ল্যুভর থেকে চুরি হওয়া অলংকারের আর্থিক মূল্য প্রকাশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ অক্টোবর, ২০২৫
     ১১:৪৩ অপরাহ্ণ

ল্যুভর থেকে চুরি হওয়া অলংকারের আর্থিক মূল্য প্রকাশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ অক্টোবর, ২০২৫ | ১১:৪৩ 53 ভিউ
ফ্রান্সের ঐতিহ্যের ধারক হিসেবে পরিচিত স্থানটি চলতি সপ্তাহের শুরুতে পরিণত হয় ক্রাইম সিনে (অপরাধের স্থান)। ল্যুভর জাদুঘর থেকে আটটি অলংকার চুরির পর বন্ধ হয় দর্শনার্থীর প্রবেশ। এবার সেই অলংকারের আর্থিক মূল্য বিবেচনায় ক্ষতির হিসাব জানালেন ফ্রান্সের সরকারি কৌঁসুলি। দেশটির রেডিও নেটওয়ার্ক আরটিএল-এর বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, চুরি হওয়া আটটি অলংকারের আর্থিক মূল্য প্রায় ৮ দশমিক ৮ কোটি ইউরো বা ১০ কোটি ডলার। স্থানীয় সময় মঙ্গলবার আরটিএলকে দেওয়া সাক্ষাৎকারে ফ্রান্সের সরকারি কৌঁসুলি লহ বেকু জানান, এই পরিমাণ নিঃসন্দেহে চমকপ্রদ। কিন্তু ঐতিহাসিক সম্পদের যে ক্ষতি হলো সেটি পূরণ হওয়ার নয়। গত রোববার সকালে জাদুঘরটিতে চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া রত্নগুলোর মধ্যে আছে

তৃতীয় নেপোলিয়নের স্ত্রী সম্রাজ্ঞী ইউজেনির টিয়ারা। এতে ছিল ২১২টি মুক্তা, ১ হাজার ৯৯৮টি হীরক এবং ৯৯২টি রোজ-কাট হীরা। সম্রাজ্ঞী ইউজেনি বেল্ট বা কোমরবন্ধনী ব্যবহার করতেন। এটির কেন্দ্রে ছিল অলঙ্কৃত ফিতা। এতে ছিল ২,৪৩৮টি হীরা ও ১৯৬টি রোজ-কাট হীরা। জাদুঘরে সম্রাজ্ঞীর কিছু হীরাখচিত ব্রোচের একটি ছিল ১৮৫৫ সালের। এটিকে ‘রেলিকুয়ারি ব্রোচ’ বলা হয়। চুরি হওয়া অন্য অলংকারের মধ্যে আছে উনবিংশ শতাব্দীর গোড়ার দিকে লুই বোনাপার্টের স্ত্রী রানি হরটেন্স এবং লুই ফিলিপ প্রথমের স্ত্রী রানি মেরি অ্যামেলির ব্যবহার করা কানের দুল। ১৮১০ সালে দ্বিতীয় স্ত্রী মেরি লুইসকে বিয়ের সময় নেপোলিয়নের দেওয়া পান্নার গয়নার সেটে ছিল ৩২টি পান্না ও ১ হাজার ১৩৮টি হীরা। গয়নার

সেটটি জাদুঘরে সংরক্ষিত হয় ২০০৪ সালে। ল্যুভর কর্তৃপক্ষ জানিয়েছে, বিয়ে উপলক্ষে নেপোলিয়ন দুটি বিলাসবহুল গয়নার সেট তৈরি করতে বলেছিলেন। আরেকটি ছিল ওপাল ও হীরা দিয়ে তৈরি। এই সেটের মধ্যে পান্না ও হীরার এক জোড়া কানের দুল নিয়ে গেছে চোরেরা। গতকাল মঙ্গলবার পর্যন্তও জড়িতদের খুঁজে পাওয়া যায়নি। তবে ফ্রান্সের কর্মকর্তারা বলছেন, চোরেরা একটি সংঘবদ্ধ অপরাধ চক্রের সদস্য। তারা শিল্পমূল্যের জন্য নয় বরং পুনরায় বিক্রির উদ্দেশ্যে চুরি করে। অলংকারের ছবি এরই মধ্যে গণমাধ্যমে প্রকাশ হওয়ায় চোরেরা হয়তো গয়নাগুলো ভেঙে বা গলিয়ে বিক্রি করবে। সরকারি কৌঁসুলি লহ বেকু বলেন, যদি এগুলো আসলেই গলিয়ে বিক্রি করা হয় তাহলে ক্ষতির যে হিসাব করা হয়েছে, বাজারমূল্য তেমন নাও

হতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশ আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক ও ইউটিউবে কথা বলবেন জননেত্রী শেখ হাসিনা ‘জনপ্রিয়তা সহ্য করতে না পেরেই হাদিকে সরিয়েছে’— মির্জা আব্বাসের দিকে ইঙ্গিত জামায়াত আমিরের ভিডিও প্রমাণ: ময়মনসিংহে গণপিটুনিতে নিহত হিন্দু যুবক পুলিশের হেফাজতেই ছিলেন, কারখানা থেকে ছিনিয়ে নেওয়া হয়নি পাকিস্তান সেনাবাহিনী ও শয়তানপুজার সংযোগ বাংলাদেশে হিংসার নেপথ্যে পাকিস্তানের ‘ঢাকা সেল’? ভারতের গোয়েন্দা রিপোর্টে উঠে এল চাঞ্চল্যকর তথ্য ৪০০ বছরের পুরনো গল্প, ঈদে মুক্তির দৌড়ে ‘রঙবাজার’ এপস্টেইনের ঘনিষ্ঠ নেতা, শিল্পী ও ব্যবসায়ীদের ছবি প্রকাশ মগবাজারে ভাই-বোনের মৃত্যু, পুলিশের ধারণা খাবারে বিষক্রিয়া মঞ্চেই হেনস্তার শিকার গায়িকা, থানায় অভিযোগ পারাপারের সময় ফেরি থেকে পড়ে নদীতে ডুবল ৫ যান, ৩ জনের মৃত্যু দহগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে বিএসএফ সদস্যের প্রবেশ, বিজিবির হাতে আটক চট্টগ্রামে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম স্থগিত আগুনে পুড়ে ছাই উদীচীর ৫৭ বছরের ইতিহাস ছায়ানটে হামলা: ৩৫০ জনের বিরুদ্ধে মামলা বার্সার লড়াকুকন্যা আইতানা বোনমাতি উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বিপিএলের সময়সূচিতে পরিবর্তন দীর্ঘ নীরোগ জীবনের রহস্যভেদ ইসরায়েলের প্রশ্রয়ে গাজায় সশস্ত্র গোষ্ঠীর দৌরাত্ম্য স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের জাতীয় কবির সমাধির পাশে সমাহিত হাদি