকী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৫
     ৮:৩৬ পূর্বাহ্ণ

আসলে শেখ হাসিনা আমার মায়ের মতো : বঙ্গবীর কাদের সিদ্দিকী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৫ | ৮:৩৬ 57 ভিউ
কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কাছে মায়ের মতো শ্রদ্ধার পাত্রী। তবে ব্যক্তিগত এই শ্রদ্ধার সম্পর্ক থাকলেও প্রধানমন্ত্রী হিসেবে তার অনেক কর্মকাণ্ডের সঙ্গে তিনি দ্বিমত পোষণ করেন। একই সাথে তিনি দাবি করেন, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাননি, বরং তাকে রাষ্ট্রীয়ভাবে ভারতে পাঠানো হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) ‘চিঠি’ নামের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। বঙ্গবীর বলেন, "আসলে শেখ হাসিনা আমার মায়ের মতো। পৃথিবীতে আমার মায়ের চাইতে কোনো সম্মানী ব্যক্তি নাই আমার কাছে।" তিনি আরও বলেন, তার কোনো বড় বোন না থাকায় শেখ হাসিনা সেই অভাব পূরণ

করেছেন এবং তিনি শতবার তার পায়ে হাত দিয়ে সালাম করেছেন, স্থান-কাল বিবেচনা না করেই। ব্যক্তিগত সম্পর্কের কথা বললেও রাজনৈতিক দূরত্বের কারণ হিসেবে শেখ হাসিনার কর্মকাণ্ডকে দায়ী করেন কাদের সিদ্দিকী। তিনি বলেন, "তার সঙ্গে আমার দূরত্ব তার কর্মকাণ্ডের। তার বহু কর্মকাণ্ডকে আমি সমর্থন করি না।" তার মতে, সরকারপ্রধান হিসেবে শেখ হাসিনা সবার জন্য, এমনকি "চোরের জন্যও" দায়িত্ব পালনে ততটা গুরুত্ব দেননি। কাদের সিদ্দিকী শেখ হাসিনার costante "বিএনপি-জামায়াত" বক্তব্যের সমালোচনা করে বলেন, "আমি অনেকবার শেখ হাসিনাকে বলার চেষ্টা করেছি এবং সামনাসামনি বলেছি যে আপনি ৬ মাস শুধু ‘বিএনপি-জামায়াত’ এই কথাগুলো বক্তৃতায় দাঁড়িয়ে বাদ দেন। দেখবেন, উনাদের না হলেও ১০ শতাংশ জনপ্রিয়তা কমবে।" বিরোধী দলের

সমালোচনা করার দায়িত্বে সরকারের অন্যায়ভাবে বাধা দেওয়াকেও তিনি সমর্থন করেন না বলে জানান। শেখ হাসিনার বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর আইনগত প্রতিকার হতে হবে। তিনি বলেন, "তিনি আইনের ঊর্ধ্বে- এটাকে আমি মানব না। আবার যারা আছেন, তাকে আইন ছাড়াই তার বিচার করবেন। এটাকেও সমর্থন করব না।" যারা বলছেন শেখ হাসিনা পালিয়ে গেছেন, তাদের সঙ্গে দ্বিমত পোষণ করে বঙ্গবীর বলেন, "ব্যাকরণগত দিক থেকে এটাকে আমি মানি না। শেখ হাসিনা পালায়নি।" তিনি যুক্তি দেখান, "শেখ হাসিনাকে রাষ্ট্রীয়ভাবে এখান থেকে ভারতে পাঠানো হয়েছে। তিনি সেনাবাহিনীর, বিমান বাহিনীর বিমানে গেছেন এবং ভারতে গিয়ে সামরিক বিমান ঘাঁটিতে নেমেছেন, কোনো যাত্রীবাহী বিমানবন্দরে নামেননি। তাই

উনি পালিয়ে যাননি।"

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সুদখোর আর জামায়াতের হাতে স্বাধীনতার ইতিহাস ইউনুসের অবৈধ শাসনে বাংলাদেশিরা এখন বিশ্বের অচ্ছুত গোপালগঞ্জ-৩ আসনে নির্বাচনী প্রচারণা ঘিরে আতঙ্ক, সন্ত্রাসী ও জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ ঝালকাঠি-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ফয়জুল হকের একটি নির্বাচনি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে ইতিহাসের ধ্রুবতারা ও ১০ জানুয়ারির তাৎপর্য: ভিন্ন প্রেক্ষাপটে এক ফিরে দেখা শেখ হাসিনাকেই চাই, মরতেও রাজি আওয়ামী লীগ আমলেই ভালো ছিলাম”: চাল ও গ্যাসের আকাশচুম্বী দামে সাধারণ মানুষের আক্ষেপ ১৬ বছরের উন্নয়ন আগামী ৫০ বছরেও কেউ করতে পারবে না: সাধারণ নাগরিকের অভিমত পিতার নামে শপথ নেওয়ার দিন আজ গ্যাসের দাম বাড়িয়ে ৫০ হাজার কোটি টাকা লোপাট খুনখারাপির বাংলাদেশ, জঙ্গিদের বাংলাদেশ, অবৈধ শাসনের বাংলাদেশ ইরানের এক শহরেই বিক্ষোভে ৮ সেনা নিহত গাজায় আন্তর্জাতিক বাহিনীর অংশ হতে প্রস্তাব দিল বাংলাদেশ পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে চায় তুরস্ক বিক্ষোভকারীরা ট্রাম্পকে খুশি করতে চাইছে : খামেনি গ্রিনল্যান্ড ঠিক কী কারণে দরকার, জানালেন ট্রাম্প বস্তিবাসীর মানসিক রোগে চিকিৎসা গ্রহণের হার বেড়েছে ৫ গুণ সিসিটিভি ফুটেজে দুই শুটারের চেহারা স্পষ্ট, পরিচয় মেলেনি ২ দিনেও বেড়েছে চাল ডালের দাম, কমছে না সবজিরও নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ-রুপা, বাজারদর জেনে নিন