ফ্লোটিলা থেকে আটক ফরাসি এমপিরা অনশনে – ইউ এস বাংলা নিউজ




ফ্লোটিলা থেকে আটক ফরাসি এমপিরা অনশনে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ অক্টোবর, ২০২৫ | ৭:৪৮ 17 ভিউ
ফিলিস্তিনের গাজামুখী ত্রাণ ফ্লোটিলায় অংশ নেওয়ার পর ইসরায়েলের হাতে আটক হওয়া চারজন ফরাসি বামপন্থী পার্লামেন্ট সদস্য (এমপি) অনশন শুরু করেছেন বলে জানিয়েছে তাঁদের দল। ফরাসি বামপন্থী দল ফ্রান্স আনবাউড রোববার এই ঘোষণা দেয়। ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ম্যানন ওব্রি ফরাসি রেডিও ফ্রান্সইনফোকে জানান, আটক এমপির—জাতীয় সংসদের দুই সদস্য ফ্রাঁসোয়া পিকেমাল ও মারি মেসম্যর এবং ইউরোপীয় পার্লামেন্টের দুই সদস্য রিমা হাসান ও এমা ফুরো—কঠিন পরিস্থিতিতে রয়েছেন। তিনি বলেন, তাঁদের সঙ্গে আইনজীবীর ও ফরাসি কনসালের সংক্ষিপ্ত যোগাযোগ হয়েছে। ওব্রি অভিযোগ করেন, তাঁদের একেকটি সেলে ১০ জনের বেশি মানুষকে রাখা হয়েছে এবং পানির নাগাল পাওয়া কষ্টকর। ফ্রান্স আনবাউড শনিবার ঘোষণা করে, এই চারজন ফিলিস্তিনি জনগণের প্রতি

সংহতি জানিয়ে অনশন শুরু করেছেন। ওব্রি ফরাসি কর্তৃপক্ষের কাছে আটক নাগরিকদের দ্রুত ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, "এখন ফ্রান্সের জন্য সত্যিকারের পদক্ষেপ নেওয়ার সময়।" ইসরায়েল গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌযানগুলো থেকে যাঁদের আটক করেছে, তাঁদের মধ্যে ৩০ জন ফরাসি নাগরিক রয়েছেন। ৪৫টি জাহাজের ওই বহর গাজায় অবরোধ ভেঙে মানবিক সহায়তা পৌঁছানোর চেষ্টা করছিল। ফ্রান্স আনবাউডের নেতা জঁ-লুক মেলঁশো আটক নাগরিকদের ফেরত পাঠানোয় বিলম্বের জন্য ফরাসি সরকারের নিন্দা করেছেন। অন্যদিকে, মাখোঁ সরকারের সাবেক মন্ত্রী ও বর্তমান ইউরোপীয় পার্লামেন্ট সদস্য নাথালি লুইজো পাল্টা মন্তব্য করে বলেছেন, ফ্রান্স তার নাগরিকদের কনসুলার সুরক্ষা দিতে যা করা দরকার, তা-ই করছে। তবে তিনি ফ্রান্স আনবাউডের ফ্লোটিলায় অংশগ্রহণকে 'উদ্বেগজনক'

আখ্যায়িত করে এটিকে 'আত্মপ্রচারের কৌশল' হিসেবে সন্দেহ প্রকাশ করেন। সূত্র: এএফপি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশের জন্য দুঃসংবাদ: জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বড় ছাঁটাই আসছে বাজারে সবজির সেঞ্চুরি: ১০০ টাকার নিচে মিলছে না কিছুই রাজনৈতিক অস্থিরতায় রপ্তানিতে ধাক্কা, বিনিয়োগে স্থবিরতা, উচ্চ মূল্যস্ফীতি: ভয়াবহ সংকটে অর্থনীতি পুলিশি বাধায় চারুকলার পর গেণ্ডারিয়াতেও পণ্ড ‘শরৎ উৎসব’: ১৯ বছরের ধারাবাহিকতায় ছেদ তালেবান মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর কাবুলে দূতাবাস চালুর ঘোষণা ভারতের, ভারতকে ‘ঘনিষ্ঠ বন্ধু’ আখ্যা আওয়ামী লীগ কি সশস্ত্র সংগ্রাম করবে? কারাবন্দীদের উপর নির্যাতন: সংবিধান ও গুরুতর মানবাধিকার লঙ্ঘন দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি বেবিচকের এ কেমন সংস্কার! দুদকের মামলার একদিন পরই আসামী উল্টো পুরস্কৃত, পেলেন আরও বড় দায়িত্ব নৃশংস বর্বরতা আর নরকীয়তার ঘৃণ্য দৃষ্টান্ত স্থাপিত হল – নূরুল মজিদ হুমায়ূনের নিথর দেহে হাতকড়া লাগিয়ে। ন্যায়বিচারের পথে এক ধাপ এগোল বাংলাদেশ ট্রাম্প নয় শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার মারিয়া ট্রাম্পকে হারিয়ে নোবেল জেতা কে এই মাচাদো? শিশুদের ‘নোবেল’ শান্তি পুরস্কারের জন্য মনোনীত সাতক্ষীরার তরুণ সুদীপ্ত শাহজালাল বিমানবন্দরে ৬৫ ভরি স্বর্ণসহ গ্রেপ্তার ২ টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ ১৯ বছর ধরে ইসরায়েলে বন্দি কে এই ‘দ্বিতীয় ইয়াহিয়া সিনওয়ার’? হংকংয়ের কাছে হেরেও যে সমীকরণে এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ মিরপুরে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণ, শিশু আহত শাহবাগ এলাকা থেকে ৩ লাশ উদ্ধার