পাকিস্তানের জেনারেলের লাগেজে ডামি অ্যাসল্ট রাইফেল, ঢাকা বিমানবন্দরে অস্বস্তি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২৫
     ৫:১৮ অপরাহ্ণ

পাকিস্তানের জেনারেলের লাগেজে ডামি অ্যাসল্ট রাইফেল, ঢাকা বিমানবন্দরে অস্বস্তি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২৫ | ৫:১৮ 76 ভিউ
চার দিনের সরকারি সফর শেষে ঢাকা ছাড়ার সময় পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জার লাগেজে একটি ডামি অ্যাসল্ট রাইফেল (নকল রাইফেল) পাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সামান্য অস্বস্তির সৃষ্টি হয়েছে। বাংলাদেশি নিরাপত্তা বাহিনীর সতর্কতায় ২৮ অক্টোবর সন্ধ্যায় এই স্মারক অস্ত্রটি বিমানবন্দরে ধরা পড়ে। সিআইপি গেটে আবিষ্কার জেনারেল মির্জা, যিনি পাকিস্তানের দ্বিতীয় ক্ষমতাধর সামরিক কর্মকর্তা, তাঁর স্ত্রী ও তিন সহযোগী কর্মকর্তাসহ এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৭ ফ্লাইটে দুবাই হয়ে পাকিস্তানের উদ্দেশে রওনা হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। জানা গেছে, সন্ধ্যা ৬টার দিকে বিমানবন্দরের সিআইপি (Commercially Important Person) গেটে যখন অতিথিদের মালামাল স্ক্যান করা হচ্ছিল, তখন দর্শনার্থীদের লাগেজের মধ্যে থাকা একটি 'ভারী লাগেজ'

ইলেকট্রনিক স্ক্যানারে ধরা পড়ে। সামরিক নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে, বস্তুটি একটি উপহারের প্যাকেজে মোড়ানো ছিল। প্যাকেজটি খোলার পর একটি স্মারক রাইফেল বেরিয়ে আসে। বাংলাদেশের পক্ষ থেকে উপহার সঙ্গে থাকা পাকিস্তানি সেনাবাহিনীর মেজর পদমর্যাদার কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের পর জানা যায়, এটি একটি স্মারক অস্ত্র, যা জেনারেল মির্জাকে উপহার দেওয়া হয়েছে। জানা যায়, গত ২৬ অক্টোবর বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান এই ডামি রাইফেলটি জেনারেল মির্জাকে উপহার দিয়েছিলেন। উদ্ধারকৃত স্মারক বস্তুটি ছিল ৭.৬২ মিমি বোরের একটি বিডি-০৮ রাইফেল, তবে এতে কোনো ফায়ারিং পিন ছিল না, অর্থাৎ এটি সম্পূর্ণরূপে অকার্যকর ছিল। প্রটোকল ভঙ্গের অভিযোগ বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, উচ্চ-পর্যায়ের সামরিক স্মারক হওয়া

সত্ত্বেও উপহার হিসেবে পাওয়া এই রাইফেলটি পরিবহনের জন্য বাংলাদেশি স্বাগতিক বা পাকিস্তানি অতিথি—কোনো পক্ষই বিমানবন্দর কর্তৃপক্ষকে আগে থেকে অবহিত করেননি। আন্তর্জাতিক প্রটোকল অনুযায়ী এই ধরনের অস্ত্র-সদৃশ জিনিসপত্র বহনের ক্ষেত্রে পূর্বানুমতি ও বিশেষ ঘোষণা বাধ্যতামূলক। এই ঘটনাটি প্রায় চার দিন ধরে চলা উষ্ণ আতিথেয়তা এবং উপহার বিনিময়ের পর্ব শেষে বিদায় মুহূর্তে উভয় দেশের অতিথিদের জন্য কিছুটা বিব্রতকর পরিস্থিতি তৈরি করে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪০০ বছরের পুরনো গল্প, ঈদে মুক্তির দৌড়ে ‘রঙবাজার’ এপস্টেইনের ঘনিষ্ঠ নেতা, শিল্পী ও ব্যবসায়ীদের ছবি প্রকাশ মগবাজারে ভাই-বোনের মৃত্যু, পুলিশের ধারণা খাবারে বিষক্রিয়া মঞ্চেই হেনস্তার শিকার গায়িকা, থানায় অভিযোগ পারাপারের সময় ফেরি থেকে পড়ে নদীতে ডুবল ৫ যান, ৩ জনের মৃত্যু দহগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে বিএসএফ সদস্যের প্রবেশ, বিজিবির হাতে আটক চট্টগ্রামে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম স্থগিত আগুনে পুড়ে ছাই উদীচীর ৫৭ বছরের ইতিহাস ছায়ানটে হামলা: ৩৫০ জনের বিরুদ্ধে মামলা বার্সার লড়াকুকন্যা আইতানা বোনমাতি উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বিপিএলের সময়সূচিতে পরিবর্তন দীর্ঘ নীরোগ জীবনের রহস্যভেদ ইসরায়েলের প্রশ্রয়ে গাজায় সশস্ত্র গোষ্ঠীর দৌরাত্ম্য স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের জাতীয় কবির সমাধির পাশে সমাহিত হাদি অবৈধ দখলদার সরকারের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় সারা দেশে ভাঙচুর, অগ্নিসংযোগ, গুম-খুন ও মবসন্ত্রাসের মাধ্যমে নৈরাজ্যের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি আওয়ামী লীগের কার্যালয়ে, আওয়ামী লীগের নেতাদের বাড়িঘরে হামলা নিন্দা ও প্রতিবাদ এ. কে. খন্দকারের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের শোক অবৈধ তফসিল মানি না, মানবো না। চরম অরাজকতায় ধুঁকছে বাংলাদেশ: ইউনুস-সেনাপ্রধান দ্বন্দ্বে শাসনব্যবস্থা অচল, কৌশলগত অবস্থানে ভারত