হংকংয়ের কাছে হেরেও যে সমীকরণে এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




হংকংয়ের কাছে হেরেও যে সমীকরণে এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৫ | ৫:৩১ 18 ভিউ
এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ। হংকংয়ের বিপক্ষে রোমাঞ্চকর সাত গোলের লড়াইয়ে শেষ মুহূর্তে হারের ফলে জামাল-হামজাদের জন্য এশিয়ান কাপের পথ আরও কঠিন হয়ে উঠেছে। তবে এখনো কাগজে-কলমে আশা টিকে আছে। প্রথম তিন ম্যাচে জয়হীন থাকার কারণে এখন বাংলাদেশের সামনে কোনো বিকল্প নেই—বাকি তিনটি ম্যাচেই জয় পেতে হবে। এর একটি ম্যাচেও হারলে বা পয়েন্ট খোয়ালে এশিয়ান কাপে জায়গা করে নেওয়ার সম্ভাবনা অনেকটাই শেষ হয়ে যাবে। বাংলাদেশ রয়েছে একটি চতুর্দলীয় গ্রুপে, যেখানে বাকি তিন দল হলো হংকং, ভারত এবং সিঙ্গাপুর। বর্তমান পয়েন্ট টেবিল অনুযায়ী, হংকং রয়েছে শীর্ষে, সিঙ্গাপুর দ্বিতীয় স্থানে, এরপর ভারত এবং সর্বনিম্নে বাংলাদেশ। বাংলাদেশকে এখন যেসব দলের বিপক্ষে খেলতে হবে ১৪ অক্টোবর:

হংকং (প্রত্যাবর্তী ম্যাচ, হংকংয়ে) ১৮ নভেম্বর: ভারত (ভারতের মাঠে) ৩১ মার্চ ২০২৬: সিঙ্গাপুর (বাংলাদেশের মাঠে) তিনটি ম্যাচেই জয় পেলেও শুধু তা যথেষ্ট নয়। সেক্ষেত্রে বাংলাদেশের পাশাপাশি নজর রাখতে হবে বাকি দলের ফলাফলের ওপরও। বিশেষ করে সিঙ্গাপুরের পারফরম্যান্স হবে খুবই গুরুত্বপূর্ণ। যদি সিঙ্গাপুর বাংলাদেশের কাছে হারে এবং বাকি ম্যাচগুলোতে জয় না পায় (অর্থাৎ হার বা ড্র করে), তাহলে বাংলাদেশের জন্য সুযোগ তৈরি হতে পারে। পাশাপাশি, ভারত যদি সিঙ্গাপুরের বিপক্ষে অন্তত একটি ম্যাচ ড্র করে এবং হংকং সব ম্যাচ জিতে শীর্ষে থাকে, তবে বাংলাদেশ দ্বিতীয় স্থান অর্জন করে পরবর্তী পর্বে যেতে পারে। এই সমীকরণ অনুযায়ী, হংকংয়ের জয় বাংলাদেশের জন্য সহায়ক হতে পারে—শর্ত হচ্ছে, হংকংয়ের বিপক্ষে বাকি ম্যাচে

বাংলাদেশকেও জিততে হবে। সব মিলিয়ে, বাংলাদেশের এশিয়ান কাপের স্বপ্ন এখনো বেঁচে আছে, তবে তা টিকে আছে কঠিন এক সমীকরণের ওপর। প্রতিটি ম্যাচে জয় পাওয়ার পাশাপাশি প্রতিদ্বন্দ্বী দলের ফলাফলেও বাংলাদেশের ভাগ্য নির্ভর করছে। ফুটনোট: বাংলাদেশের পরবর্তী তিনটি ম্যাচের সময় ও প্রতিপক্ষ— ১৪ অক্টোবর: হংকং (অ্যাওয়ে) ১৮ নভেম্বর: ভারত (অ্যাওয়ে) ৩১ মার্চ ২০২৬: সিঙ্গাপুর (হোম) একটিও পা হড়কালেই, নিভে যেতে পারে বাংলাদেশের স্বপ্ন। এখন দেখার পালা, এই কঠিন সমীকরণে জামাল-হামজারা কতদূর এগোতে পারেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশের জন্য দুঃসংবাদ: জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বড় ছাঁটাই আসছে বাজারে সবজির সেঞ্চুরি: ১০০ টাকার নিচে মিলছে না কিছুই রাজনৈতিক অস্থিরতায় রপ্তানিতে ধাক্কা, বিনিয়োগে স্থবিরতা, উচ্চ মূল্যস্ফীতি: ভয়াবহ সংকটে অর্থনীতি পুলিশি বাধায় চারুকলার পর গেণ্ডারিয়াতেও পণ্ড ‘শরৎ উৎসব’: ১৯ বছরের ধারাবাহিকতায় ছেদ তালেবান মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর কাবুলে দূতাবাস চালুর ঘোষণা ভারতের, ভারতকে ‘ঘনিষ্ঠ বন্ধু’ আখ্যা আওয়ামী লীগ কি সশস্ত্র সংগ্রাম করবে? কারাবন্দীদের উপর নির্যাতন: সংবিধান ও গুরুতর মানবাধিকার লঙ্ঘন দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি বেবিচকের এ কেমন সংস্কার! দুদকের মামলার একদিন পরই আসামী উল্টো পুরস্কৃত, পেলেন আরও বড় দায়িত্ব নৃশংস বর্বরতা আর নরকীয়তার ঘৃণ্য দৃষ্টান্ত স্থাপিত হল – নূরুল মজিদ হুমায়ূনের নিথর দেহে হাতকড়া লাগিয়ে। ন্যায়বিচারের পথে এক ধাপ এগোল বাংলাদেশ ট্রাম্প নয় শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার মারিয়া ট্রাম্পকে হারিয়ে নোবেল জেতা কে এই মাচাদো? শিশুদের ‘নোবেল’ শান্তি পুরস্কারের জন্য মনোনীত সাতক্ষীরার তরুণ সুদীপ্ত শাহজালাল বিমানবন্দরে ৬৫ ভরি স্বর্ণসহ গ্রেপ্তার ২ টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ ১৯ বছর ধরে ইসরায়েলে বন্দি কে এই ‘দ্বিতীয় ইয়াহিয়া সিনওয়ার’? হংকংয়ের কাছে হেরেও যে সমীকরণে এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ মিরপুরে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণ, শিশু আহত শাহবাগ এলাকা থেকে ৩ লাশ উদ্ধার