ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
পিবিডিএফ-এ উপদেষ্টা আসিফ মাহমুদ সিন্ডিকেটের রমরমা নিয়োগ বাণিজ্য: শিবির-এনসিপির ২৩৮৮ জনের পদায়ন
জাতিসংঘের ‘ফ্যাক্ট ফাইন্ডিং’ প্রতিবেদন: দায়বদ্ধতার প্রয়াস, নাকি রাজনৈতিক হাতিয়ার?
উত্তরায় ট্রাফিক সার্জেন্টকে ভয়ঙ্কর হুমকি: ‘৫ আগস্টে পুলিশ মেরে ঝুলিয়ে রেখেছি, আপনাদেরও রাখব’
জরিপে চমক: ৬৯.৪৩% মানুষ নির্বাচনে আওয়ামী লীগকে চায়, ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি ৯৮% মানুষের অনাস্থা
মেঝেতে শুয়ে চিকিৎসা: দৃষ্টি প্রতিবন্ধী, আহত সাবেক কাউন্সিলরকে হাতকড়া
পশ্চিমা মিডিয়ার পাল্টি: ভয় নাকি রণনীতি? শুরু হল কি ‘অপারেশন র্যেথ অফ বেঙ্গল’? আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষক এবিএম সিরাজুল হোসেনের বিস্ফোরক দাবি
সংখ্যালঘুর জমি দখল-চেষ্টায় সহযোগিতা, যশোরে ওসি-এসআই’র বিরুদ্ধে মামলা
বিদ্যুৎ আমদানির বিল পরিশোধে সহজীকরণে কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ শিথিল
বিদ্যুৎ আমদানির অর্থ পরিশোধে আর বাংলাদেশ ব্যাংকের আলাদা অনুমোদন লাগবে না। এখন থেকে বাণিজ্যিক ব্যাংকগুলো সরকার অনুমোদিত আন্তসীমান্ত বিদ্যুৎ ক্রয় চুক্তির আওতায় সরাসরি বিল পরিশোধ করতে পারবে। আজ মঙ্গলবার এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক বলছে, এই সিদ্ধান্তের লক্ষ্য হলো আমদানিকৃত বিদ্যুতের মূল্য পরিশোধ প্রক্রিয়াকে সহজ করা—বিশেষ করে জাতীয় গ্রিডের মাধ্যমে সরবরাহ হওয়া বিদ্যুৎ ক্রয়ের ক্ষেত্রে। এতে দ্বিপক্ষীয় বিদ্যুৎ চুক্তি অনুযায়ী বিদেশি সরবরাহকারীদের অর্থ পাঠানো দ্রুত হবে বলে মনে করছে ব্যাংক কর্তৃপক্ষ।
তবে বিশেষজ্ঞদের মতে, অনুমোদন প্রক্রিয়া তুলে নেওয়ার ফলে প্রশাসনিক জটিলতা যেমন কমবে, তেমনি আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও নিয়ন্ত্রণের প্রশ্নও নতুন করে উঠতে পারে। কারণ, কেন্দ্রীয় ব্যাংকের সরাসরি
অনুমোদন না লাগলে বিদেশি সরবরাহকারীর কাছে অর্থ প্রেরণে নজরদারি দুর্বল হতে পারে—বিশেষ করে যদি তা রাষ্ট্রীয় পর্যায়ের বড় চুক্তি হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংকগুলোকে অর্থ পরিশোধের সময় বৈদেশিক মুদ্রা লেনদেনবিষয়ক সব নিয়মকানুন, গ্রাহক যাচাই (KYC), এবং অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ সংক্রান্ত নীতিমালা কঠোরভাবে মেনে চলতে হবে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকে নিয়মিত প্রতিবেদন দাখিলের বাধ্যবাধকতাও রাখা হয়েছে। এ ছাড়া যেখানে বিদ্যুৎ আমদানির ক্ষেত্রে শুল্কসংক্রান্ত আনুষ্ঠানিকতা প্রযোজ্য হবে, সেখানে প্রচলিত আমদানি প্রক্রিয়ার মাধ্যমেই অর্থ পরিশোধ করতে হবে। অর্থনৈতিক বিশ্লেষকেরা বলছেন, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক বিদ্যুৎ বাণিজ্যে বাংলাদেশের অংশগ্রহণ বাড়ছে—ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে বিদ্যুৎ আমদানির চুক্তিগুলোও বহুমাত্রিক হচ্ছে। এমন প্রেক্ষাপটে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন শিথিল করা
আমলাতান্ত্রিক জট কমাতে সহায়ক হতে পারে, তবে স্বচ্ছতা রক্ষায় শক্ত মনিটরিং কাঠামো অপরিহার্য। নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ ব্যাংকের নীতি নির্ধারণী পর্য়ায়ের এক কর্মকর্তা বলেন, নিয়ম সহজ হলো, কিন্তু নজরদারি জোরদার না হলে রাষ্ট্রীয় অর্থপ্রবাহের স্বচ্ছতা প্রশ্নের মুখে পড়তে পারে।
অনুমোদন না লাগলে বিদেশি সরবরাহকারীর কাছে অর্থ প্রেরণে নজরদারি দুর্বল হতে পারে—বিশেষ করে যদি তা রাষ্ট্রীয় পর্যায়ের বড় চুক্তি হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংকগুলোকে অর্থ পরিশোধের সময় বৈদেশিক মুদ্রা লেনদেনবিষয়ক সব নিয়মকানুন, গ্রাহক যাচাই (KYC), এবং অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ সংক্রান্ত নীতিমালা কঠোরভাবে মেনে চলতে হবে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকে নিয়মিত প্রতিবেদন দাখিলের বাধ্যবাধকতাও রাখা হয়েছে। এ ছাড়া যেখানে বিদ্যুৎ আমদানির ক্ষেত্রে শুল্কসংক্রান্ত আনুষ্ঠানিকতা প্রযোজ্য হবে, সেখানে প্রচলিত আমদানি প্রক্রিয়ার মাধ্যমেই অর্থ পরিশোধ করতে হবে। অর্থনৈতিক বিশ্লেষকেরা বলছেন, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক বিদ্যুৎ বাণিজ্যে বাংলাদেশের অংশগ্রহণ বাড়ছে—ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে বিদ্যুৎ আমদানির চুক্তিগুলোও বহুমাত্রিক হচ্ছে। এমন প্রেক্ষাপটে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন শিথিল করা
আমলাতান্ত্রিক জট কমাতে সহায়ক হতে পারে, তবে স্বচ্ছতা রক্ষায় শক্ত মনিটরিং কাঠামো অপরিহার্য। নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ ব্যাংকের নীতি নির্ধারণী পর্য়ায়ের এক কর্মকর্তা বলেন, নিয়ম সহজ হলো, কিন্তু নজরদারি জোরদার না হলে রাষ্ট্রীয় অর্থপ্রবাহের স্বচ্ছতা প্রশ্নের মুখে পড়তে পারে।



