এবার আফ্রিকায় নামলো জেন-জি, মাদাগাস্কারে সরকার পতনের বিক্ষোভ – ইউ এস বাংলা নিউজ




এবার আফ্রিকায় নামলো জেন-জি, মাদাগাস্কারে সরকার পতনের বিক্ষোভ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৫ | ৭:৫৭ 26 ভিউ
পানির তীব্র সংকট এবং দীর্ঘমেয়াদি বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে পূর্ব আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারে ফের রাস্তায় নেমেছে হাজারো মানুষ। তরুণ প্রজন্মের নেতৃত্বে শুরু হওয়া এই তৃতীয় দফার বিক্ষোভে এবার সরাসরি সরকারের পদত্যাগ দাবি জানানো হয়েছে। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানী আন্তানানারিভোতে জড়ো হওয়া বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ সময় বিক্ষোভকারীরা সরকারের বিরুদ্ধে স্লোগান দেন এবং প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আফ্রিকার কেনিয়া এবং এশিয়ার নেপালের ‘জেন-জি’ আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে মাদাগাস্কারের তরুণরা এই সরকারবিরোধী বিক্ষোভ শুরু করেছেন। এটি সাম্প্রতিক সময়ে দেশটিতে সবচেয়ে বড় প্রতিবাদ হিসেবে বিবেচিত হচ্ছে। ২০২৩ সালের নির্বাচনে পুনরায় ক্ষমতায় আসার পর

এই প্রথম বড় রাজনৈতিক চাপে পড়েছেন প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজধানীতে ইতোমধ্যেই বৃহস্পতিবার থেকে কারফিউ জারি করেছে প্রশাসন। সোমবার বিক্ষোভকারীরা আন্তানানারিভোর একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো হয়ে জাতীয় সংগীত গেয়ে প্রতিবাদ শুরু করেন। পরে তারা শহরের বিভিন্ন এলাকায় গিয়ে রাস্তায় ইট-পাথর ও টেলিফোন খুঁটি ফেলে ব্যারিকেড তৈরি করে রাস্তা অবরোধ করেন। স্থানীয় সংবাদমাধ্যম ২৪২৪ এমজির প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে এবং সড়কে তৈরি ব্যারিকেড সরিয়ে ফেলে। বিক্ষোভে অংশ নেওয়া বহু মানুষ দেশটির প্রধানমন্ত্রী ক্রিশ্চিয়ান এনটসে, তার সরকার এবং প্রেসিডেন্ট রাজোয়েলিনার পদত্যাগ দাবি করেন। আন্দোলনকারীদের চাপের মুখে রোববার এক বক্তব্যে প্রেসিডেন্ট রাজোয়েলিনা স্বীকার করেন যে

তার শাসনামলে কিছু ভুল হয়েছে। তিনি বলেছেন, যদি কোনো ভুল হয়ে থাকে, আমি তা স্বীকার করছি এবং এখন সবকিছু সংস্কারের উপায় খুঁজছি। তিনি এ বক্তব্য দেন রাজধানীর আনোসিবে এলাকায়, যেখানে গত শুক্রবার বিক্ষোভকারীরা ভাঙচুর ও লুটপাট চালিয়েছিলেন। প্রতীকীভাবে মাদাগাস্কারের জেন-জি আন্দোলনকারীরা নেপালের সাম্প্রতিক তরুণ আন্দোলনের পতাকা ব্যবহার করছেন। নেপালে এই তরুণদের আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগে বাধ্য হন। তেমনি, কেনিয়ার আন্দোলনের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নিজেদের সংগঠিত করছেন মাদাগাস্কারের তরুণ বিক্ষোভকারীরাও। সূত্র: রয়টার্স

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্বামীকে কিডনি দিতে এক মুহূর্তও দেরি করলেন না তরুণী র‍্যাবের গাড়ি-বাসের সংঘর্ষে শিশুসহ নিহত ৩ জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অ্যাকশনে পুলিশ গাজা ছেড়ে আরেক দেশে ইসরায়েলের হামলা মারিয়া কোরিনা কি নিজ ভুবনে শান্তিতে আছেন? ১০ দিনে হাসপাতালে ভর্তি ৬ হাজার, মৃত্যু ২৬ জনের স্বর্ণ কিনবেন? জেনে নিন আজকের বাজারদর স্বর্ণ ও রুপা আজ কত দামে বিক্রি হচ্ছে, জেনে নিন অনলাইন জুয়া চক্রের শীর্ষ এজেন্ট লিপু গ্রেপ্তার সেই ভিক্ষুকের ঘরে মিলল আরও এক বস্তা টাকা মার্কিন সেনাদের বিস্ফোরক সরবরাহ করা কোম্পানিতে বিস্ফোরণ সত্যের পক্ষে দুগ্ধপোষ্য শিশুর সাক্ষ্য দিনভর খেলা, ফুটবলপ্রেমীদের আবার রাত না জেগে উপায় নেই দেশে ফিরেছেন আলোকচিত্রী শহিদুল আলম ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর গুজব, বিভ্রান্ত না হবার আহ্বান ছেলে জয়ের ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া মাচাদো শনিবার ভোরে দেশে ফিরছেন শহিদুল আলম ব্রাহ্মণবাড়িয়ায় হঠাৎ টর্নেডোর আঘাত অক্টোবরে ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়, হতে পারে বন্যাও ভারতের ৯ প্রতিষ্ঠান ও ৮ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা