ঐতিহাসিক সোশ্যাল মিডিয়া মামলায় সাক্ষ্য দেবেন মার্ক জাকারবার্গ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ অক্টোবর, ২০২৫
     ৬:৩৪ পূর্বাহ্ণ

ঐতিহাসিক সোশ্যাল মিডিয়া মামলায় সাক্ষ্য দেবেন মার্ক জাকারবার্গ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ অক্টোবর, ২০২৫ | ৬:৩৪ 81 ভিউ
মার্কিন যুক্তরাষ্ট্রে কিশোর-কিশোরীদের উপর সোশ্যাল মিডিয়ার প্রভাব নিয়ে দায়ের করা এক ঐতিহাসিক মামলায় ফেসবুকের প্রতিষ্ঠাতা ও মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গকে আদালতে সাক্ষ্য দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। লস অ্যাঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্টের বিচারক ক্যারোলিন কুল এই সপ্তাহে মেটা প্ল্যাটফর্মসের যুক্তি প্রত্যাখ্যান করেছেন যে জাকারবার্গের সরাসরি হাজিরা অপ্রয়োজনীয়। এই আদেশের আওতায় আরও পড়েছেন স্ন্যাপচ্যাটের প্রধান নির্বাহী ইভান স্পিগেল এবং ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মসেরি। আসন্ন জানুয়ারিতে শুরু হতে যাওয়া এই বিচারটি সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোর বিরুদ্ধে দায়ের করা অসংখ্য মামলার মধ্যে প্রথমগুলোর একটি, যেখানে অভিযোগ করা হয়েছে যে এসব অ্যাপ ইচ্ছাকৃতভাবে আসক্তিকরভাবে ডিজাইন করা হয়েছে, যদিও প্রতিষ্ঠানগুলো জানত এগুলো তরুণদের মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে

পারে। মেটা এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। স্ন্যাপের প্রতিনিধিত্বকারী আইন সংস্থা কার্কল্যান্ড অ্যান্ড এলিস জানিয়েছে, আদালতের এই সিদ্ধান্ত মামলার অভিযোগের সত্যতা প্রমাণ করে না। সংস্থাটি বলেছে, তারা আদালতে প্রমাণ করতে আগ্রহী যে স্ন্যাপচ্যাটের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো বাস্তবতা ও আইনের দিক থেকে ভুল। ২০২২ সালে শত শত অভিভাবক ও স্কুল জেলা কর্তৃপক্ষের করা অভিযোগগুলো একত্রিত করে এই মামলাটি লস অ্যাঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্টে দায়ের করা হয়। অভিযোগে বলা হয়েছে, এসব কোম্পানির প্যারেন্টাল কন্ট্রোল দুর্বল এবং নিরাপত্তা বৈশিষ্ট্য অপর্যাপ্ত। পাশাপাশি “লাইক” এবং অন্যান্য নোটিফিকেশন তরুণদের প্ল্যাটফর্মে আটকে রাখে। মেটা ও স্ন্যাপ এসব অভিযোগ অস্বীকার করেছে। একই ধরনের আরও একটি ফেডারেল মামলায় টিকটক (বাইটড্যান্সের মালিকানাধীন) ও ইউটিউব (অ্যালফাবেটের

মালিকানাধীন) এর নামও রয়েছে। প্রযুক্তি কোম্পানিগুলো মামলাগুলো বাতিলের আবেদন জানিয়েছিল, যুক্তি দিয়ে যে ১৯৯০-এর দশকে পাস হওয়া একটি ফেডারেল আইন তাদের ব্যবহারকারীদের কনটেন্টের জন্য দায়ী করে না। কিন্তু বিচারক কুল রায় দেন, অ্যাপের নকশাজনিত অবহেলা ও ব্যক্তিগত ক্ষতির অভিযোগগুলো মোকাবিলার দায় কোম্পানিগুলোরই। কিশোরদের পক্ষে থাকা আইনজীবীরা যুক্তি দিয়েছেন, কোম্পানিগুলো সচেতনভাবে প্রয়োজনীয় পরিবর্তন আনেনি কারণ এতে তাদের ব্যবসায় ক্ষতি হতো। মেটা জানিয়েছিল, জাকারবার্গ ও মসেরি ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন, এবং সরাসরি হাজিরা “বড় ধরনের বোঝা” তৈরি করবে। তবে বিচারক কুল বলেন, কোম্পানির প্রধান নির্বাহীর সরাসরি সাক্ষ্য “অত্যন্ত গুরুত্বপূর্ণ”, কারণ তাদের জানা তথ্য এবং ঝুঁকি এড়াতে পদক্ষেপ না নেওয়ার বিষয়গুলো অবহেলার প্রমাণ হিসেবে বিবেচিত হতে পারে। মামলার বাদী

