নিবিড় হচ্ছে ঢাকা-ইসলামাবাদ সামরিক বন্ধন: অ্যাডজুট্যান্ট জেনারেলের নেতৃত্বে ৩ নভেম্বর রাওয়ালপিন্ডি যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ নভেম্বর, ২০২৫
     ৮:৫৪ অপরাহ্ণ

নিবিড় হচ্ছে ঢাকা-ইসলামাবাদ সামরিক বন্ধন: অ্যাডজুট্যান্ট জেনারেলের নেতৃত্বে ৩ নভেম্বর রাওয়ালপিন্ডি যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ নভেম্বর, ২০২৫ | ৮:৫৪ 50 ভিউ
বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনী পাকিস্তানের সামরিক কর্তৃপক্ষের সঙ্গে বিস্তৃত ও নিবিড় সম্পর্ক গড়ার ক্ষেত্রে জোরদার প্রচেষ্টা চালাচ্ছে। তারই অংশ হিসেবে আগামী ৩ নভেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল ইতিহাসের প্রথম ‘আর্মি-টু-আর্মি স্টাফ টক’-এ অংশ নিতে রাওয়ালপিন্ডির উদ্দেশ্যে যাত্রা করছে। এই চার দিনব্যাপী আলোচনা দুই দেশের মধ্যে সামরিক সম্পর্ক দ্রুত শক্তিশালী হওয়ার ইঙ্গিত বহন করছে। সূত্র অনুযায়ী জানা গেছে, বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ মাসুদুর রহমান এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। তাঁর দলে একজন লেফটেন্যান্ট কর্নেল এবং দুজন মেজরও থাকবেন। ৩ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত রাওয়ালপিন্ডিতে অবস্থানকালে বাংলাদেশি দলের সমস্ত খরচ বহন করবে পাকিস্তান সেনাবাহিনী। জেনারেল মির্জার ঢাকা সফরের পরপরই এই পদক্ষেপ ১৯৭১

সালে পাকিস্তান থেকে বাংলাদেশের অভ্যুদয়ের পর দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। সাম্প্রতিক এই নিবিড় সামরিক সম্পর্কের সূত্রপাত ঘটে গত ২৪ থেকে ২৮ অক্টোবর পাকিস্তান সেনাবাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জার ঢাকা সফরের মধ্য দিয়ে। জেনারেল মির্জার জন্য বাংলাদেশ সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্ব কেবল লাল গালিচা সংবর্ধনাই দেয়নি, তাকে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭তম পদাতিক ডিভিশন যেখানে অবস্থিত, সেই স্পর্শকাতর সিলেট সেনানিবাসেও একদিনের জন্য আতিথেয়তা প্রদান করা হয়। চার দিনের সফরে জেনারেল মির্জা প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) খলিলুর রহমান, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, নৌবাহিনী প্রধান

অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং সশস্ত্র বাহিনী বিভাগের (AFD) প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের সাথে বৈঠক করেন। উল্লেখ্য, লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানই প্রথম এবং সর্বোচ্চ পদস্থ বাংলাদেশি জেনারেল হিসেবে গত ১১ জানুয়ারি, ২০২৫ সালে কর্মকর্তাদের একটি দল নিয়ে রাওয়ালপিন্ডি সফর করেন। এরপরে একই মাসে তিন সদস্যের একটি পাকিস্তানি আইএসআই দলও ঢাকা সফর করে। এরপর থেকে পাকিস্তানের সেনাবাহিনীর অন্তত তিনটি পৃথক দল বাংলাদেশ সফর করেছে। সম্পর্ক উন্নয়নের মূল চালিকাশক্তি এএফডি বাংলাদেশ সামরিক বাহিনীর এই গভীর সম্পৃক্ততার মূল চালিকাশক্তি হলো সশস্ত্র বাহিনী বিভাগ (AFD), যা সরাসরি প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে পরিচালিত হয়। এএফডি প্রধান লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান কেবল পাকিস্তানের সঙ্গে সামরিক

সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার পক্ষে নন, বরং তিনি দ্রুত প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহের লক্ষ্যে একটি নীতিও জোরদারভাবে অনুসরণ করছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঝলমলে চুল পেতে জাপানিরা যেভাবে যত্ন নেন ট্রাম্পকে নোবেল পুরস্কারের মেডেল ‘উপহার’ দিলেন মাচাদো নোবেল পুরস্কার ‘হস্তান্তরযোগ্য নয়’, বলল নোবেল পিস সেন্টার আধিপত্য নিয়ে তালেবানের শীর্ষ পর্যায়ের কোন্দল প্রকাশ্যে সরকার নিরপেক্ষ নির্বাচন করতে পারবে কিনা- সন্দেহ দেবপ্রিয়র পোস্টাল ভোটে অনিয়ম করলে প্রবাসীদের দেশে ফেরত আনার হুঁশিয়ারি ইসির বাংলাদেশে সহিংসতা বাড়ছে, রাজনীতিতে উপেক্ষিত নারী বাংলাদেশের প্রধান ঝুঁকি অপরাধমূলক কর্মকাণ্ড বিশ্বের প্রধান ঝুঁকি ভূ-অর্থনৈতিক সংঘাত স্থগিত হয়ে যেতে পারে বিপিএল আত্মশুদ্ধি, মানবপ্রেম ও ঐতিহ্যের মহামিলন *নির্বাচনী চাপে দায়িত্ব পালনের ফলে চিকিৎসার সুযোগ না পেয়ে মৃত্যু: ইউএনও ফেরদৌস আরার মৃত্যু ঘিরে গুরুতর প্রশ্ন *ডলার সংকটে গ্যাস আমদানি অনিশ্চয়তা তৈরি হয়েছে* *বাংলাদেশি নাগরিকদের ওপর মার্কিন স্যাংশন,কূটনৈতিক ব্যর্থতা, আন্তর্জাতিকভাবে কোণঠাসা* ❝পোস্টাল ব্যালট ও ট্রান্সফার করা ভোটব্যাংক হলো জামাত এনসিপি জোটের ডামি নির্বাচনের সুপরিকল্পিত কৌশল❞ পাকিস্তানের ইশারায় ক্রিকেট ধ্বংস, ইউনুস সরকারের ব্যর্থতা আর আসিফ নজরুলের নীরবতা—বাংলাদেশের ক্রিকেট আজ নেতৃত্বহীন লাশ শিবির ক্যাডারদের হাতে কারাগার, কারাগারে আটকে আওয়ামী লীগের উপর চলছে পরিকল্পিত গণহত্যা জাতিসংঘের প্রতিবেদনে স্বীকৃত সত্য : দক্ষিণ এশিয়ায় মূল্যস্ফীতির শিরোমণি বাংলাদেশ এখন রাজাকারের সাথে কে যোগ দিছে? বলেন আপনারা দেশের মানুষ” – জনতার কথা যারা মেধার কথা বলে রাজপথ জ্বালিয়েছিল, তারাই আজ কোটা খেয়ে সরকারি অফিসে— কোটা আন্দোলনের মুখোশে ক্ষমতার সিঁড়ি, সাধারণ ছাত্রদের ভাগ্যে শুধু ধোঁকা!