মালয়েশিয়ায় ই-কমার্স প্রতারণা: বাংলাদেশিসহ চক্রের ৭৯০ জন আটক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ নভেম্বর, ২০২৫
     ৬:৪২ পূর্বাহ্ণ

মালয়েশিয়ায় ই-কমার্স প্রতারণা: বাংলাদেশিসহ চক্রের ৭৯০ জন আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ নভেম্বর, ২০২৫ | ৬:৪২ 18 ভিউ
চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ই-কমার্স প্রতারণায় মালয়েশিয়ায় প্রায় ৫৪.১ মিলিয়ন রিঙ্গিত ক্ষতি রেকর্ড করা হয়েছে। অনলাইন প্রতারণার এই ক্রমবর্ধমান প্রবণতা এখন দেশজুড়ে উদ্বেগের কারণ হয়ে উঠেছে। বুকিত আমান বাণিজ্যিক অপরাধ তদন্ত বিভাগ (জেএসজেকে)-এর পরিচালক দাতুক রুসদি মোহাম্মদ ইসা এক বিবৃতিতে জানিয়েছেন, এই অপরাধ দমন করতে জেএসজেকে-এর গোয়েন্দা ও অভিযান শাখা ২ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত ‘অপ মেরপাতি খাস বিল. ১/২০২৫’ নামের একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের মূল লক্ষ্য ছিল ই-কমার্সভিত্তিক অনলাইন প্রতারণা রোধ করা। এতে প্রতারণার সঙ্গে জড়িত বিভিন্ন সিন্ডিকেট সদস্যের বিরুদ্ধে অভিযান চালানো হয়, যাদের ভূমিকার মধ্যে ছিল— প্রতারণার অর্থ গ্রহণে ব্যবহৃত ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা, এ টি

এম কার্ড সরবরাহ, টাকা উত্তোলনসহ নানা বেআইনি কার্যক্রম। বুকিত আমান জেএসজেকে সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দাতুক রুসদি জানান, এসব মামলা দণ্ডবিধির ৪২০ ধারায় (প্রতারণা) তদন্তাধীন। তিনি বলেন,অভিযানের মাধ্যমে জেএসজেকে মোট ৭৯০ জন ‘অ্যাকাউন্ট খচ্চর’ মালিককে আটক করেছে, যারা তাদের ব্যাংক অ্যাকাউন্ট প্রতারণামূলক লেনদেনে ব্যবহার করতে দিয়েছিল। এছাড়া আরও ৩০ জনকে আটক করা হয়েছে, যারা ই-কমার্স প্রতারণা পরিচালনাকারী কল সেন্টার পরিচালনায় সরাসরি জড়িত। এই অভিযানে মোট ৮২০ জনকে আটক করা হয়েছে, যার সঙ্গে সংশ্লিষ্ট ৬৬০টি তদন্ত মামলা খোলা হয়েছে। এই সিন্ডিকেটের কার্যক্রমে ১১.৬ মিলিয়ন রিঙ্গিত ক্ষতির তথ্যও রেকর্ড করা হয়েছে। রুসদি আরও জানান, অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে ৪৭৫ জন পুরুষ এবং ৩১৫ জন নারী। জাতিগতভাবে

দেখা গেছে, মালয় সম্প্রদায়ের আটক সংখ্যা সর্বাধিক (৪৮২ জন), এরপর অন্যান্য জাতিগোষ্ঠী (১৮১ জন), চীনা (৬৪ জন), ভারতীয় (৫৯ জন) এবং বিদেশি নাগরিক ৪ জন, যাদের মধ্যে ইন্দোনেশিয়া ও বাংলাদেশ থেকে আসা ব্যক্তি রয়েছেন। তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত সারা মালয়েশিয়ায় ৪,২৪২টি প্রতারণা মামলা দায়ের হয়েছে, যা দণ্ডবিধির ৪২০ ধারায় তদন্তাধীন। ই-কমার্সভিত্তিক অনলাইন প্রতারণা মালয়েশিয়ায় দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো এখন এই অপরাধ চক্র দমনে কঠোর অভিযান চালাচ্ছে এবং জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আজ থেকে বন্ধ হচ্ছে ১০টির বেশি সিম নিবিড় হচ্ছে ঢাকা-ইসলামাবাদ সামরিক বন্ধন: অ্যাডজুট্যান্ট জেনারেলের নেতৃত্বে ৩ নভেম্বর রাওয়ালপিন্ডি যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র, আহত অর্ধশতাধিক বর্তমান বাস্তবতায় অন্তবর্তী সরকার গঠনকল্পে সুপ্রীম কোর্টের আপীল বিভাগে পাঠানো মহামান্য রাষ্ট্রপতির রেফারেন্সটি রি-কল (Recall) হওয়া উচিত নবজাগরণে জ্বলে উঠুক বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকায় স্বতঃস্ফূর্ত মিছিল: অবৈধ ইউনূস সরকারের বিরুদ্ধে রাজপথে আওয়ামী লীগ, ১০ মাসে গ্রেপ্তার ৩ হাজার বিশ্ববাজারে গমের দাম কমতে কমতে অর্ধেকে নামলেও দেশে আটার দাম আকাশছোঁয়া, এই বৈষম্য কমবে কবে? বিশ্ব মিডিয়ায় শেখ হাসিনার সদর্প উপস্থিতি, ডিপ স্টেটের গভীর ষড়যন্ত্র এবং স্বদেশ প্রত্যাবর্তন ইউনূস সরকারের পদত্যাগের দাবিতে ঢাকার ৪০ স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল রাউজান-গাজীপুরে বিএনপি নেতাকর্মীদের কাছ থেকে উদ্ধারকৃত অস্ত্র থানা লুটের প্রখ্যাত অর্থনীতিবিদ ও নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের জন্য বিভিন্ন পশ্চিমা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। অক্টোবরে হেফাজতে মৃত্যু ও অজ্ঞাতনামা লাশ উদ্ধার বৃদ্ধি, মানবাধিকার পরিস্থিতি ‘উদ্বেগজনক’ অধস্তন আদালতের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে মঙ্গলবার বসছে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা জুলাই আন্দোলন বিপ্লব নয়, এটি ছিল বাংলাদেশে সন্ত্রাসী হামলা: শেখ হাসিনা জমি দখলের অভিযোগ আসলাম চৌধুরীর ভাইয়ের বিরুদ্ধে জুলাই আন্দোলন বিপ্লব নয়, এটি ছিল বাংলাদেশে সন্ত্রাসী হামলা: শেখ হাসিনা ১০ মাসে ১৩০০ মিছিল, দমন-পীড়নে ৭০০ নেতা-কর্মী নিহত নামাজ পড়ে বাসার ছাদে যান সিলেটের আ. লীগ নেতা, সিঁড়ির পাশে মিলল রক্তাক্ত মরদেহ আজকের স্বর্ণের দাম: ১ নভেম্বর ২০২৫ সেন্টমার্টিনে যাওয়ার অনুমতি পেলেও চলবে না জাহাজ