আইন সংস্থা বিসলি অ্যালেন এক বিবৃতিতে জানিয়েছে, “আমরা উন্মুখ হয়ে আছি এই বিচার প্রক্রিয়ার মাধ্যমে এসব কোম্পানি ও তাদের নির্বাহীদের শিশুদের ক্ষতির জন্য জবাবদিহিতার মুখোমুখি করতে।” সাম্প্রতিক বছরগুলোতে তরুণদের মানসিক স্বাস্থ্যের ওপর সোশ্যাল মিডিয়ার প্রভাব নিয়ে প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর আইনি ও রাজনৈতিক চাপ ক্রমেই বাড়ছে। গত বছর কংগ্রেসে সাক্ষ্য দিতে গিয়ে জাকারবার্গ বলেন, মেটা এই বিষয়গুলোকে গুরুত্বের সঙ্গে দেখে এবং সুরক্ষার ব্যবস্থা জোরদার করেছে। তিনি দাবি করেন, এখন পর্যন্ত বৈজ্ঞানিক গবেষণায় সোশ্যাল মিডিয়া ব্যবহারের সঙ্গে কিশোরদের মানসিক স্বাস্থ্যের অবনতি—এর সরাসরি সম্পর্ক পাওয়া যায়নি। গত বছর ইনস্টাগ্রাম বিশেষ “টিন অ্যাকাউন্ট” চালু করে, এবং চলতি মাসে সেই ব্যবস্থা আরও উন্নত করে নতুন একটি ডিফল্ট সেটিং

যুক্ত করেছে যা বয়স-উপযুক্ত কনটেন্ট ফিল্টার করে। অভিভাবকরাও এখন আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করতে পারবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন বছরে বিশ্বনেতাদের বার্তা মুনাফার হার আরও কমলো, কোন সঞ্চয়পত্রে কত পারমাণবিক স্থাপনার তালিকা বিনিময় করল পাকিস্তান ও ভারত কোরআন হাতে শপথ নিলেন জোহরান মামদানি এনসিপির আরেক নেতার পদত্যাগ বিশ্বাসঘাতকতা ও ইতিহাস অস্বীকারই ড. ইউনুসের কৌশল ইউনূসের শাসনে বন্দী গণমাধ্যম ও জাতির বিবেক ভারতের কূটনীতিকের সঙ্গে ‘গোপন’ বৈঠক হয় জামায়াত আমিরের ! জেল হেফাজতে মৃত্যুর মিছিল: ১৫ দিনের মাথায় কলাপাড়া আ.লীগ নেতার ‘রহস্যজনক’ মৃত্যু, নির্যাতনের অভিযোগ গণমাধ্যম দমনে ‘ফেরাউনি’ ছায়া: ড. ইউনূসের শাসনে ভিন্নমত ও বিবেকের কারাবাস—একটি বিশ্লেষণ আওয়ামী লীগের রাজনৈতিক শিষ্টাচারের জয়: বিএনপি নেতা মনার কণ্ঠেও প্রশংসা, জামায়াতকে বর্জনের ডাক পবিত্র মাহে রমজান শুরু হতে আর কতদিন বাকি? আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান ক্ষেপণাস্ত্র ‘প্রলয়’এর সফল উৎক্ষেপণ সূচনা হলো আমার নতুন অধ্যায়: রুমিন ফারহানা খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের চাপায় পুলিশ সদস্য নিহত মণি সিংহের ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত ক্ষেপণাস্ত্র ‘প্রলয়’এর সফল উৎক্ষেপণ হরভজনের চোখে টি২০ বিশ্বকাপের সেরা চার দল এবার নতুন রূপে আসছেন হুমা কুরেশি