আমাকে ইসরায়েলি বাহিনী অপহরণ করেছে, ভিডিওবার্তায় শহিদুল আলম – ইউ এস বাংলা নিউজ




আমাকে ইসরায়েলি বাহিনী অপহরণ করেছে, ভিডিওবার্তায় শহিদুল আলম

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৫ | ৫:২৭ 22 ভিউ
গাজা অভিমুখে যাত্রা করা আন্তর্জাতিক মানবিক মিশন ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’র অংশ হিসেবে যাত্রা করেছিলেন বাংলাদেশি আলোকচিত্রী, লেখক ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম। অভিযানে অংশগ্রহণকালে ইসরায়েলি বাহিনী তাকে আটক করেছে। বুধবার (৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা একটি ভিডিওবার্তায় এ তথ্য জানান শহিদুল আলম নিজেই। ভিডিওতে তিনি বলেন, “আমি শহীদুল আলম, বাংলাদেশের একজন আলোকচিত্রী এবং লেখক। আমাদের সমুদ্রে আটক করা হয়েছে এবং আমাকে ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতা এবং সহায়তায় যারা গাজায় গণহত্যা চালাচ্ছে।” তিনি আরও বলেন, “আমি আমার সকল কমরেড এবং বন্ধুদের কাছে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাওয়ার জন্য আবেদন

করছি।” জানা গেছে, শহিদুল আলম ‘কনশান্স’ নামের একটি জাহাজে রয়েছেন। এর আগে, মঙ্গলবার দেওয়া এক ফেসবুক পোস্টে শহিদুল আলম জানান, তারা খুব শিগগিরই ‘রেড জোন’—অর্থাৎ সেই বিপজ্জনক এলাকায় প্রবেশ করতে যাচ্ছেন, যেখানে অতীতে ইসরায়েলি বাহিনী ‘সুমুদ ফ্লোটিলা’কে থামিয়ে অধিকারকর্মীদের আটক করেছিল। তিনি লেখেন, “আমরা নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা পিছিয়ে পড়েছি, কারণ আমাদের বহরের ছোট ও ধীরগতির নৌযানগুলোকে সঙ্গেই রাখার সিদ্ধান্ত নিয়েছি। এই জাহাজগুলোর অবস্থান এখন আমাদের সমকাতারে। আমরা এখন ‘রেড জোন’ থেকে প্রায় ৭০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছি—এটাই সেই এলাকা, যেখানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী পূর্বে অবৈধভাবে ফ্লোটিলা জাহাজগুলোকে আটক করেছিল।” শহিদুল আলমের সর্বশেষ ভিডিওবার্তা থেকে ধারণা করা হচ্ছে, ফ্লোটিলা কোয়ালিশনের সদস্য হিসেবে

তার বর্তমান অবস্থান আন্তর্জাতিক জলসীমায় হলেও, ইসরায়েলি বাহিনী সেখানে হস্তক্ষেপ করে তাকে অপহরণ করেছে। এখন পর্যন্ত তার সুনির্দিষ্ট অবস্থান ও অবস্থা নিশ্চিত হওয়া যায়নি। এদিকে গাজা ফ্রিডম ফ্লোটিলা জানিয়েছে যে, ইসরায়েলি সেনাবাহিনী তাদের কনভয়ে আক্রমণ করেছে এবং গাজার দিকে যাত্রা করার সময় বেশ কয়েকটি জাহাজকে আটক করেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে যে, ইসরায়েলি সেনাবাহিনী গাজায় যাওয়ার পথে কমপক্ষে দুটি নৌকায় উঠে পড়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বুধবার অন্তত তিনটি জাহাজ আটক করেছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছে, গাজা সানবার্ডস, আলা আল-নাজ্জার ও আনাস আল-শরীফ নামের তিনটি জাহাজে হামলা চালিয়ে অবৈধভাবে লোকজনকে আটক করা হয়েছে। গাজা উপকূল থেকে প্রায় ২২০ কিলোমিটার

দূরে বুধবার ভোরের দিকে এই ঘটনা ঘটেছে বলে তারা জানিয়েছে। ‘কনশান্স’ নামের একটি জাহাজেও আক্রমণ চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে। ওই জাহাজে শহিদুল আলমসহ ৯০ জনের বেশি সাংবাদিক, চিকিৎসক ও অধিকারকর্মী ছিলেন। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন জানিয়েছে, আটককৃত নৌবহরগুলোতে গাজার ক্ষুধার্ত হাসপাতালগুলোর জন্য ১ লাখ ১০ হাজার ডলারের বেশি মূল্যের ওষুধ, শ্বাসযন্ত্রের সরঞ্জাম ও পুষ্টিসামগ্রী ছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নৃশংস বর্বরতা আর নরকীয়তার ঘৃণ্য দৃষ্টান্ত স্থাপিত হল – নূরুল মজিদ হুমায়ূনের নিথর দেহে হাতকড়া লাগিয়ে। ন্যায়বিচারের পথে এক ধাপ এগোল বাংলাদেশ ট্রাম্প নয় শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার মারিয়া ট্রাম্পকে হারিয়ে নোবেল জেতা কে এই মাচাদো? শিশুদের ‘নোবেল’ শান্তি পুরস্কারের জন্য মনোনীত সাতক্ষীরার তরুণ সুদীপ্ত শাহজালাল বিমানবন্দরে ৬৫ ভরি স্বর্ণসহ গ্রেপ্তার ২ টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ ১৯ বছর ধরে ইসরায়েলে বন্দি কে এই ‘দ্বিতীয় ইয়াহিয়া সিনওয়ার’? হংকংয়ের কাছে হেরেও যে সমীকরণে এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ মিরপুরে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণ, শিশু আহত শাহবাগ এলাকা থেকে ৩ লাশ উদ্ধার বিশ্ববাজারে তেলের দাম নিয়ে সুখবর গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু, ৭২ ঘণ্টার মধ্যে মুক্তি পাবেন জিম্মিরা নারায়ণগঞ্জে বাস উল্টে খাদে, নারী-শিশুসহ আহত ১০ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফল প্রকাশে রেকর্ড বাতিল হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, দায়মুক্তি পাচ্ছেন আসামিরা ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার ৮ বছরের জেল চসিকের ৩ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ অবশেষে উচ্ছেদ হলো আগারগাঁওয়ের ‘কেকপট্টি’ গাজা শান্তি চুক্তিতে সফলতার জন্য ট্রাম্পকে অভিনন্দন জানালেন মোদি