বাংলাদেশকে ৫ ইউকেটে হারালো আফগানিস্তান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৫
     ৭:২৪ পূর্বাহ্ণ

বাংলাদেশকে ৫ ইউকেটে হারালো আফগানিস্তান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৫ | ৭:২৪ 55 ভিউ
বর্তমান সময়ে ওয়ানডে ক্রিকেটে ৩০০-৩৫০ রানের দেখা মেলে অহরহ। সেখানে ২২১ রানের পুঁজি একেবারে মামুলি। সহজ লক্ষ্য পেয়ে আফগানরা পথ হারায়নি। রহমানউল্লাহ গুরবাজ এবং রহমত শাহ-র জোড়া ফিফটিতে চড়ে ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে গেছে তারা। আর তাতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শুরুতেই হার জুটেছে বাংলাদেশের ভাগ্যে। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তবে অধিনায়কের আস্থার মান রাখতে পারেননি ব্যাটাররা। ৫৩ রানের মধ্যে প্রথম তিন ব্যাটার সাইফ হাসান (২৬), তানজিদ তামিম (১০), ও নাজমুল হোসেন শান্ত (২) ফিরে যাওয়ার পর দারুণ এক জুটি গড়েন তাওহীদ হৃদয় ও অধিনায়ক মিরাজ। চতুর্থ উইকেটে তাদের

জুটিতে স্কোরবোর্ডে যোগ হয় ১০১ রান। কিন্তু দলীয় ১৫৪ রানে হৃদয় (৫৬) রানআউট হতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ৬৭ রানের মধ্যে শেষ ৭ উইকেট হারায় লাল-সবুজের প্রতিনিধিরা। রশিদ খানের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রানের ইনিংস খেলেন মিরাজ। দুর্দশাগ্রস্ত ব্যাটিংয়ের জেরে ৪৮.৫ ওভারে ২২১ রানে থামতে হয় বাংলাদেশকে। আফগানদের পক্ষে তিনটি করে উইকেট শিকার করেন রশিদ ও আজমতউল্লাহ ওমরজাই। রান তাড়া করতে নেমে রহমানউল্লাহ ও ইব্রাহিম জাদরানের ব্যাটে উদ্বোধনী জুটিতে ৫২ রান পেয়ে যায় আফগানিস্তান। তানভীর ইসলামের বলে ইব্রাহিম ব্যক্তিগত ২৩ রানে স্টাম্পড হলে ভাঙে সেই জুটি। তিনে নামা সেদিকউল্লাহ আতাল (৫) আজ সুবিধা করতে পারেননি।

তানজিম সাকিবের বলে ক্যাচ দিয়েছেন স্লিপে থাকা তানজিদকে। ৫৮ রানে দুই উইকেট হারানোর পর চারে নামা রহমতকে নিয়ে জুটি গড়ে তোলেন একপ্রান্ত আগলে দাঁড়িয়ে থাকা রহমানউল্লাহ। তৃতীয় উইকেটে তাদের ৭৮ রানের জুটিতে জয়ের পথে অনেকটা এগিয়ে যায় আফগানিস্তান। দুজনে কাছাকাছি সময়ে ফিফটিও তুলে নেন। তবে দলীয় ১৩৬ রানে পরপর দুই ওভারে তাদের দুজনকেই সাজঘরে ফিরতে হয়। ৩১তম ওভারে তানজিম সাকিবের বলে শর্ট মিডউইকেটে থাকা মিরাজকে ক্যাচ দেন রহমত (৫০)। পরের ওভারে বোলিংয়ে এসে রহমানউল্লাহর (৫০) স্টাম্প গুঁড়িয়ে দেন মিরাজ নিজেই। তবে বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে দুই সেট ব্যাটারকে হারানোর ধাক্কা সামাল দেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি এবং অলরাউন্ডার আজমতউল্লাহ। পঞ্চম উইকেটে ৫৯ রানের জুটি গড়েন

তারা। ৪০ রান করে ম্যাচে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার তানজিম সাকিবকে ক্যাচ দিয়ে ফেরেন আজমতউল্লাহ। তবে অধিনায়ক হাশমতউল্লাহ ৩৩ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। বাংলাদেশের পক্ষে ৭ ওভার বল করে ৩১ রানে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন পেসার তানজিম সাকিব। আগামী ১১ অক্টোবর একই মাঠে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় সিরিজ বাঁচানোর লড়াইয়ে আফগানদের মুখোমুখি হবে মিরাজের দল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি আবারও বিয়ে করলেন আবু ত্বহা ও সাবিকুন নাহার রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ফেসবুক আইডি হ্যাকড প্রচণ্ড ঠান্ডা নিয়ে সতর্কতা টেবিলের দাঁড়িয়ে মুফতি আমির হামজার বক্তব্য, তুমুল সমালোচনা আবারও বঙ্গোপসাগরে ভূমিকম্প ইরানে স্বর্ণের বিশাল মজুতের সন্ধান ১৯৭১, নীলফামারীর গোলাহাট গণহত্যা “কোন সত্যিকারের দেশপ্রেমিক বঙ্গবন্ধুর বাড়ি ভাঙতে পারে না; শেখ হাসিনার রায়, এই সরকার মানিনা” — বীর বাঙালি ইউনূসের দুঃশাসনে আইন শৃঙ্খলার চরম অবনিত, নিরাপদ না আদালতও “গান পাউডার ছিটাইলে ভাই আগুন ধরে বেশি, এটা ভাই করা হইছে, এটা পূর্বপরিকল্পিত” – কড়াইল বাসী “বিএনপি নমিনেশন দেয়নি, তার ক্ষোভ গাড়ি ভেঙে কেন?” — ভুক্তভোগী কোন দেশের নাগরিক হয়ে মঙ্গলবার দেশে ফিরছেন তারেক রহমান সমকামিতার অভিযোগ: আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে প্রধান বিচারপতির দ্বারে ভুক্তভোগী ‘ধানমন্ডি ৩২ ভাঙার পাপে তারেক রহমান আমৃত্যু অনিরাপদ, এসএসএফ তাকে জনবিচ্ছিন্ন করবে’: সাংবাদিক ফজলুল বারী পিলখানা হত্যাকাণ্ড: বিদ্রোহের নেতৃত্বে বিএনপি আমলের নিয়োগপ্রাপ্তরা, আইনি লড়াইয়েও দলটির শীর্ষ আইনজীবীরা পিলখানা হত্যাকাণ্ড: বিদ্রোহের নেতৃত্বে বিএনপি আমলের নিয়োগপ্রাপ্তরা, আইনি লড়াইয়েও দলটির শীর্ষ আইনজীবীরা জামায়াতের সেক্রেটারি জেনারেলের গোপন সফর ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র জল্পনা ২৭৫ কোটি বেড়ে ৬৮২ কোটি, লোপাটে দায় কার মসজিদে বিয়ে ও ‘ফিট হাজব্যান্ড’ প্রসঙ্গে মুখ খুললেন শবনম ফারিয়া