পাকিস্তানের সেনা অভিযানে আফগান সীমান্তে ১৮ ‘জঙ্গি’ নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ অক্টোবর, ২০২৫
     ৮:৩৭ অপরাহ্ণ

পাকিস্তানের সেনা অভিযানে আফগান সীমান্তে ১৮ ‘জঙ্গি’ নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ অক্টোবর, ২০২৫ | ৮:৩৭ 42 ভিউ
পাকিস্তানের নিরাপত্তা বাহিনী আফগানিস্তান সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারী সন্ত্রাসীদের নির্মূলে অভিযান জোরদার করেছে। শুক্রবার দেশটির নিরাপত্তা সূত্র জানায়, উত্তর ওয়াজিরিস্তান ও লাক্কি মারওয়াটে পরিচালিত তিনটি পৃথক অভিযানে আরও ১৮ জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। এক প্রতিবেদনে এসব খবর দিয়েছে সামা টিভি। এত দাবি করা হয়েছে, গত চার দিনে আফগান সমর্থিত মোট ১০৮ জন জঙ্গি নিহত হয়েছে, যা জাতীয় কর্মপরিকল্পনা (ন্যাশনাল অ্যাকশন প্ল্যান) অনুযায়ী সন্ত্রাসবিরোধী অভিযানে বড় ধরনের অগ্রগতি নির্দেশ করছে। মির আলিতে আত্মঘাতী হামলার চেষ্টা ব্যর্থ, ৬ জঙ্গি নিহত উত্তর ওয়াজিরিস্তানের মির আলি এলাকায় এক আত্মঘাতী জঙ্গি বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে সেনা শিবিরের প্রাচীরে আঘাত হানার চেষ্টা করে। সংঘর্ষে গাড়িটি বিস্ফোরিত হয়ে সে ঘটনাস্থলেই নিহত হয়। এর

পরপরই আরও পাঁচজন বিদেশি সন্ত্রাসী শিবিরে অনুপ্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর দ্রুত ও সমন্বিত অভিযানে তারা সবাই নিহত হয়। এই ঘটনায় নিরাপত্তা বাহিনীর কোনো সদস্য হতাহত হননি। তবে অভিযানের সময় একটি পোস্টের ছাদ ধসে পড়ে একজন সৈন্য শহীদ হন এবং ছয়জন আহত হন। নিরাপত্তা কর্মকর্তারা জানান, হামলাটি আফগান ভূখণ্ড থেকে পরিচালিত একটি বৃহত্তর অনুপ্রবেশ চেষ্টার অংশ ছিল। দত্তাখেল অভিযানে ৬ জঙ্গি নিহত পাকিস্তানের নিরাপত্তা সূত্র আরও দাবি করেছে, উত্তর ওয়াজিরিস্তানের দত্তাখেল এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত (আইবিও) এক অভিযানে ছয় সন্ত্রাসী নিহত ও তিনজন আহত হয়। নিহতদের মধ্যে ছিল ‘ফিতনা আল-খারিজ’ নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ কমান্ডার মাহবুব ওরফে মোহাম্মদ, যিনি সীমান্তপারের হামলার সমন্বয় করতেন। নিরাপত্তা সূত্র জানায়, এরা

খাইবার পাখতুনখওয়া প্রদেশে আইনশৃঙ্খলা বাহিনী ও বেসামরিক লোকজনের ওপর একাধিক হামলায় জড়িত ছিল। বিস্ফোরকবাহী গাড়ি জব্দ, বড় হামলা প্রতিহত অন্য এক অভিযানে নিরাপত্তা বাহিনী শত শত কিলোগ্রাম বিস্ফোরক ভর্তি একটি গাড়ি জব্দ করে এবং ধ্বংস করে দেয়। এটি ‘ফিতনা আল-খারেজ’ গোষ্ঠীর বলে জানা গেছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী, বিস্ফোরকগুলো আফগানিস্তান থেকে বাণিজ্যিক পণ্যের আড়ালে পাকিস্তানে আনা হয়েছিল এবং বাজৌরে একটি জনবহুল এলাকায় আত্মঘাতী হামলার উদ্দেশ্যে ব্যবহার করা হতো। বিস্ফোরক জব্দের মাধ্যমে একটি ‘বড় ধরনের সন্ত্রাসী হামলা’ রোধ করা গেছে বলে কর্মকর্তারা জানান। চার দিনে ১০৮ জঙ্গি নিহত গত চার দিনে উত্তর ওয়াজিরিস্তান, লাক্কি মারওয়াট ও বাজৌরে চালানো অভিযানে মোট ১০৮ জন ‘খারেজি’ জঙ্গি নিহত হয়েছে। নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা

জানান, আফগান সীমান্তবর্তী অশাসিত অঞ্চলগুলো থেকে অনুপ্রবেশকারী বিদেশি সন্ত্রাসীদের নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। নিরাপত্তা সূত্রের ভাষায়, ‘জাতীয় কর্মপরিকল্পনার অধীনে আমাদের বাহিনী দৃঢ়ভাবে দেশের নিরাপত্তা ও শান্তি রক্ষায় অঙ্গীকারবদ্ধ।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ক্যু করে পদচ্যুত করতে ব্যর্থ হয়ে ইউনুসের কাছে রাষ্ট্রপতি এখন অচ্ছুৎ! সংস্কৃতি মন্ত্রণালয়ের লুটপাট: জুলাইয়ের খুনিদের আসল চেহারা ফেব্রুয়ারিতে ভোট, নাকি সংঘর্ষ—সংকটময় মোড়ে বাংলাদেশ বিচারের নামে শেখ হাসিনার সাথে চলছে অবিচার, বিশ্বে নিন্দিত বাংলাদেশ ইনিয়ে-বিনিয়ে পাকিস্তানকে মহিমান্বিত করার চেষ্টা, জুতা মেরে বাঙালির জবাব! একটি জাতিকে পঙ্গু করতেই রাও ফরমানের নীলনকশা, বাস্তবায়নে জামাত প্রহসন নির্বাচনের তফসিল ঘোষণা, জনগণের রায় ছাড়াই ক্ষমতার বন্দোবস্ত মানবে না দেশ মহান বিজয় দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী মুক্তিযুদ্ধ ১৯৭১ আত্মসমর্পণের আগের সেই মুহূর্তগুলো এক সাগর রক্তের বিনিময়ে, বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলবনা। একাত্তরে তাঁদের সাহস, দৃঢ়তা আর সংকল্প আমাদের এনে দিয়েছিল স্বাধীনতা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে আদালতে তোলা হচ্ছে ৭১–কে মুছে ফেলার ষড়যন্ত্রে ইউনুস সরকার: কুচকাওয়াজ বাতিল ও মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন মুছে ফেলা নিয়ে সরব আন্তর্জাতিক গণমাধ্যম গোয়াইনঘাটে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার, গ্রেপ্তার নেই প্রকৃত চোরাকারবারি আড়াল করার অভিযোগ বাংলাদেশকে প্রান্তে ঠেলে দেওয়া যাবে না”: শেখ হাসিনা মুহাম্মদ ইউনুস সরকারকে কড়া সমালোচনা পেঁয়াজের দাম দ্বিগুণ, ইউনুস সরকার নিখোঁজ ১৯৭১, নীলফামারীর গোলাহাট গণহত্যা PBI Findings: 56% of July–August 2024 Cases Were “False & Baseless” ‘৭১ এর রণাঙ্গনের ৩ জন বীর নারী মুক্তিযোদ্ধা। জনগণের ঘাড়ে নতুন করে চাপছে অন্তর্বর্তী সরকারের কর্তৃত্ববাদী খড়্গ