তালেবান মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর কাবুলে দূতাবাস চালুর ঘোষণা ভারতের, ভারতকে ‘ঘনিষ্ঠ বন্ধু’ আখ্যা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৫
     ১১:৪৪ অপরাহ্ণ

তালেবান মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর কাবুলে দূতাবাস চালুর ঘোষণা ভারতের, ভারতকে ‘ঘনিষ্ঠ বন্ধু’ আখ্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৫ | ১১:৪৪ 42 ভিউ
আফগানিস্তানের তালেবান প্রশাসনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদারের ঘোষণা দিয়েছে ভারত। ২০২১ সালে বন্ধ করে দেওয়া কাবুলস্থ ভারতীয় দূতাবাস আবার চালু করার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। আজ ১০ই অক্টোবর, শুক্রবার আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠকের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এ ঘোষণা দেন। তিনি বলেন, “আমরা কাবুলে ভারতের টেকনিক্যাল মিশনকে পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় দূতাবাসে উন্নীত করছি। ভারত আফগানিস্তানের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।” তালেবান ক্ষমতা দখলের পর ২০২১ সালে ভারত কাবুলের দূতাবাস বন্ধ করে দেয় এবং সীমিত পরিসরে একটি ‘টেকনিক্যাল মিশন’ পরিচালনা করে আসছিল। ছোট শহরগুলোর কনস্যুলেটও বন্ধ ছিল। বৈঠকের পর তালেবান পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি বলেন, “আশা করি দুই দেশের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ

হবে, যোগাযোগ ও বিনিময় বৃদ্ধি পাবে।” ভারতকে তিনি ‘ঘনিষ্ঠ বন্ধু’ বলে অভিহিত করেন। বর্তমানে কাবুলে চীন, রাশিয়া, ইরান, পাকিস্তান ও তুরস্কসহ প্রায় ডজনখানেক দেশের দূতাবাস কার্যক্রম চালু আছে। এর মধ্যে রাশিয়া তালেবান প্রশাসনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। মুত্তাকি রাশিয়া সফর শেষে ৬ দিনের সফরে ভারতে গেছেন। জাতিসংঘ তার ওপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞায় সাময়িক ছাড় দিয়েছে। ২০২১ সালের পর এটি কোনো তালেবান মন্ত্রীর প্রথম ভারত সফর। ভারতের এই পদক্ষেপকে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক ভারসাম্যের প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভারতের অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশনের নীতি বিশ্লেষক হার্শ পান্ত বলেন, “এটি তালেবানকে সমর্থনের ইঙ্গিত নয়; বরং বাস্তববাদী পদক্ষেপ। সংখ্যালঘু, নারী ও মানবাধিকার বিষয়ে ভারতের আপত্তি থাকলেও কৌশলগত

কারণে তারা সম্পর্ক জোরদার করছে।” মুত্তাকি বলেন, আফগানিস্তান অন্য কোনো দেশের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ব্যবহৃত হতে দেবে না। অন্যদিকে জয়শঙ্কর বলেন, “এই উদ্যোগ ভারতের বাস্তব প্রতিশ্রুতির প্রতিফলন।” নতুন দূতাবাস কবে থেকে কার্যক্রম শুরু করবে তা এখনো নির্ধারিত হয়নি। তবে এটি দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ও আঞ্চলিক স্থিতিশীলতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কারাগারে মৃত্যুর মিছিল থামছেই না দুই হত্যা, দুই বিশ্ববিদ্যালয়, এক নিস্ক্রিয় সরকার : বিচার পাবে কবে? গম থেকে চাল, সবই সিঙ্গাপুর দিয়ে : ইউনুস সরকারের ক্রয়ে কার স্বার্থ? প্রতারণাপূর্ণ অপকৌশলের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সততা ও নিষ্ঠা প্রশ্নবিদ্ধ করা যাবে না মর্মে আওয়ামী লীগের বিবৃতি Mobocracy in robes: How Yunus regime’s farcical tribunal ordered Sheikh Hasina’s judicial assassination সাম্প্রতিক ভিত্তিহীন ও মিথ্যা দুর্নীতির মামলা সাজিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের সম্মানহানির অপচেষ্টা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর পরিবারকে ভয় পায় বলেই ক্যাঙ্গারু কোর্টে রায়: জয় নির্বাচনে অযোগ্য ঘোষণা করতেই ‘ক্যাঙ্গারু কোর্টে’ তড়িঘড়ি করে রায় দেওয়া হয়েছে: সজীব ওয়াজেদ জয় সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বাপ্পির জানাজায় জনস্রোত, ভালোবাসায় সিক্ত শেষ বিদায়। বিয়ে বাড়িতে মাইক বাজানোয় কনের মা-বাবাকে বেত্রাঘাত ইইউ নেতৃবৃন্দকে জরুরি চিঠি ড. হাছান মাহমুদের মিথ্যার বেসাতি ও চাঁদাবাজির অভিযোগ: ‘সবচেয়ে বড় বাড়ি’র গল্পের আড়ালে হান্নান মাসউদের আসল রূপ ফাঁস “মিথ্যা মামলা আমাদের বিরুদ্ধে সাজানো হয়েছে, যাতে আমরা নির্বাচন না করতে পারি — সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনার নৈতিক অবস্থানকে সম্মান: ‘আস্থাহীন’ ট্রাইব্যুনালে লড়বেন না জেড আই খান পান্না শেখ হাসিনার নৈতিক অবস্থানকে সম্মান: ‘আস্থাহীন’ ট্রাইব্যুনালে লড়বেন না জেড আই খান পান্না টাঙ্গাইলে জেলহাজতে আ.লীগ নেতার মৃত্যু: বিনা চিকিৎসায় ‘পরিকল্পিত হত্যা’র অভিযোগ শেখ হাসিনার ১০ কাঠায় ২১ বছরের সাজা: ইউনুসের ৪৪৬৭ কাঠার অপরাধে বিচার হবে কবে? বেলজিয়ামে ইইউ পার্লামেন্টের সামনে সর্ব ইউরোপ ছাত্রলীগের বিক্ষোভ, ভিডিও কলে বার্তা দিলেন শেখ হাসিনা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের ট্রাস্ট–নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানে আর্থিক লেনদেনে ব্যাপক অনিয়মের অভিযোগ শেখ হাসিনার লকারে ৮৩২ ভরি সোনা সাজানো নাটক, নেপথ্যে কড়াইল বস্তির আগুন ধামাচাপা দেওয়ার চেষ্টা!